নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

শফি হুজুর কি ঈমানী পরীক্ষায় হেরে গেলেন?

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯



এ কী দেখলাম আমরা? আল্লামা শফি সাহেবের পাশে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শেখ হাসিনার সরকারের সময় নাস্তিকতা বিরোধী আন্দোলন করতে গিয়েই আমরা জানতে পারি 'হেফাজতে ইসলাম' নামে কোন একটা অরাজনৈতিক ইসলামী সংগঠন আছে। তারা আবার দাবি করে কোন দলের ক্ষমতায় যাওয়ার বা পতনের সিঁড়ি তারা হবেন না। খুবই ভালো কথা। আপনাদের ছাড়াই বি এন পি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে বা যায়।

কিন্তু ৬ই মে, ২০১৩ কী হয়েছিল শাপলা চত্বরে সেটা কি সবাই ভুলে গিয়েছেন? সবাই ভুলে গেলেও শফি হুজুরের তো ভুলে যাওয়ার কথা নয়। নাকি নিজে হেলিকপ্টারে করে হাটহাজারি চলে যাওয়ার কারণে মতিঝিলের দিকে আর ফিরে তাকাননি! সরকারী হিসেবেই সেদিন মারা গিয়েছিল ৪০ জনের উপর হেফাজত সমর্থক। হেফাজতিদের ভাষায় কয়েক শত সমর্থক সেদিন মারা গিয়েছিল। আজকে ঐসব শহীদের পরিবারের কাছে কীভাবে মুখ দেখাবেন তিনি?

শাপলা চত্বরের ঘটনার কিছুদিন পর মিডিয়াতে আসে হেফাজতের সাথে সরকারের অলিখিত আপস হয়ে গিয়েছে। হেফাজতকে কয়েক কোটি টাকা দামের জমি দান করা হয়েছে। হেফাজত আর মাঠে থাকবে না। শোনা যায় হেফাজতের অন্তর্দ্বন্দ্বের কথা। সব কিছু মনে হয়েছিল অপপ্রচার। কারণ, তারা ইসলামের পক্ষে। তারা এভাবে বিক্রি হয়ে যেতে পারেন না।

আজকে সেই আশঙ্কাই সত্য হলো। রাজনীতিতে অসাধারণ দক্ষ(পড়ুন চালাক) শেখ হাসিনার কাছে পরাজিত হলেন আল্লামা শফি। নিজ দলের কর্মীদের লাশের উপর দিয়ে শেখ হাসিনার পাশে গিয়ে বসলেন। অনেকে হয়ত, যুক্তি দেখাবেন, কওমী মাদ্রাসার স্বীকৃতি আদায়ের জন্য সরকার প্রধানের পাশে বসতে হয়েছে। আর যেহেতু অরাজনৈতিক সংগঠন সেটা প্রমাণেরও দরকার ছিল। কিন্তু আমার মনে হয় তিনি না গিয়ে অন্য কাউকেও সেখানে পাঠাতে পারতেন। শেষ বয়সে এসে ঈমানী পরীক্ষায় হেরে গেলেন বলে মনে হয় আমার।

শুনুন শেখ হাসিনা শফি হুজুরের ব্যপারে কী বলেছিলেন -

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনার দপ্তর পাবার সময় হয়েছে; সেন্ট্রাল জেলে রুম খালি হলে পেয়ে যাবেন

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হুমমম। সময় কঠিন যাচ্ছে।

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

আহা রুবন বলেছেন: সব কিছুর মূলে হল সুবিধা...

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। আবারও প্রমাণিত।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


মন খারাপ করবেন না, আমি জোক করেছি।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনার মন্তব্যগুলো বরাবরের মতই বুদ্ধিদীপ্ত ও মজার।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩

আফজাল বাঙ্গাল বলেছেন: আওয়ামী লীগ বাংলাদেশে ইসলাম বান্ধব সরকার। কারণ মেয়েদের বিয়ের নুনতম বয়স কমানো, পিতা-মাতার ভরণ পোষণ আইন পাশ করার মাধ্যমে সেটাই প্রমান হয়। বাংলাদেশ আওয়ামী ইসলাম লীগ পরিবর্তন টায় শুধু বাঁকি। তাহলে তেতুল হুজুর আর কি করবেন।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার চালে সবাই পরাজিত। শফি হুজুর আর কী করবেন!

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১

ধ্রুবক আলো বলেছেন: সবাই স্বার্থের খাতিরে অন্ধ হয়ে যাচ্ছে

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাই তো দেখলাম। কিন্তু একজন শ্রদ্ধেয় আল্লামাও এভাবে...

৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৮

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: একটি দেশের মাননীয় প্রধানমন্ত্রী-কে এভাবে ছোট করা আপনার উচিৎ হয়নি। আপনি কি এখানে ব্লগিং করতে এসেছেন, না কুৎসা রটনা করতে!

মডারেটরের কাছে অভিযোগ করলাম।

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: টপিকসের উপর মন্তব্য করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.