নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

সহজ, সরল, রসিক মানুষের কাজ কারবার। রসিকতা এবার আদালতের সাথে, জাতির সাথে।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪



তাহের কে, বিপ্লব কে, তারা কী করেছিল এসব সচেতন নাগরিকরা জানে। লক্ষ্মীপুর বাসী জানে। মহামান্য রাষ্ট্রপতি জানেন না হয়তো বা।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১১

নতুন বলেছেন: রাস্টপতির ক্ষমা করার অধিকার বন্ধ করা উচিত। X((

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কিছু ক্ষেত্রে সর্বশেষ জায়গা হিসেবে রাখা যেতে পারে। তবে এরকম চললে বন্ধ করা ছাড়া উপায় নেই। এটাই প্রথম উদাহরণ নয়।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

সাইন বোর্ড বলেছেন: তিনি তার দয়ার সাগর থেকে কেবল এক ঘটি জল দিয়েছেন, দেওয়ার অাগে শুধু জেনেছেন, এ জলটুকু তাকে দিতেই হতো ।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা যদি শেখ হাসিনা বা শেখ রেহানার ছেলে হত তাহলে এক কথা ছিল। কোথাকার কোন এক স্থানীয় সন্ত্রাসীর পালিত পুত্রের জন্য এত বছরের রাজনীতি বিসর্জন দিয়েছেন উনি। আর আমরা কেউ যদি উনাকে ভাঁড়, জোকার বলি তাহলে আমাদের জেলে যেতে হবে। তাহের আর তার পালিত পুত্র আওয়ামী লীগের কত লাখ ভোট বাড়ায়?

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

হাবিব ইমরান বলেছেন: অনিয়ম আর নির্লজ্জতা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এর চেয়ে এই 'তলাবিহীন রাষ্ট্রের জন্য' আর বেশি কিছু বললে হয়তো রাষ্ট্রেদ্রোহ মামলা হয়ে যাবে।
কিন্তু তাহের আর তাহেরপুত্র বিপ্লব এবং তাহের পরিবার কতটুকু সাধু লক্ষ্মীপুরের জনগণ তা ভালোভাবেই জানে। ঘৃণ্য পরিবার একটা।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তার চাইতে বাকশাল-ও ভালো। এসব নাটক আর ভাল লাগে না। এভাবে এত বছরের পুরোনো একটা দল সন্ত্রাসী পরিবারের কাছে নত হতে পারে ভাবা যায় না। এর আগে আরেক সন্ত্রাসী জোসেফকেও ক্ষমা করা হয়েছিল।

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: রাষ্ট্রপতির মতোন ক্ষমতা যদি থাকতো!!!

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বিবেক বিক্রি করে রাষ্ট্রপতি হওয়ার কী দরকার?

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

মোঃ তারিকুল ইসলাম (সাগর) বলেছেন: কে বলে ইনি রাষ্ট্রপতি
যেন ভ্রান্তিদয়ার কোটিপতি...

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বিবেকহীন রসের হাঁড়ি।

৬| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯

বলেছেন: রসিকতা এবার আদালতের সাথে, জাতির সাথে।[/sb

সেলুকাস

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: রসিক মানুষ। তাই বেছে নিয়েছেন দেশজুড়ে নিন্দিত এক সন্ত্রাসী পরিবারকে।

৭| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫১

কে ত ন বলেছেন: ক্ষমা না করার ক্ষেত্রেও উনি আবার আপোষহীন। সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদ রাষ্ট্রপতি সমীপে একটা করে চিঠি লিখেছিল তাঁদের অন্য মামলার স্ট্যাটাস জানতে চেয়ে । দালাল মিডিয়া সেই চিঠিকে ক্ষমা ভিক্ষার আবেদন বানিয়ে রাষ্ট্রপতির কাছে সাবমিট করেছিল। অতি উৎসাহী রাষ্ট্রপতি সে চিঠি না পড়েই দুজনের ক্ষমার আবেদন (!) প্রত্যাখ্যান করে চেতনাবাজদের চোখে হিরো সেজেছিলেন।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হাহাহাহা! আসলেই রসিক তিনি। মজার মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.