নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্যবিজ্ঞানী

তথ্যবিজ্ঞানী › বিস্তারিত পোস্টঃ

স্বয়ংক্রিয় বিতর্কিত ব্লগপোস্ট শনাক্তকরক সিস্টেম তৈরি করে দিতে চাই

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৮


বিতর্কিত ব্লগপোস্ট যেকোনো ব্লগ প্লাটফর্মের জন্যই অস্বস্তিকর; একইসাথে তা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সমস্যা এড়ানোর জন্য পোস্ট মডারেশন নামক যে ফিচার আছে তাতে নতুন ব্লগারাই ভোগান্তিতে পরেন । আর এটা ইউজার এক্সপেরিন্সেও (UX ) খারাপ প্রভাব ফেলে। তাই এমন একটা সিস্টেম থাকা দরকার যেটা নতুন ব্লগ পোস্ট করার আগেই নিজেই ঠিক করতে পারবে কোনটা বিতর্কিত আর কোনটা বিতর্কিত না। অর্থাৎ স্বয়ংক্রিয় মডারেশন । খুশির খবর হচ্ছে বর্তমানে মেশিন লার্নিং এর অগ্রযাত্রায় এমন সিস্টেম বানানো তেমন কোন বড় সমস্যা না; শুধু দরকার সদিচ্ছা, সহযোগিতা, ডাটা আর নতুন কিছু করার অদম্য ইচ্ছা।

তাই আমি somewhereinblog এর দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। প্রস্তাবিত সিস্টেমের একটা flowchart যুক্ত করলাম আলোচনার সুবিধার জন্য। আমি মনে করি ব্লগপ্লাটফর্ম এবং রিসার্চ কমিউনিটিতে এমন একটা সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: আপনার তথ্যজ্ঞান আমাদের কাজে লাগবে মনে হচ্ছে।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

তথ্যবিজ্ঞানী বলেছেন: ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবে।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২

আল ইফরান বলেছেন: কাল্পনিক ভালোবাসা ভাইয়ের সদয় দৃস্টি আকর্ষণ করছি :)

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

তথ্যবিজ্ঞানী বলেছেন: ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবে।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

আখেনাটেন বলেছেন: চমৎকার একটি কাজ হবে। ব্লগ কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

তথ্যবিজ্ঞানী বলেছেন: ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবে।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

তথ্যবিজ্ঞানী বলেছেন: ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবে।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

তথ্যবিজ্ঞানী বলেছেন: ধন্যবাদ। আশা করি কর্তৃপক্ষ ভেবে দেখবে।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: কিন্তু সাসপিশনের এলগরিদম কি? নির্দিষ্ট শব্দ রীড করে না ছবি রীড করে? নাকি ছবির হিডার পড়েই ক্ষান্ত? আপনি যেটা দাবী করছেন তারজন্য যে এলগরিদম দরকার সেটা তো খোদ গুগল বা ফেসবুকেরও নাই

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০২

তথ্যবিজ্ঞানী বলেছেন:
আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ । গুগল, ফেইসবুক এর নাই এটা সত্য। কিন্তু কেন নাই? আপনি কম্পিউটার এর উপর ১০০% সফলতা আশা করতে পারেন না। somewhereinblog এর ক্ষেত্রে ৪-৫ টা ব্লগ ভুল ভাবে চিহ্নিত হলেও সমস্যা নেই; হিউম্যান মডারেশন দিয়ে ঠিক করে ফেলা যাবে। কিন্তু ফেইসবুক গুগল এ সংখ্যাটা লাখ লাখ হবে। এই জন্যই ওদের নাই।

৭| ১৪ ই জুন, ২০১৯ দুপুর ২:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.