নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেটে জামায়াতের প্রার্থীর কারণে ভোট ৩ ভাগ হওয়ার কথা। অথচ তারপরও আরিফুল হককে জিতিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন! যে আরিফুল সকালেই বলেছিলেন, ফলাফল যাই হোক নির্বাচন প্রত্যাখ্যান করলাম!
এবং আবারও আওয়ামী লীগ, বিএনপি-কে নির্বাচনে নেয়ার জন্য আরেকটা টোপ ফেলল। ২ টা নিজেরা রেখে কামরানকে কোরবানী(যেখানে চাইলেই তারা এই সিটও রাখতে পারত) দিয়ে ১ টা বিএনপিকে দিল।
সবাই তালি মারুন। আওয়ামী লীগ আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আরিফুলও এখন চেয়ারের লোভে সব নীতি বিসর্জন দিয়ে শপথ নিবেন! হায় বিএনপি! বার বার আওয়ামী লীগের ফাঁদে পা দিচ্ছে। এই দল নাকি আবার দেশ চালানোর স্বপ্ন দেখে!
ছবিতে দেখেন বিএনপি নেতারা কত খুশী! ২ টা সিটের বিনিময়ে ১ টা সিট পেয়ে! এভাবেই জাতীয় নির্বাচনে বিএনপি-কে নিয়ে খেলবে আওয়ামী লীগ।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:১১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাহলে সকালে ওভাবে প্রত্যাখ্যান করলেন কেন উনি?
২| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:০২
ল বলেছেন: মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়িয়ে কি লাভ?
নিরপেক্ষ ভোটারদের সমর্থন পেয়েছেন আরিফ সাহেব,
৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:১২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বিএনপি সব সিটিতেই জেতার কথা। সব খানেই এখন বিএনপি'র প্রতি সমর্থন আছে। আওয়ামীলীগ জোর করে সব একা পেতে চাইছে। মাঝে মাঝে ২/১ টা সিট বিএনপি-কে দিচ্ছে।
৩| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:১৬
কাওসার চৌধুরী বলেছেন:
এটা আমাদের রাজনৈতিক একটা বাজে সংস্কৃতি হয়ে গেছে; তবে তিনি সকালে ভোট কারচুপির অভিযোগ করেছেন; নির্বাচন বয়কট করেননি।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৩১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি যদি এখানে সুষ্ঠ ভাবে জয়ী হন, তাহলে বরিশাল আর রাজশাহীতেও বিএনপি প্রার্থী জয়ী হওয়ার কথা। আওয়ামী লীগের চাল বোঝা খুব কঠিন।
৪| ৩১ শে জুলাই, ২০১৮ ভোর ৬:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সাবাস বাঙ্গালী মারো হাতে হাত রেখে জোরছে তালি
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দে দে তালি, দে তালি!
৫| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৪
হাঙ্গামা বলেছেন: সকালে যখন উনি বললেনঃ "ফলাফল যা ই হোক প্রত্যাখ্যান করলাম"
তখনই ধারনা করছিলাম আরিফুলের পাল্লা ভালি হয়ে যাবার সম্ভাবনা আছে।
হইছে ও তা ই। অতঃপর সব ভুলে উনি ভি চিহ্ন দেখিয়ে ফলাফলা মাইনা নিলেন।
সব রাজনীতিবিদের চরিত্রই একই রকম, খালি লোকগুলা দেখতে আলাদা।
আরিফুলের শরম থাকলে বলুকঃ প্রত্যাখ্যান যা করলাম তা ফেরত নেয়া অসম্ভব।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সহমত। স্পষ্ট বোঝা গিয়েছে আওয়ামী লীগ, বিএনপি-কে সিলেট দিচ্ছে। অথচ জামায়াত ভোট পড়লেও আরিফুল এত ভোট পাওয়ার কথা না। যেখানে সকালেই কেন্দ্রের অবস্থা দেখে তারা প্রত্যাখ্যান করেছিল ভোট। আরিফুল লোভী রাজনীতিবিদদের মতই এই পদ গ্রহণ করবে।
৬| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের এমন একটি সরকারের নাম বলুন, যারা ক্ষমতায় থেকে ভোট চুরি করে নাই।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ওরকম কোন সরকার এখনো আসেনি।
৭| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৩
চোরাবালি- বলেছেন: দাবী একটাই সিল সহ ব্যালট পেপার চাই।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বিএনপি কেন বার বার আওয়ামী লীগের ফাঁদে পা দেয় কে জানে।
৮| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৯
ক্স বলেছেন: আমার সন্দেহ হচ্ছে যে ছাত্রলীগের ছেলেপেলেরা কেন্দ্র দখল করে ধুমিয়ে ধানের শীষে সীল মেরেছে - নইলে রাজশাহী আর বরিশালের রেজাল্ট দেখে অনায়াসে বলে দেয়া যায়, সিলেটে বিএনপির জেতা একেবারেই অসম্ভব।
সরকার বিএনপিকে নির্বাচনে আনার জন্য টোপ ফেলল আর আরিফুল ছাগলের মত সেই টোপ গিলে নিল। বিএনপিকে এখন জাতীয় নির্বাচনে আরামসে ধর্ষণ করা যাবে।
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: পোস্টের মূল বক্তব্যই এটা। আপনাকে ধন্যবাদ। যেখানে সকালেই জামায়াত আর বিএনপি বুঝে গিয়েছিল খুলনার মতই অবস্থা হবে,তখন রাতের মধ্যেই বিএনপি কীভাবে এগিয়ে যায়?
৯| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শামীম উসমানের ডায়লগ মনে পড়ে গেলো
।।
এবার মাঠে খেলা হবে। খেলা হবে খেলা হবে। আসো খেলবো
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খেলা তো হচ্ছে। বিএনপি বার বার হারছে।
১০| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯
মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: জয়াংলা
৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জয় হাসিনা।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৯
কাওসার চৌধুরী বলেছেন:
আপনি সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন কিনা জানি না; তবে আপনার সাথে একমত হতে পারলাম না। প্রথমেই বলে নেই, আমি কোন রাজনৈতিক দলের কর্মী বা সমর্থন নই। তবে এ নির্বাচনের একজন ভোটার ছিলাম; সকালের দিকে সিলেটের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে সরকার দলীয় লোকজন গন্ডগোল পাকানোর চেষ্টা করে; কিছু কিছু কেন্দ্রে সফলও হয়। এছাড়া গত কয়েকদিনের গুজবে প্রায় লক্ষাধিক ভোটার ভয়ে ভোট দিতে যায়নি; ভোট নিরপেক্ষ হলে, গুজবমুক্ত হলে এবং সব ভোটারদের অংশগ্রহণ থাকলে এ ব্যবধান হতো কমপক্ষে ৫০,০০০ ভোটের। আরেকটি বিষয় না বললেই নয়, এ নির্বাচনে আরিফুল হকের কোন পোলিং এজেন্ট, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের সহায়তাকারী কোন আরিফ সমর্থক ছিল না; এদেরকে সিলেটের ১৩৪টি কেন্দ্রের আশপাশে আসতে দেওয়া হয়নি!!! এমন একতরফা ভোটের মাঠ আমি কখনো দেখিনি।
এ নির্বাচনে সিলেট শহরের নিরপেক্ষ ভোটারদের প্রায় ৭০% সমর্থন পেয়েছেন আরিফ সাহেব; কারণ, তিনি গত পাঁচ বছরে সিটির উন্নয়নে যা করেছেন এটা তার প্রাপ্য ছিল; বিএনপির ভোটে তিনি জয়ী হননি।