নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

বকবক

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১১

সংবাদ পাঠক ‍: তারা কতক্ষণ থাকতে পারে?
রিপোর্টার : ৩০ মিনিট। তবে শেষ দেখা হওয়ার কারণে আরেকটু বেশীও থাকতে পারেন।
সংবাদ পাঠক : তাদের সময় কী এখনই শুরু হবে, নাকি যখন কারা ফটকে নাম লিখেছিল তখন থেকে শুরু হবে?
..........
..........
সংবাদ পাঠক : মুজাহিদের পরিবার এখনো বের হচ্ছে না কেন?
রিপোর্টার : সম্ভবত সাকা’র পরিবার বেশী সময় ছিল, সে কারণে তারাও বেশী সময় চেয়েছে...
..........
..........
সংবাদ পাঠক : মুজাহিদের পরিবার বের হতে দেরি করেছেন এর মানে কী তার‍া রায় কার্যকর হওয়ার সময় ছিলেন?
রিপোর্টার : না, জেল কোড অনুযায়ী পরিবারের সদস্যদের সামনে ফাঁসি কার্যকরের বিধান নেই। তাছাড়া পরিবারের মধ্যে বয়স্ক, শিশুরা থাকে!
..........
..........
সংবাদ পাঠক : এত এম্বুল্যান্স কেন? তাহলে কি আজকেই ফাঁসি হবে?
রিপোর্টার : দুই জনের জন্য দুই টা এম্বুল্যান্স। এটা একটা কৌশল হতে পারে। এম্বুল্যান্স যদি ভেতর থেকে বের হয়ে আসে, তাহলে বুঝতে হবে তাদের ফাঁসি হবে!
..........
..........
সংবাদ পাঠক : কৌশলটা কেমন হতে পারে?
রিপোর্টার : হয়তো বা এক এম্বুল্যান্সে দুই জনের মৃতদেহ নিয়ে যেতে পারে। অবশ্য তারা ২ জন ২ জায়গার। এমনটা হওয়ার সম্ভাবনা কম!
..........
..........
এত ধৈর্য্য যে কোথায় পায় এরা.....

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৬

চাঁদগাজী বলেছেন:

একটু বিশ্রাম নেন; মগজকে একটু শান্তি দেন।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হুমমমমম। এল ক্ল্যাসিকো দেখলাম। ভালোই লাগলো। বার্সেলোনা ৪ রিয়াল মাদ্রিদ ০

২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৯

ফ্লাইং সসার বলেছেন: কিছু অপদার্থের চাকরি হইছে এখানে।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তোতলাই তোতলাই, লেবু কচলাতে এরা পারদর্শী। বাইরে দাঁড়িয়ে আছে, তারে জিজ্ঞেস করে ভেতরের খবর!

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩১

ফ্লাইং সসার বলেছেন: ডাক্তারি না জেনে ডাক্তার এরা। ১০-১৫ বছর ধরে কাজ করে শিখছে খালি দলবাজি।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মানুষের রুচিরও তো দাম দেয়া দরকার.....একই কথা ত্যানা প্যাঁচানো ঘ্যান ঘ্যান......

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৪

কলাবাগান১ বলেছেন: না দেখলে ই পারেন। আপনাকে তো কেউ জোর করে নাই দেখার জন্য। আপনাদের জ্বালা টা কোথায় সেটা না বললেও সবাই বুঝে

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দেখার জন্যই তো বসেছিলাম। কিন্তু জাবর কাটা তো ভালো লাগে না। কিন্তু ঐখানে তো কিছুই দেখাতে পারে না তারা খালি একই বিষয়ে বকবক বকবক...

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: ভাই, ফেসবুককে কী খুলবে? আমি প্রক্সি দিয়ে চালাতে পারি না

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবাই ব্যবহার করছে, আর আপনি পারছেন না কেন বুঝলাম না। এটা দিয়ে ট্রাই করেন http://4freeproxy.com/index.php

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.