|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

অস্ট্রেলিয়া কেন খেলতে আসে না, ভারত কেন আমন্ত্রণ জানায় না খবর আসলে আমরা তাদের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করি। ভাবখানা এমন যে আমরা কত বড় দল। আবেগী সমর্থকরা কমেন্ট করে অস্ট্রেলিয়া হারার ভয়ে আসতে চায় না, ভারত হারার ভয়ে আমন্ত্রণ জানায় না ইত্যাদি। 
ছোট দল আগেও বড় বড় দলকে হঠাৎ হঠাৎ হারাত। কেনিয়া একবার সেমি ফাইনালে গিয়েছিল। বাংলাদেশ গতবার কোয়ার্টার ফাইনালে গিয়েছিল। কিন্তু জয় যদি কন্টিনিউ না হয় তাহলে তাকে ফ্লুক বলতে হয়।
অস্ট্রেলিয়া, ভারত কিংবা সাউথ আফ্রিকা যে এখনো আমাদের সাথে খেলে এটাতেই তাদের ধন্যবাদ দেয়া উচিত। নাহলে আমাদের প্লেয়ার রা যেভাবে ২/৩ টা জয় দিয়ে জমি, ফ্ল্যাট, টাকা পেয়ে যায়, বিজ্ঞাপন, নাটকে চান্স পায়, পত্রিকায় কলাম লেখার সুযোগ হয়, বউ নিয়ে ঘুরলেও নাদান পাবলিক উতলা হয়, সাংবাদিকরা যেভাবে ক্রিকেট জয়কে মুক্তিযুদ্ধের জয় বলে চালিয়ে দেয়, সেভাবে আমরা বড় দল হলে ঠিকই অস্ট্রেলিয়ার মত বলতাম ছোট দলগুলোর জন্য আলাদা স্তর রাখা উচিত।
 ৪৩ টি
    	৪৩ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৬ ই জুন, ২০১৮  রাত ২:২০
০৬ ই জুন, ২০১৮  রাত ২:২০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দোষ দেইনা। কিন্তু অতি কথন বলে বলে আমাদের হাইপটা কেন বাড়ানো হয়?
২|  ০৬ ই জুন, ২০১৮  রাত ২:২০
০৬ ই জুন, ২০১৮  রাত ২:২০
কাওসার চৌধুরী বলেছেন: আমার মনের কথাগুলো বলেছেন ভাই।
  ০৬ ই জুন, ২০১৮  রাত ২:২২
০৬ ই জুন, ২০১৮  রাত ২:২২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একটা ছবি আছে না অনলাইনে? ঐটা দিলে তো আবার আমাকে সবাই বলবে কুকুরের সাথে তুলনা করেছি বিডি প্লেয়ারকে। চিতা আর কুকুরে রেসে চিতা বসেছিল। মোরাল লেখা আছে - sometimes proving that you are the best is an insult. অস্ট্রেলিয়ানরা এই জন্যই আসতে চায় না, খেলতে চায় না।
৩|  ০৬ ই জুন, ২০১৮  রাত ২:২৯
০৬ ই জুন, ২০১৮  রাত ২:২৯
কাওসার চৌধুরী বলেছেন: আমি সব সময় সাকিবকে একজন লাকি ক্রিকেটার বলি। পাশাপাশি বাকি বাংলাদেশের তথাকথিত সুপারস্টারদের। এরা এত ছোট লোক যে, কোন দলকে হারানোর পর ব্যাট দিয়ে ড্রসিং রুমে সোফায় বাড়াবাড়ি করে। একটি দেশে খেলতে গিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে মাঠ থেকে বেরিয়ে আসতে চায়।
এরা চরম অপদার্থ, বেয়াদব আর দায়িত্বজ্ঞানহীন। এদের কেউ অস্ট্রেলিয়া, ভারত ও সাউথ আফ্রিকা দলে টুয়েলভ ম্যান হওয়ারও যোগ্য নয়।
