নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

লাথি মারলে মামা ডাকি, গালি দিলে মারতে উঠি

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭

ঠিক উপরের শিরোনামে ফরহাদ মাজহার একটা কলাম লিখেছিলেন প্রায় ১৫ বছর আগে। তখনও আমার দেশ, নয়া দিগন্ত না থাকায় তিনি প্রথম আলোতে লিখতেন। তখনও তিনি বামপন্থী হিসেবেই ছিলেন। তখনও রাজাকার, ছাগু ট্যাগ খাননি।

তখন আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। ঐ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানী হাই কমিশনার আমাদের মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের নিয়ে বাজে মন্তব্য করে। সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে। এক সময় প্রতিবাদের মুখে পাকিস্তান বাধ্য হয় তাদের হাই কমিশনারকে ফিরিয়ে নিতে।

সমসাময়িক আরেকটা ঘটনা ঘটে তখন পাদুয়া - রৌমারি সীমান্তে। বি এস এফ-এর সাথে তুমুল সংঘর্ষ হয় তৎকালীন বিডিআর-এর। বিএসএফ - এর ১৫/১৬ জন সদস্য মারা যায়। বিডিআর-এর মারা যায় ৩ জন। প্রায় ৩০ বছর পর ঐ সীমান্তের কিছু এলাকা বাংলাদেশ দখলে নেয় যা ভারতীয়রা দখল করছিল। কিন্তু তার ২/১ দিন পরই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভারতের ‍কাছে ক্ষমা চাওয়া হয় এবং ঐ এলাকা ফেরত দেয়া হয়।

ফরহাদ মাজহার-এর লেখার মর্ম ছিল দুই দেশের সাথে প্রতিবাদের ধরন দুই রকম কেন হবে? তাই তাঁর ঐরকম শিরোনাম। আজ ১৫ বছর পর দুর্ভাগ্যজনক ভাবে পাকিস্তান একই রকম বেয়াদবি করেছে। দুর্ভাগ্যজনকভাবে সীমান্তে ভারতীয়দের দ্বারা বাংলাদেশী হত্যা চলছেই। আর দুর্ভাগ্যজনক ভাবে শেখ হাসিনার সরকারের নীতি একই রকম রয়েই গেছে।

বি:দ্র: অনেকেই ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ ও হত্যাকান্ডের সাথে ভারতের সম্পৃক্ততার কথা টেনে আনে ঐ ১৫/১৬ জন জওয়ানের হত্যার প্রতিশোধ হিসেবে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

অতঃপর হৃদয় বলেছেন: Hmm Bujlam

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

অতঃপর হৃদয় বলেছেন: Hmm Bujlam

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

চন্দ্রপ্রেমিক বলেছেন: আমি কিচ্ছু কমুনা ভাইজান ! নব্য রাজাকার ট্যাগ পাইয়া যামু। একদম ফুলস্টপ।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমিও ভয়ে ভয়ে আছি৥চন্দ্রপ্রেমিক

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

হোসেন মালিক বলেছেন: আতঙ্কে থাকলে তো চলবে না, ইন্ডিয়ার পাচাটা নীতি বর্জন করতে হবে

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

আরণ্যক রাখাল বলেছেন: ফরহাদ মাজহার কেন ছাগু সেইটা এখানেই প্রমাণিত| পাকিস্তান মারছে ত্রিশ লাখ লোক, তাও দোষ স্বীকার করে নাই, উল্টা চোরের মার বড় গলা| আর ভারত সেখানে আমাদের সাহায্য করছে স্বাধীনতা পাইতে| ওদের মরেছিল ১৬ জন| এটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট হইল মেনে নেয়াটা| পাকিস্তানের সাথে ভারতের তুলনা হয় কেমনে, ওরা তো আমাদের ২৪ বছর চোষে নাই, ত্রিশ লাখ মারে নাই| এই জন্যই ও ছাগু. আর তার ভেকধারীরাও

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

হাসান কালবৈশাখী বলেছেন: এ দুটি লেখা পড়ুন
কি ঘটেছিল সেদিন দরবার হলে.?

বিডিআর বিদ্রোহ। উদ্ধার পর্ব, যে কারনে সেনা অভিযান সম্ভব হয়নি।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: কিছু কমু না কইলে লোগো লাগবো পিছে :-<

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যুদ্ধ পরবর্তী আচরণ নিয়ে কথা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুটনৈতিকভাবেই চলতে হবে। এখন পাকিস্তানের চেয়ে ভারতের সুযোগ বেশী বাংলাদেশী হত্যার!৥আরণ্যক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.