নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র ৫ বছর। কীভাবে একটা ইসলামপন্থী দল ইউ টার্ন করল? কোন প্রতিবাদ নেই। দলে কোন ভাঙন নেই। ধর্ম নিরপেক্ষ ও ইসলাম বিরোধীদের জন্য কত সহজ করে দিল সমালোচনা করার। দুনিয়াবী মোহে একজন আলেমও বিক্রি হয়ে যেতে পারেন- এই উদাহরণ দেয়ার জন্য এখন আর বেশী কষ্ট করতে হবে না।
এক সময়, যেই আলেম, ওলামা দের নিয়ে আমরা গর্ব করতাম, বলতাম, উনারা দুনিয়াবী স্বার্থে কোন কাজ করেন না, কোন অন্যায়ের সাথে আপোষ করেন না। সেটা মনে হয় এখন আর বলতে পারব না। বুক ফুলিয়ে এখন আর ইসলাম নিয়ে তর্ক করতে পারব না।
অস্ত্রের ভয় হোক, টাকার লোভ হোক - যাই হোক যেই ঘটনা ঘটেছিল ২০১৩ সালে সেটা তো কোনদিনও পূরণ করা যাবে না। যারা হত্যা করেছিল তাদের সাথেই যদি আজ সন্ধি করি কেয়ামতের দিন কীভাবে হিসাব দিব?
একটা ঘটনাই আলেম, ওলামাদের খুব হালকা করে দিল, হাসির পাত্র করে দিল, তুচ্ছ করে দিল। এই অবস্থা কাটিয়ে উঠা অনেক কষ্টকর হবে আলেমদের জন্য। তারা এখন সম্মান তো দূরের কথা, সহজে কেনা যায় এমন পণ্যের মত হয়ে গেলেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শুধু রং মাখার স্বীকৃতিই দেয়নি তারা। কোন দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না- কথাটাকেও ভুল প্রমাণ করল তারা। ইসলামের ক্ষতি হয়নি। কিন্তু ইসলামী আন্দোলনের নেতাদের জন্য লার্জ স্কেলে অনেক ক্ষতি হয়ে গেল।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫
শাহিন-৯৯ বলেছেন:
ইসলামের ক্ষতি হয়নি। বকধার্মিকের নোংরা চেহারা কেবল উন্মেচিত হয়েছে।
ঢাবিয়ানের এই কথার সাথে আমি একমত।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ইসলামের ক্ষতি হয়নি। কিন্তু ইসলামী আন্দোলনের নেতাদের জন্য লার্জ স্কেলে অনেক ক্ষতি হয়ে গেল। নিকট অতীতে কোন ইসলামী ব্যক্তিত্বকে এভাবে নত হতে দেখা যায়নি।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
আরমান শুভ বলেছেন: শেষ বয়সে এসে একজন আলেম এর এমন দুনিয়াবি লোভ আর হ্মমতা লিপ্সা দেখে মুসলিম সমাজ যারপরনাই বিব্রত। অবশ্য এই বয়সে উনার মস্তিষ্ক বিকৃতি হওয়া বিচিত্র কিছু নয়।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:০০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুব কষ্ট লাগছে। ৯০+ বয়স্ক একজন আলেম এভাবে কেন সব মেনে নিবেন? চাপ থাকলে দায়িত্ব ছেড়ে দিতে পারতেন। অবসর নিতে পারতেন। কিন্তু পুরো মাদ্রাসা সমাজকে কতটা হালকা করে দিলেন উনি কল্পনাও করতে পারবেন না।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
আসলে, আপনার উপরের দপ্তর খালি; মোল্লা শফি ১ম ভুলের জন্য ক্ষতি স্বীকার করে লম্বা ক্রুসেডের সৈন্য বাহিনী বানাচ্ছে!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি আর কখনো আলেম সমাজের নেতা বা মুরুব্বী হতে পারবেন বলে মনে হয় না।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এখন ধর্মের গণ্যমান্য ব্যক্তিবর্গই আমাদের সাথে খেলা খেলছে। সবাইকে বিশ্বাস করা খুব কঠিন।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুব কষ্ট লাগল ব্যপারটা যখন শীর্ষ স্থানীয় একজন আলেমের পক্ষ থেকে হল।