![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিপুল দাস। আমি কম্পিটার সায়েন্স এ বিএসসি পড়ছি বাংলাদেশ ইউনির্ভাসিটি।বর্তমানে আমি এসইও এক্সর্পাট হিসাবে কাজ কাজ করছি স্টার আইটি লিমিটেড।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। ম্যাচে গত ম্যাচের মতো মাঝে মধ্যে ঝলক দেখিয়েছেন দলের সেরা তারকা নেইমার। স্বাচ্ছন্দ্যে খেলেছেন আগের দুই ম্যাচের ম্যাচ সেরা কুতিনহোও (দুই গোল হওয়ার পর তুলে নেওয়া হয়)। তবে এদের কারও হাতে ম্যাচ সেরার পুরস্কার উঠেনি। পুরস্কারটি পেয়েছেন পওলিনহো। সরাসরি দেখতে ভিজিট করুন
৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে সার্বিয়া গোলে দু'বার বল জড়াতে সক্ষম হয় ব্রাজিল। এদের মধ্যে একটি করেছেন পওলিনহো। অন্যটি থিয়াগো সিলভা।
ম্যাচে তখন ৩৬ মিনিট। মাঝ মাঠ থেকে কুতিনহোর লম্বা পাস ধরে ফেলেন মিডফিল্ডার থেকে হঠাৎ আক্রমণভাবে ঢুকে পড়া পওলিনহো। এরপর গোলরক্ষককে বোকা বানিয়ে তার মাথার ওপর দিয়ে সোজা পাঠিয়ে দেন সার্বিয়ার জালে। ৬৮ মিনিটে নেইমারের কর্নার কিক থেকে রক্ষণে দুর্দান্ত খেলা সিলভা সার্বিয়ার জালে বল জড়ালেও পওলিনহোর ওই বুদ্ধিদীপ্ত শটের কারণেই তাকে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: এবার কাপ নিবে ফ্রান্স অথবা ক্রোরেশিয়া।