নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

ভন্ডদের ইসলাম প্রচারের নমুনা

০৬ ই মে, ২০১৬ ভোর ৬:১৪

ফেসবুকে ব্রাউজ করতে গিয়ে একটা পেজ নজরে আসলো। পেজটির নাম - জাকির চোরা লা মাযহাব,এরাই হলো এই যূগের সাপ।

পেজ লিংক

গিয়ে দেখলাম জাকির নায়েক বিরোধী অনেক পোস্ট। সেখানে একটা পোস্ট নজরে আসলো। যেখানে একটা হাদিস শেয়ার করা হয়েছে - আবু যর (রা:) বর্ণিত! নবী করীম (ছ) বলেছেন, জিবরাইল এসে আমাকে সুখবর দিল যে, আল্লাহর সাথে কোন শরীক না করে যে ব্যাক্তি মারা যায়, সে বেহেশত লাভ করবে! আবু যর বলেন, আমি জিজ্ঞাসা করলাম, যদি সে চুরি করে এবং ব্যভিচার করে তবুও কি? তিনি বললেন, হ্যাঁ, যদি সে চুরি করে ও ব্যভিচার করে তবুও!
দলিল--(বুখারী শরীফ ৬৯৭৫ নং হাদিস)

link

স্ক্রীনশট -


মনের মধ্যে খটকা লাগলো। এত সোজা বেহেশতে যাওয়া?

গুগল মামার সাহায্য নিলাম।

দুইটা সাইটে দেখলাম বুখারী শরীফের ৬৯৭৫ নং হাদীস হলো -

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ، لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ ‏"‏‏.‏
Narrated Ibn `Abbas: The Prophet (PBUH) said, "The one who takes back his gift is like a dog swallowing its own vomit, and we (believers) should not act according to this bad example."

link

ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হেবা করে আবার তাকে ফেরত নেয়া লোকের তুলনা যেন এমন একটি কুকুর যে বমি করে তা আবার গলাধঃকরণ করে। আমরা যেন এরূপ খারাপ দৃষ্টান্ত স্থাপন না করি। [২৫৮৯] (আধুনিক প্রকাশনী- ৬৪৯১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫০৪)

link

অর্থাৎ দু্ই সাইটে একই হাদিসের কথা উল্লেখ আছে। মানে ফেসবুক পেজটিতে ভুল হাদিস দিয়েছে। এভাবেই এরা প্রতিনিয়ত জাল হাদিস দিয়ে মানুষদের বিভ্রান্ত করে চলেছে প্রতিনিয়ত...

সবাই সচেতন হোন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ ভোর ৬:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জেনুইন কাঠমোল্লার দল............ X((

০৬ ই মে, ২০১৬ ভোর ৬:৩৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: রিপ্লাইতে একজন শর্টকাট মুসলিম কী লিখেছে দেখেছেন ?! ;)

২| ০৬ ই মে, ২০১৬ সকাল ৯:২৬

কানিজ রিনা বলেছেন: মল্লারা বলে থাকেন যত বড় গুনাহ করেননা
কেন আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হয়ে
যায়। তাহলে প্রতিদিন ব্যভিচারী জেনা মদ
পান করার মত গুনাহ আবার প্রতিদিন
নামাজ পরে আল্লাহর কাছে মাপ চাইলে
মাপ হয়ে যায়। অসংখ্য মদখোর ব্যভিচারী
মোল্লদের একথার ভিত্তিতে প্রতি শুক্রবার
মসজিদে উঠে মাফ চাইতে।

০৭ ই মে, ২০১৬ রাত ১০:২৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আল্লাহ কাকে কীভাবে মাফ করবেন সেটা আল্লাহই জানেন, কিন্তু এসব মাজার/ পীর পন্থীদের কথা হলো পীর নাকি আল্লাহর কাছে সুপারিশ করবেন!(নাউজুবিল্লাহ)

৩| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


কুরান লেখা হয়েছিল খলীফা ওসমানের সময়; হাদিস ও অন্যদের বক্তব্য কখন লেখা হয়েছিল?

১৬ ই মে, ২০১৬ ভোর ৪:৩৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আরো পরে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.