  ০৬ ই জুন, ২০১৮  রাত ২:৪২
০৬ ই জুন, ২০১৮  রাত ২:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মনের কথা বলেছেন। বাংলাদেশের সবাই যারে বেশী মানে সেই মাশরাফির লিপসিংক বোঝার চেষ্টা করবেন স্ক্রীনে কখনো। নাসির, তামিম, রুবেল এরা বা..দ, মা..দ বলে স্লেজিং করে, এতে নাকি টিম স্পিরিট হয়। উইকেট পেলে কী জঘন্য উদযাপন। জাতি হিসেবে এত মীন লাগে নিজেকে।
৪|  ০৬ ই জুন, ২০১৮  রাত ২:৩০
০৬ ই জুন, ২০১৮  রাত ২:৩০
চাঁদগাজী বলেছেন: 
অষ্ট্রেলিয়ানরা কিছুটা রেসিষ্ট।
বাংগালীরা গড়ে , পড়ালেখা, কাজকর্ম, আচরণ ইত্যাদির তুলনায় ক্রিকেটে ভালো।
  ০৬ ই জুন, ২০১৮  রাত ২:৪৩
০৬ ই জুন, ২০১৮  রাত ২:৪৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ভালো তো বটেই! কিন্তু এত বেশী উপরে তুলে দেয়া হয় আর প্লেয়াররাও এত বেশী কথা বলে যে, নিজেদের পায়ের তলার মাটি খুঁজে পায় না।
৫|  ০৬ ই জুন, ২০১৮  রাত ২:৪২
০৬ ই জুন, ২০১৮  রাত ২:৪২
ওমেরা বলেছেন: বুঝেছি আপনি অস্থির প্রকৃতির লোক তাই কোন দপ্তর দেয়া হয় নাই ।
  ০৬ ই জুন, ২০১৮  রাত ২:৪৪
০৬ ই জুন, ২০১৮  রাত ২:৪৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দপ্তর না থাকলেও বেতন আর স্ট্যাটাস ঠিক আছে।  
৬|  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৪:১৪
০৬ ই জুন, ২০১৮  ভোর ৪:১৪
অর্থনীতিবিদ বলেছেন: কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের কিছু কিছু খেলোয়াড় মাঠে সর্পনৃত্য প্রদর্শন করছে। একটা মুসলিম দেশের খেলোয়াড়দের এরকম আচরণ করা ঠিক নয় বলে মনে করি।
  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:১২
০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:১২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অল্প বয়সে অর্থ, সম্মান পেলে ঔদ্ধত্য চলে আসে।
৭|  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৪:২৬
০৬ ই জুন, ২০১৮  ভোর ৪:২৬
পরজীবী একজন বলেছেন: নাগিন নাচ হলে না........
  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:১৩
০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:১৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বেয়াদবিকে আবার মিডিয়া প্রমোট করে।
৮|  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৫:৫৩
০৬ ই জুন, ২০১৮  ভোর ৫:৫৩
খনাই বলেছেন: আমাদের ক্যাপ্টেন সাহেবকে বিনা নির্বাচনে এমপি দরকার মনে করলে সরকারি দলের ক্যাপ্টেন বানানো হোক ...| এই সব প্লেয়ারকে আবার মাথায় নিয়ে নাচে দেশের মানুষ জন !
