![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ঈদে বাস, ট্রেনে ঠেলাঠেলি করে বাড়িতে যাওয়ার মধ্যে অনেকেই আনন্দ পান। আমি মোটেই পছন্দ করি না। একটা টিকেটের জন্য আগের দিন বিকেল থেকে লাইনে দাঁড়িয়ে, সারা রাত স্টেশনে ঘুমিয়ে পরদিন সকালে টিকেট নেয়ার মধ্যে আমার কোন আনন্দ নাই। বরং বাড়িতে পরে গেলেই আমার কাছে শান্তি।
২. কোরবানীর গরু কেনা, হাট থেকে নিয়ে আসা, গরুর মাংস কাটা - এসব নাকি অনেকের কাছে অনেক ভালো লাগে। আমি এর মধ্যে কোন মজা পাই না। বরং আমার হাটের অব্যবস্থাপনা, হেঁটে হেঁটে গরু নিয়ে আসা খুব বিরক্তিকরই লাগে
৩. কেউ কেউ আছে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারেনা সে কোনটা কিনবে? বেশ কয়েকটা দোকান না দেখা পর্যন্ত তার শান্তি নেই। তারপরও সিদ্ধান্তহীনতা যায় না। আমার এসব খুবই বিরক্তিকর লাগে। কিছু বন্ধু আছে এরকম। দোকানদারকে দিয়ে একের পর এক কাপড় নামাবেই....
২১ শে জুন, ২০১৬ রাত ৮:৩৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সময়ের অভাব। বিষয়ের অভাব।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৬ সকাল ৯:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগিং করতেও তো মনে হয় ভালো লাগে না।