নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

আমার কি কুরবানি দিতে হবে?

২৫ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

১. আমি বিবাহিত । আমার কাছে নিসাব পরিমাণ স্বর্ণ নেই( সামান্য যা আছে তার মালিক স্ত্রী)।
২. ব্যাংকে আছে ৬০ হাজার টাকা। সেপ্টেম্বর মাসের খরচ হিসাবে ২০ হাজার টাকা তুললে থাকবে ৪০ হাজার টাকা। সেপ্টেম্বরে ঈদ হলে ৪০ হাজার টাকায় হয় নিসাব পরিমাণ রুপার মূল্য। তাও এই টাকা ১ বছর ধরে ছিল না। বেতন থেকে জমা হয়েছে।
৩. গত ৪ মাস ধরে আমি বেকার। এখনো নতুন চাকুরির কোন খবর নেই।
৪. আর কোন ইনকাম সোর্স নেই।
আমার কি কুরবানি দিতে হবে? সামুর ইসলামিক ব্লগার রা কী বলেন?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৩

বিজ্ঞান মনস্ক বলেছেন: ভালো হয় একজন আলেমের সাথে পরামর্শ করলে।

২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১১

তিক্তভাষী বলেছেন: কুরবানি দিবেন কি? নিজেরইতো কুরবানি হয়ে যাবার দশা! :(

৩| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:১৯

মোহাম্মদ জামিল বলেছেন: তিক্তভাষী- সহমত আপনার সাথে.... কোরবানী আর দেওয়া লাগবো না রে ভাই...

৪| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৫

মনুমনু বলেছেন: মন্ত্রী সাহেবের কথায় মাথা চুলকাইতাসি।

৫| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৮

মেমননীয় বলেছেন: আপনি একজন বেকার House Husband এবং পকেটে জীবন ধারনের জন্য প্রয়োজনীয় টাকাই নাই।
সে ক্ষেত্রে কোরবানীর আশে-পাশে না যাওয়াই ভাল।

সম্ভবত এই ডিসিশনেরর জন্য ব্লগার বা আলেমদের কাছে না যাওয়া আরও শ্রেয়!

৬| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: আপনি বর্তমান বেকারের যে বর্ননা দিছেন তাতে দুইদিন পরে চাকরী না পাইলে আপনাকেই কুরবানী দেয়া লাগবো। আপনি আগে খায়া বাঁচেন পরে কুরবানী দিয়েন। নিজে না খায়া আল্লায় কুরবানী দিতে কয় নাই।

৭| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবাইকে ধন্যবাদ।

৮| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:৪০

নতুন বলেছেন: ধমী`য় নিয়ম মানতে গিয়ে নিজে কস্ট পড়া মনেহয় রাসুল সা: চাইতেন না।

বেকার মানুষ ৪০ হাজার টাকা থেকে ২০ হাজার দিয়ে গরু/খাশি কিনে কুরবানি দেবার যৌক্তিকতা নাই।

৯| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩৮

মাসূদ রানা বলেছেন: কুরবানী দিতে হবে না :)

"এক বছরের" হিসাবটা নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয়। হিসাবটা খুবই সহজ,ধরুন আপনার মাসিক (সাংসারিক) খরচ ২০০০০ টাকা । সুতরাং আপনার বাৎসরিক খরচ হবে ২৪০০০০ টাকা। কুরবানী ফরজ হওয়ার জন্য এই সেপ্টেম্বরে (ঈদে) আপনার হাতে সেই ২৪০০০০ টাকার চেয়েও ৬১৩ গ্রাম রুপা বা তার সমমুল্যের টাকা (আনুমানিক ২৪০০০ টাকা) বা সম্পদ অতিরিক্ত থাকতে হতো। কিন্তু আপনার আছে ৪০০০০ টাকা ।

অর্থাৎ এই সেপ্টেম্বরে যদি আপনার হাতে ২৬৪০০০ কিংবা তার বেশী টাকা হাতে থাকত, তাহলে আপনার উপর কুরবানী ফরজ হতো। আশা করি বোঝাতে পেরেছি । বিস্তারিত জানতে পারবেন এখানে :: Click This Link

ভালো থাকুন ভাই ।

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৬

মাসূদ রানা বলেছেন: আরকটা কথা বলা দরকার, আপনার স্ত্রীর কাছে যদি এই সেপ্টেম্বরে ২৬৪০০০ বা তদুর্ধ পরিমান টাকা কিংবা সম্পদ থেকে থাকে, তাহলে আপনার উপর ফরজ না হলেও আপনার স্ত্রীর উপর কুরবানী ফরজ হবে।

আরো কিছু জানার থাকলে নি:সংকোচে বলবেন, সাহায্য করার চেষ্টা করব ইনশা আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.