নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খবর - দুই মডেলের ট্রাক্টর এনেছে আবেদিন ইকুইপমেনট
view this link
কিছুদিন আগে তসলিমা নাসরিন লিখেছেন, সুন্দরী প্রতিযোগীতার বিরুদ্ধে বলি না কারণ, তাহলে মৌলবাদীরা সুযোগ পেয়ে যাবে। তাই মেয়েদের এসব প্রতিযোগীতায় যাওয়া উচিত!
নারীবাদী রা যতই বলুক। টাকা পেলে নারীরা পণ্য হবেই। আর পুরুষদের মাথায়ও কী সুন্দর আইডিয়া। নারী দেখলেই ট্রাক্টরের বিক্রি বেড়ে যাবে! হে নারী, তুমি মানুষ হও!
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ওদের কনসেপ্ট-এ পণ্য না হলেই কেন ঘরে বসে থাকতে হবে বোঝাবে?
২| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
আরোগ্য বলেছেন: নারীবাদী হইতে সাবধান।
২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ওরা সুবিধাবাদী।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭
রাজীব নুর বলেছেন: এটা তো নারীকে সম্মান করেই করা হয়।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এখানে সম্মান করল, নাকি পণ্য হিসেবে ব্যবহার করল?
৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪
কে ত ন বলেছেন: ঐ নারীদ্বয় আসলে ট্রাক্টরের ভ্যালু কমিয়ে দিয়েছে। ট্রাক্টর, মোটরবাইক, স্পোর্টস কার - এগুলো পুরুষত্বের প্রতীক। এগুলোর পাশে রাখতে হয় পেশীবহুল পুরুষদের - তাহলে মনে হবে এই যন্ত্রগুলো আসলেই কাজের। শাড়ি পড়া নারীদের এইসব যন্ত্রের পাশে দাড় করিয়ে রাখলে মনে হবে ঐগুলো দেখতেই সুন্দর - আসলে কোন কাজের না
মৌলবাদীদের বিরোধিতাই যদি মূল লক্ষ্য হয়, তা হলে তসলিমা নাসরীনের উচিত হবে প্রস্টিটিউশন পেশায়ও মেয়েদেরকে আসতে উৎসাহিত করা।
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ। উৎসাহিত না করলেও পতিতাদের অধিকারের জন্য তারা লড়াই করেন। আবার কেউ কেউ বলেন, এটা যে কোন পেশার মতই একটা পেশা!
৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০
নীল আকাশ বলেছেন: যুগ যুগ ধরে মেয়েদের মাথা এমন ভাবে নষ্ট করে দেয়া হয়েছে যে এদের ভালোর জন্য কোন কথা বললে এর ভাবে ঘরে বন্দি করে রাখতে চাচ্ছি...
মাঝে মাঝে ছেলেদের সেভিং ক্রীম, রেজর আর আন্ডারপ্যান্টের এ্যাডেও এদের দেখি......
কিছুই বলা যাবে না, বললেই নারীবাদীরা খুন্তি থালা বাসন নিয়ে ঝাপিয়ে পরবে...........
২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একদম ঠিক। যে কোন পণ্যে অপ্রয়োজনীয়ভাবে মেয়েদের মডেল হিসেবে ব্যবহার করা হয়। এগুলোর ব্যপারে কিছু বললেই নারীবাদিরা মনে করে মৌলবাদী।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
চাঁদগাজী ভাইয়ের ট্রাক্টর দেখে ভাবছিলাম চাঁদগাজী ভাই দেশে এসে ব্যবসা শুরু করছেন! এখন দেখি না! বিষয় তার চেয়েও বড় বেগতিক
দেখুন, হয়ত কোন নারীবাদী মহিলা এসে বলে বসবেন, এই দু'রমনী ট্রাক্টরে শেয়ার আছে; আপনি যতই তাদের বুঝান তারা বুঝবে না। এমন মানুষ অনেকই আছে, বুঝলেন!
"এখানে বুঝলে লস! ঘরে বন্ধি থাকতে হবে" ___এমনটাই ঢেলে দেয়া হয়েছে আমাদের মা বোনদের মাথায়!