  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:১৫
০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:১৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: পাবলিক আবার অপমান করতেও কম যায় না।
৯|  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:০৫
০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:০৫
রাকু হাসান বলেছেন: হুম এই ক্ষেত্রে সহমত ভাই । এখনও শেখার অনেক বাকি আমাদের  
  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:১৫
০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:১৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এভাবে চললে নেপালও ছাড়িয়ে যাবে আমাদের।
১০|  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:২৬
০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:২৬
রাকু হাসান বলেছেন: আমাদের যথেষ্ট প্রতিভা আছে ..ঠিক মত কেয়ার করলে সে দিন দেখার কথা নয় । তবে উন্নতি অবনতির কথা তো বলা যায় না । আমরাও তো অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যেতে পারি.।নেপাল ও পারে .আগামি দিনের কথা তো আর বলা যায় । সুদিন ফিরে আসবে .আবার হাততালি হবে । একটু অপেক্ষা আর কি ।
  ০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:৪২
০৬ ই জুন, ২০১৮  ভোর ৬:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জয় পরাজয় থাকবেই। কিন্তু এদের অতি মূল্যায়ণ করা হয়েছে কিনা এবং তারাও ঠিক মত প্রতিদান দিতে পারছে কিনা ভাবার সময় এসেছে। মিডিয়া এদের কী আরো উপরে তুলবে কিনা সিদ্ধান্ত নিতে হবে।
১১|  ০৬ ই জুন, ২০১৮  সকাল ৮:৫৪
০৬ ই জুন, ২০১৮  সকাল ৮:৫৪
তারেক_মাহমুদ বলেছেন: কাল প্রথম ইনিংস দেখার পর টিভি বন্দ করে দিয়েছিলাম, আপনি একটু বেশিই খেপেছেন বি কুল ম্যান, ওরা ভাল খেলেই জিতেছে। আফগানিস্তান এখন যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে বিশেষ করে টি ২০ তে।
  ০৬ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৬
০৬ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমার দুঃখ হেরে যাওয়াতে নয়। আমার দুঃখ তাদের এটিটিউডে। বিসিবির আচরণে। প্লেয়ারদের অহংকারে।
১২|  ০৬ ই জুন, ২০১৮  সকাল ৯:২৪
০৬ ই জুন, ২০১৮  সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: আমরা আফগানিস্তান ক্রিকেট দলের সাথেও হারি!!!! এটাই বাস্তবতা।
হজম করতে কষ্ট হচ্ছে আমার।
  ০৬ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
০৬ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এত তাড়াতাড়ি এই দিন দেখতে হবে ভাবিনি।
১৩|  ০৬ ই জুন, ২০১৮  সকাল ৯:৪২
০৬ ই জুন, ২০১৮  সকাল ৯:৪২
ভুয়া মফিজ বলেছেন:  
   
   
   
   
   
  
  ০৬ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৮
০৬ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: প্রেস্টিজ বলে কিছু থাকলে বার বার বলার পরও জমি, টাকা দেয়া বন্ধ করত বিসিবি।
১৪|  ০৬ ই জুন, ২০১৮  সকাল ১১:১৬
০৬ ই জুন, ২০১৮  সকাল ১১:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখকের সাথে সাথে সহমত।
  ০৬ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
০৬ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৫|  ০৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
০৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৩১
বিজন অধিকারী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আসলেই
  ০৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৫
০৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৬|  ০৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৮
০৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৮
সুমন কর বলেছেন: একদম ভুল বলেন নি !!
  ০৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
০৬ ই জুন, ২০১৮  সন্ধ্যা  ৬:৫৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেক সময় দিয়েছি তাদের।
১৭|  ০৬ ই জুন, ২০১৮  রাত ৯:৩১
০৬ ই জুন, ২০১৮  রাত ৯:৩১
পদ্মপুকুর বলেছেন: ক্রিকেট নিয়ে আমাদের যে আবেগ ছিলো সবসময়ে, এই দলটা সেই আবেগকেই নিস্পৃহ করে দিচ্ছে দিনকে দিন
  ০৭ ই জুন, ২০১৮  রাত ১২:০০
০৭ ই জুন, ২০১৮  রাত ১২:০০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটাই। আমাদের অনুভূতি নিয়ে খেলছে তারা।
১৮|  ০৬ ই জুন, ২০১৮  রাত ৯:৪৭
০৬ ই জুন, ২০১৮  রাত ৯:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সহমত। বাংলাদেশের ক্রিকেট এখনো পাড়ার ছেলেদের টেনিস বলে ক্রিকেট খেলার পর্যায়ে রয়ে গেছে।
  ০৭ ই জুন, ২০১৮  রাত ১২:০০
০৭ ই জুন, ২০১৮  রাত ১২:০০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আর কত বছর লাগবে তাদের উন্নত হতে? কী কমতি রাখা হয়েছে তাদের জন্য? তারপরও এক একজনের কী ব্যবহার?
