![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারের বাসিন্দা :)
সকালে আসুন জেনে নিই থাবা বাবার নুরাণী চাপা সমগ্র........ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম, পোস্টটি ৩০ মিনিট মত ছিলও, কিছুক্ষণ আগে এসে দেখি কোন প্রকার নোটিশ বাদে রিমুভ দিয়ে দেয়া হইছে।
কেনও দেয়া হইছে তা জানি নাহ, শুধু এইটুকু জানি ঐ পোস্টে রাজিব ওরফে ব্লগার থাবা বাবার ফেসবুক আইডির সকল নুরাণী চাপার লিঙ্ক ছিল।
কি কারনে পোস্টটা রিমুভ দেয়া হইছে তার কারণ জানানোর জন্য ব্লগ টিমকে অনুরধ করছি...........................।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
নবকবি বলেছেন: উত্তর পারেন না। এরা বিরুদ্ধ যুক্তি সহ্য করতে পারে না।
ব্লগার রাজীবের আসল চেহারা প্রকাশ হলে এদের পাশার দান উল্টে যেতে পারে।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
পথিকের ডায়েরীর পাতা বলেছেন: থাবার জানাযার বিরুদ্ধে বলার কারনে আমার ব্লগ স্থগিত করা হয়েছে।
এদের উপর গযব পড়ুক।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
আবিরু সাবীল বলেছেন: উত্তর পাবেন না। এরা অন্যকে পরমত সহিষ্ঞু হ্ওয়ার হওয়ার নসীহত করলেও নিজেরা ভীন্নমতকে সহ্য করতে পারে না। জামাত ও ছাত্রলীগকে নিয়ে তৃতীয় পক্ষের একটা বিশ্লেষণ দিয়েছিলাম। নিতান্তই নিরেপেক্ষধর্মী একটা বিশ্লেষণ। আরেকটু স্পষ্ট করে বললে চৌদ্দজন কমেন্টকারীর কেউ আমাকে শিবির বলতে পারেনি। অথচ এতটুকু তাদের সহ্য হয়নি। ব্লগটা ব্লক করে দিয়েছে। আমি নাকি ব্লগের শর্ত ভঙ্গ করেছি!
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
মীম মাহমুদ বলেছেন: কেমনে বুঝবেন ভাই.... চিলে কান নিয়ে গেছে আগে দৌড়ান...
থাবার মুখোশ উন্মোচিত হ্ওয়ার পর কেমন যেন দৌড়ের গতি কমে যাচ্ছে...
বাকিটা বুইঝা লন.....
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩
যীশূ বলেছেন:
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
Ðârķŋễšs বলেছেন:
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... সামুর এই আচরণ সত্যিই খুব নির্লজ্জ !!
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
পাব্লিক বলেছেন:
ধিক্কার চিক্কার যাই করেন-সামু চলবে সামুরমত। পছন্দ নাহইলে চইল্যা যান
সামুর কাছে এখন -আপ্নের, আমারমত বালছাল ব্লগারের এক পয়সাও দাম নাই :#> :#>
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
Ðârķŋễšs বলেছেন: হুম ভাই আমরা তো বাল ছাল ব্লগার
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
সহজ সরল রমণী বলেছেন: সামুর আসল চেহারা দিন দিন আমরা সাধারণ জনগণ মোটামুটি বুঝতে পারছি। ওনারাও প্রভাবিত একটি বিশেষ মহল দ্বারা। আমার জানা মতে অনেকেই এখন সামুতে লেখে না, যারা আগে নিয়মিত লিখত। একসময় কিছু নাস্তিক ছাড়া হয়তো সামুতে আর কেউ পোষ্ট দিবেন না। নাস্তিক দের কিছু বললেই সামুর মডারেটরদের পায়ের নীচের মাটি উত্তপ্ত হতে শুরু করে। সিন্ডিকেট করে কয়েকজন নাস্তিকদের নিক থেকে পোষ্টটাকে ডিলিট বা ব্যান করানোর জন্য কৃত্রিম ভাবে অনুরোধ জানায়। পরিশেষে ব্যান।
সামুর মর্ডারেটরদের বলছিঃ এহেন এক চোখা দৃষ্টি থেকে আপনাদের সরে আসতে হবে। আমাদের মনের কথা লেখার জন্যই সামুকে উপযুক্ত ভাবতাম কিন্তু বিধি বাম। আপনাদের এমন কার্যকলাপ আমরা প্রত্যাশা করি না।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
Ðârķŋễšs বলেছেন: সহমত আপনি ঠিকই বলেছেন...............
