নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

আমার কথা যেন সত্য না হয়!

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪



বাংলাদেশে যেটা ঘটে সেটা ঘটতেই থাকে। যেমন - গার্মেন্টসে আগুন, চলন্ত বাসে ধর্ষণ, মোবাইলে প্রেম দেখা করতে গিয়ে ধর্ষণ ইত্যাদি। এই ধারার সর্বশেষ সংযোজন বাসে বাসে প্রতিযোগীতায় পড়ে সাধারণ মানুষের মৃত্যু। শুরুটা হয়েছিল রাজীবকে দিয়ে, দিবা আর রাজীব যার সর্বশেষ শিকার।

গত সপ্তাহে দেশে প্রথমবারের মত(এটাই যেন শেষবার হয়) বাস চালক, সুপারভাইজারের মিলিত অমানসিক পশুসুলভ কাজ দেখার দুর্ভাগ্য হয়েছে জাতির। এক বাস যাত্রীকে(পায়েল) মৃত ভেবে ঝামেলা এড়ানোর জন্য সেই যাত্রীকে নদীতে ফেলে দেয়া হয়!

আমার কাছে মনে হচ্ছে এবার এটা ঘটবে। কোন বাস যাত্রী অসুস্থ বা আহত হবে, আর ড্রাইভার সুপারভাইজার মিলে তাকে রেখে যাবে বা ফেলে যাবে(আল্লাহ মাফ করুক)। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমার কথা মিথ্যা হয়। আর কেউ যেন এমন ঘটনার শিকার না হয়। সরকার/বাস মালিকদের কাছে অনুরোধ করব উপযুক্ত শাস্তি দিন ড্রাইভার, সুপারভাইজারদের।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


পায়েল অজ্ঞান ছিলো, তাকে যখন ওরা নদীতে ফেলে দিচ্ছিল, আল্লাহ কি সেটা থামাতে পারতেন?

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হ্যাঁ পারতেন। আল্লাহ আপনাকেও যুদ্ধে মেরে ফেলতে পারতেন। আল্লাহ সবই পারেন।

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ যদি সবই পারেন, এই অজ্ঞান ছেলেটাকে রক্ষা করলে ভালো হতো।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সব কিছু আল্লাহ করলে তো দুনিয়ার সবাই মুসলিম হয়ে যেত, অন্য কোন ধর্মও থাকত না। তখন আপনি প্রশ্ন করতেন খাওয়া দাওয়ারও কী দরকার ছিল? ক্ষুধা ছাড়াই তো আল্লাহ জান দিতে পারতেন। আবার প্রশ্ন করতেন, এই দুনিয়ায় পাঠানোরও বা কী দরকার ছিল? সবাই মিলে বেহেশতেই থাকলে ভাল হত।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: আমি বিশ্বাস করি সব আল্লাহর ইচ্ছায় ঘটে।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এই কথাটা খুব সরলভাবে ব্যাখ্যা করা যাবে না। যাই হোক, আজকে আপনি আবার লাইনে এসেছেন। ধন্যবাদ।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:০০

রাকু হাসান বলেছেন: আজকে যে ভাবে ট্রাক চাপা দিয়ে চলে গেল ,সে হিসাবে এমন টা হওয়া অসম্ভব নয় ,ওদের

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বাংলাদেশে যা হয় তা পর পর হতেই থাকে।

৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪

প্রশ্নবোধক (?) বলেছেন: @চাদগাজী, সব সম্ভবের দেশ বলেই তোমার আহাম্মকি কমেন্ট পড়তে হয়। একটা বাচ্চা ব্লগারও এভাবে মন্তব্য করবে না। তুমি নিজেকে প্রশ্ন কর তুমি কোথায় থেকে কিভাবে এলে।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি ধর্ম বিষয়ে খুবই অবাস্তব মন্তব্য করেন।

৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

জাতির বোঝা বলেছেন:
চাঁদগাজী বলেছেন:

পায়েল অজ্ঞান ছিলো, তাকে যখন ওরা নদীতে ফেলে দিচ্ছিল, আল্লাহ কি সেটা থামাতে পারতেন?


লেখক বলেছেন: হ্যাঁ পারতেন। আল্লাহ আপনাকেও যুদ্ধে মেরে ফেলতে পারতেন। আল্লাহ সবই পারেন।
-----------------
ধর্ম একটি বিশ্বাস ।
বিশ্বাস দিয়ে সব সময় সব কিছু হয় না।
বিশ্বাস দিয়ে শান্তনা লাভ করা যায়।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বিশ্বাসে মুক্তি মেলে, তর্কে বহুদূর।

৭| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

প্রশ্নবোধক (?) বলেছেন: @জাতির বোঝা, চাদগাজীকে বোঝানো কারো কর্ম নয়। এখন ইসলাম বিদ্বষীদের স্বর্গরাজ্য এদেশ।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ফ্রিডম অফ স্পিচ।

৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

করুণাধারা বলেছেন: শেষ প্যারার প্রতিটি বাক্যে সহমত। এই ভয় আমারো মনে। বাংলাদেশে যা একবার শুরু হয় তা চলতেই থাক যেমন একবার শুরু হলো কিশোরদের পায়ুপথে বাতাস ঢুকিয়ে মেরে ফেলা- প্রথম সিলেট, তারপর খুলনা, তারপর আরও কোথায় কোথায়!! আবার যখন আবার যখন বাসে ধর্ষণ শুরু হলো তখন বারবার হতেই থাকলো। যখন রাজীবের হাত কাটা গেল, তখন পরপর আরও কয়েকজনের হাত- পা কাটা গেল। আশা করি, এবং দোয়া করি এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হ্যাঁ। ঠিকই বলেছেন। পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনাও পরপর হয়েছিল। মাঝে মাঝে অজ্ঞাত রোগের কথাও শোনা যায় একের পর এক জেলায়। দোয়া করি যেন এসব ঘটনার পুনরাবৃত্তি না হয়।

৯| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই কথাটা খুব সরলভাবে ব্যাখ্যা করা যাবে না। যাই হোক, আজকে আপনি আবার লাইনে এসেছেন। ধন্যবাদ।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনায়।

১০| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সত্য হয়েই গেল :( :((

এসব ড্রাইভার, হেল্পারদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.