![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিপুল দাস। আমি কম্পিটার সায়েন্স এ বিএসসি পড়ছি বাংলাদেশ ইউনির্ভাসিটি।বর্তমানে আমি এসইও এক্সর্পাট হিসাবে কাজ কাজ করছি স্টার আইটি লিমিটেড।
বাসা বদল অফিস বদল ঢাকা শহরে এবং ঢাকা packnshift ডটকম
বাসা বদল অফিস বদল ঢাকা শহরে এবং ঢাকা থেকে যেকোন স্থানে বাসা বাড়ী অফিস বদল সার্ভিস। আপনি কি বাসা বাড়ী অফিস বদল নিয়ে চিন্তিত ??? আপনার বাসা বাড়ী বা অফিস বদলের জন্য আমাদের কোম্পানীর নিজস্ব ট্রান্সপোর্ট ভ্যানগাড়ী এবং কোম্পানী লেবার দ্বারা অতি যত্ন সহকারে বাসা বাড়ী বা অফিস বদল করে থাকি। দক্ষ ইলিকট্রেশিয়ান
ABOUT North yank nation বাসা বদল বাসা বদল BasaBodolCom
পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যাহার কৃপায় আমরা ২০০৫ইং সালে বাসা অফিস বদল এর সমস্যা নিরসনে ঢাকা শহরের সকল শ্রেনীর গ্রাহকদের সেবা দানের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ভাবে শুরু করি শিফটিং ব্যবসা। গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানির সমাপ্তি ঘটে আমাদের এই প্রয়াসের মাধ্যমে।
ঢাকায় বাসা বদল |
ঢাকায় বাসা বদল ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর। এখানে পছন্দমত একটি বাসা বা বাড়ি খুঁজে পাওয়া খুব কঠিন। কিন্তু আমাদের চাকরি ব্যবসা বা অন্যান্য কারণের জন্য প্রায়ই বাসা বদল করতে হয়। বাসা বদল করার সময় সবচেয়ে কঠিন কাজ হচ্ছেআসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পরিবহণ করা। shifting in capital কিন্তু এখন যদি প্রতি মাসেও আপনার বাসা পরিবর্তন
ঢাকার বাসা বদল PACK & SHIFT
কোথায় কোন জিনিসটা কেমন করে প্যাক করবেন কীভাবে নিয়ে যাবেন ইত্যাদি। বাড়ি বদল করার আগে পূর্বপরিকল্পনা খুব জরুরি।জিনিসপত্র প্যাকিং করতে আগে থেকে প্রয়োজনীয় সামাগ্রী কিনে রাখুন। কাগজের বাক্স দড়ি আঠা ইত্যাদি জিনিসের বন্দোবস্ত করে রাখুন। আগে থেকেই একটু একটু করে জিনিসপত্র গুছিয়ে রাখুন।বাসা বদল করার
বাসা বদলের ঝুটঝামেলা প্রথম আলো
এই তো কিছুদিন আগেও বাসা কিংবা অফিস বদলাতে হলে পড়তে হতো নানা ঝামেলায়। মালপত্র স্থানান্তর নিয়ে পড়তে হতো বিপাকে। আর যাকে দিচ্ছেন এই মালপত্র স্থানান্তরের দায়িত্ব সেই বা কতটা বিশ্বস্ত। ঠিকমতো সবকিছু পৌঁছে দেবে তো? এখন ঢাকা শহরে গড়ে উঠেছে বাসা কিংবা অফিস বদল করার অনেক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
শেষের কবিতাবাসাবদল উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার
গোড়ায় সবাই ঠিক করে রেখেছিল অমিত দিনপনেরোর মধ্যে কোলকাতায় ফিরবে। নরেন মিত্তির খুব মোটা বাজি রেখেছিল যে সাত দিন পেরোবে না। এক মাস যায় দু মাস যায় ফেরবার নামও নেই। শিলঙের বাসার মেয়াদ ফুরিয়েছে রংপুরের কোন্ জমিদার এসে সেটা দখল করে বসল। অনেক খোঁজ করে যোগমায়াদের কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে।
বাসা ও অফিস বদল সার্ভিস
পণ্য : বাসা ও অফিস বদল সার্ভিস সম্ভাব্য পুঁজি: ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত সম্ভাব্য লাভ: মাসে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। প্রস্তুত প্রণালি: বাসা বা অফিস পরিবর্তনে সাহায্য করতে মালামাল পরিবহনের জন্য লাগবে পিকআপ ভ্যান। পুঁজি বেশি থাকলে পিকআপ কিনে ফেলতে পারেন। তা না হলে পিকআপ ভাড়া নিয়েও কাজ চালাতে বাসা বদলের ঝুটঝামেলা
এই তো কিছুদিন আগেও বাসা কিংবা অফিস বদলাতে হলে পড়তে হতো নানা ঝামেলায়। মালপত্র স্থানান্তর নিয়ে পড়তে হতো বিপাকে। আর যাকে দিচ্ছেন এই মালপত্র স্থানান্তরের দায়িত্ব সেই বা কতটা বিশ্বস্ত। ঠিকমতো সবকিছু পৌঁছে দেবে তো? এখন ঢাকা শহরে গড়ে উঠেছে বাসা কিংবা অফিস বদল করার অনেক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
শেষের কবিতাবাসাবদল উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার
গোড়ায় সবাই ঠিক করে রেখেছিল অমিত দিনপনেরোর মধ্যে কোলকাতায় ফিরবে। নরেন মিত্তির খুব মোটা বাজি রেখেছিল যে সাত দিন পেরোবে না। এক মাস যায় দু মাস যায় ফেরবার নামও নেই। শিলঙের বাসার মেয়াদ ফুরিয়েছে রংপুরের কোন্ জমিদার এসে সেটা দখল করে বসল। অনেক খোঁজ করে যোগমায়াদের কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে।
বাসা ও অফিস বদল সার্ভিস
পণ্য : বাসা ও অফিস বদল সার্ভিস সম্ভাব্য পুঁজি: ৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত সম্ভাব্য লাভ: মাসে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা আয় করা সম্ভব। প্রস্তুত প্রণালি: বাসা বা অফিস পরিবর্তনে সাহায্য করতে মালামাল পরিবহনের জন্য লাগবে পিকআপ ভ্যান। পুঁজি বেশি থাকলে পিকআপ কিনে ফেলতে পারেন। তা না হলে পিকআপ ভাড়া নিয়েও কাজ চালাতে PACK & SHIFT
©somewhere in net ltd.