সামুতে লিখা বাদ দিয়ে দিতে হবে এমন চলতে থাকলে
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
পাব্লিক বলেছেন: @ সহজ সরল রমনী, আপ্নে যা সহজ সরল ভাবে বলেছেন-সেজন্যও আপনাকে খেশারত দিতে হতে পারে
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
পেস মেকার বলেছেন: বহুরূপি সামু
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
যাযাবরমন বলেছেন: Good news, for the sake of current movement, Samu has Blocked me. Ha Ha Ha!!! I am bend for this post:
রাজীবের সাথে আসলেই কি চলমান গন-আন্দোলনের কোন সংশ্লিষ্ঠতা ছিলো?
জানাজায় আমিও ছিলাম, গতকাল জানাজায় অংশ নিতে আমি বাসে আর দৌড়িয়ে গিয়াছিলাম, ওজুও ছিলো। ৫:৫৫ তে যখন জানাযা শেষ হল, ভাবছিলাম ছেলেটার কত ভাগ্য, হাজার-হাজার লোক তার জানাযা পড়ছে।
মাত্রই নেটে বসলাম আর রাজীব-কে চেক করলাম। দেখলাম সে শেষ আড়াই বছর আগে, ০৯ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬ ব্লগ লিখেছে, আর শেষ কমেন্ট করেছ ২ মাস আগে, ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯। সেখানে সে কি লিখেছে তা আর উচ্চারন করলাম না।
আপনার একাউন্টটি স্থগিত করা হয়েছে
উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার একাউন্টটি স্থগিত করা হয়েছে। আপনার একাঊন্টটি ২ সপ্তাহ পর আবার খুলে দেওয়া হবে তবে, আপনাকে নজরে রাখা হচ্ছে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন যাতে করে আপনি নজরদারি থেকে মুক্ত হতে পারবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
Ðârķŋễšs বলেছেন:
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
মুক্তির মিছিল বলেছেন:
"বকো আর ঝকো, কানে মোর তুলো
মারো আর ধরো-পিঠে বানছি কূলো"!-সামুর আদর্শ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
Ðârķŋễšs বলেছেন: তাই নাকি?? আগে জানতাম নাহ তো
আজ বুঝলাম
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
যাযাবরমন বলেছেন: আমার লেখা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে http://zazabormon.tk/
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
দুরন্ত-পথিক বলেছেন: এরকম হতে থাকলে হয়ত সামুর বিকল্প কোন ব্লগ এর সৃষ্টি হবে।তখন ওখানে লিখতে হবে।
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
অসূর্যম্পশ্যা বলেছেন: লেখা যদি রিমুভই করা হয় তাহলে আর সত্যটা জানব কেমনে রে ভাই....। সব বিষয় দেখি জটিল হয়ে যাচছে....।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সহজ সরল রমণী বলেছেন: সামুর আসল চেহারা দিন দিন আমরা সাধারণ জনগণ মোটামুটি বুঝতে পারছি। ওনারাও প্রভাবিত একটি বিশেষ মহল দ্বারা। আমার জানা মতে অনেকেই এখন সামুতে লেখে না, যারা আগে নিয়মিত লিখত। একসময় কিছু নাস্তিক ছাড়া হয়তো সামুতে আর কেউ পোষ্ট দিবেন না। নাস্তিক দের কিছু বললেই সামুর মডারেটরদের পায়ের নীচের মাটি উত্তপ্ত হতে শুরু করে। সিন্ডিকেট করে কয়েকজন নাস্তিকদের নিক থেকে পোষ্টটাকে ডিলিট বা ব্যান করানোর জন্য কৃত্রিম ভাবে অনুরোধ জানায়। পরিশেষে ব্যান।
সামুর মর্ডারেটরদের বলছিঃ এহেন এক চোখা দৃষ্টি থেকে আপনাদের সরে আসতে হবে। আমাদের মনের কথা লেখার জন্যই সামুকে উপযুক্ত ভাবতাম কিন্তু বিধি বাম। আপনাদের এমন কার্যকলাপ আমরা প্রত্যাশা করি না।
১০০% সহমত !!!
১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
্েজাহা বলেছেন: apnar je lekha ta delete hoyase tar ki lobotomies backup ase? aktu portam...diben kindly... amar mail ID [email protected]
১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
সাইকেলার বয় বলেছেন: তোমরা করিবা আন্দোলন , আমরা দিবো বাশ। পড়ে দেখুন : Click This Link
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
Ðârķŋễšs বলেছেন: সাইকেলার বয় বলেছেন: তোমরা করিবা আন্দোলন , আমরা দিবো বাশ।
:-& :-& :-&
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
ফোকাস-০০৭ বলেছেন: hmm, প্রব্লেম তো এখানে না হলে কবে যে বিচার হয়া যেতো Click This Link