১৯|  ০৭ ই জুন, ২০১৮  রাত ১:০৪
০৭ ই জুন, ২০১৮  রাত ১:০৪
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: অপেক্ষা করেন ভাই। আগামী নির্বাচনে আরো চমক দেখতে পাবেন!   
২০|  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৩:২৬
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৩:২৬
টোনাল্ড ড্রাম্প বলেছেন: বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের লোগো থেকে "বাঘ" টা বাদ দিয়া আমার মনে হয় অন্য কিছু যেমন কাঁঠাল টাটাল জাতীয় কিছু দেয়া যেতে পারে । এটা এখন পরিবর্তন করা সময়ের দাবি।
  ০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
০৭ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এসব বললে চেতনায় আঘাত লাগতে পারে।
২১|  ০৯ ই জুন, ২০১৮  দুপুর ১:৩৩
০৯ ই জুন, ২০১৮  দুপুর ১:৩৩
দিপু দিপু বলেছেন: আমরাও এক সময় নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করছিলাম। এই ত কিছুদিন আগেই ত মনে নাই? ওই যে রুবেলের ম্যাজিক ওভার? আরে তখন নিউজিল্যান্ডও আমাদের থেকে শক্তিশালী ছিল। এখন আমরা ওয়াশড! ক্রিকেট এমনি। যাদের আজকে গালি দেয়া হচ্ছে কালকে তাদেরই আবার মাথায় নিয়ে নাচা হবে। নিজের দেশ নিজের দেশের প্লেয়ার সবগুলা পাশেই থাকা উচিত।
  ০৯ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৫
০৯ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আফগানিস্তানে সাথে খেলে হারলে কেউ কিছু বলত না। আমরা সব সময় সাপোর্ট দিয়ে গিয়েছি। আমাদের আপত্তি ২/১ টা জয়ের পর অতিরিক্ত পুরস্কার দেয়া আর খেলোয়াড়দের মানসিকতা নিয়ে। তারা খেলার আগেই হেরে যায়। আফগানিস্তান যাওয়ার আগেই তারা রশীদ রশীদ বলা শুরু করল। নিদহাস ট্রফিতে যাওয়ার আগেই তারা হাতুরু হাতুরু করা শুরু করল। এগুলোতে মিডিয়ারও দায় আছে। সব মিলিয়ে আমাদের আবেগ নিয়ে খেলছে তারা।
২২|  ০৯ ই জুন, ২০১৮  বিকাল ৫:৫৫
০৯ ই জুন, ২০১৮  বিকাল ৫:৫৫
অর্ক বলেছেন: আফগানিস্তান দলটা কিন্তু বেশ ভালো। ছোটো বলে নাক সিটকানোর পর্যায়ের নয় সম্ভবত, যেমন টিকোলো, ওদুম্বে, আসিফ, ওডোয়া মিলে কেনিয়াকে সকলের সমীহ জাগানো দল বানিয়েছিল! আফগানিস্তান’র বর্তমান দলটিতেও তেমনি কয়েকজন খুব ভালো ক্রিকেটার আছে। তারা যে কোনও দলকেই বিব্রত করার ক্ষমতা রাখে তাদের দিনে। আমরা নিরাশ না হই। শুভেচ্ছা।
  ১০ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩০
১০ ই জুন, ২০১৮  বিকাল ৫:৩০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বাস্তবতা মানতেই হবে। তবে আমাদের হাইপটা বাড়িয়ে দিয়েছে মিডিয়া। তার উপর রশীদ জুজুর ভয়। সব মিলিয়ে একটা এক্সপেরিয়েন্সড দলের এভাবে খেলার আগেই হেরে যাওয়া মানতে পারছি না।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০১৮  রাত ২:১৮
০৬ ই জুন, ২০১৮  রাত ২:১৮
রাকু হাসান বলেছেন: আফগানরা আমাদের থেকে ভাল খেলেই জয়লাভ করেছে । শুধু খেলোয়াড়দের দোষ দিয়ে লাভ নেই ,.