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেমনি এক দূরদর্শী সিদ্ধান্ত নিলেন। 'কওমী'দের সাথে অামাদের চিন্তা ও চেতনার জগতে যে বিশাল ব্যবধান অাজ থেকে তার দূরত্ব ঘুচে যাওয়ার যাত্রা শুরু হলো। এই সমঝোতার ফলে একদিন তারাও বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে অাসবে এটাই প্রত্যাশা।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: প্রত্যাশা ভাল। কিন্তু যাদের নিরস্ত্র অবস্থায় তিনি সরকারী বাহিনী দিয়ে হত্যা করালেন, তারাই এখন উনাকে সংবর্ধনা দিচ্ছেন - এটা অনেক লজ্জার।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১
নতুন নকিব বলেছেন:
লজ্জাষ্কর!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ইসলাম পন্থীদের জন্য আজকে লজ্জা, বেদনা, অসম্মানের দিন।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
মলাসইলমুইনা বলেছেন: এর কিছুর পরেও এই সন্ধিতে দেশে শান্তি সুখে দিনকাল কাটাবার সম্ভাবনা কি বাড়লো একটুও ? গণতন্ত্র সংহত হবার আলো নিয়ে সূর্য কি উঠলো ?
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: না। তবে শেখ হাসিনার 'গণতন্ত্র' তো সবসময়ই ছিল এবং আছে।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ দপ্তরবিহীন মন্ত্রী- হেফাজতকে নিয়ে বিলাপ কেন ? এরা শ্রেফ আরেকটি ধর্ম ব্যবসায়ী দল। ওয়াজ মাহফিলে যত জ্বালাময়ী বক্তৃতা দিক না অর্থ ও স্বার্থের কাছে আলেম মোল্লারাও কাবু।
আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সস্তায় হেফাজত ও ঘাটের মড়া বৃদ্ধটিকে কিনতে পেরেছেন। মারহাবা !
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: প্রধানমন্ত্রী রাজনীতি করেছেন, তিনি জিতেছেন। হেফাজত হেরেছে।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।
১১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০
খাঁজা বাবা বলেছেন: আসল খেলাটা আপনি বুঝতে পারেন নাই। অনেকে মনে করে আওয়ামীলীগ ভোট পাওয়ার জন্য হেফাজতে ঈসলামের সাথে সম্পর্ক ভালো করেছে, আসলে আওয়ামীলীগ ভালো ভাবেই জানে এরা কখনো তাদের ভোট দেবে না। তারপর ও দুই পক্ষ ই বর্তমানে লাভবান। কিন্তু খুব শিঘ্রই শফি আবার ও আওয়ামীলীগ এর কাছে রাজাকার ও তেতুল হুজুর হিসেবে আবির্ভূত হবে। কারন এদের পথ আলাদা। সন্ধিটা সাময়িক।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাতো জানি। এদের ভোট জীবনেও উনি পাবেন না। তবে দুঃখ হল, শফি সাহেবরা কেন এভাবে ধরা দিলেন? বিশেষ করে ইসলাম পন্থীদের জন্য এটা একটা খারাপ মেসেজ হয়ে গেল। খুনীর সাথে সন্ধি ইসলামে গ্রহণযোগ্য হতে পারে না।
১২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
হাবিব বলেছেন: এরা সব ভন্ড তপস্বী, বক ধার্মিক।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুব আফসোস হচ্ছে।
১৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪
আরোহী আশা বলেছেন: বুঝবে মজা বুঝবে।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বেশীদিন সময় লাগবে না।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮
ঢাবিয়ান বলেছেন: লাল রং মেখে সেদিন মরে পড়ে থাকার ভান করেছিল মাদ্রাসার এতিম বাচ্চাগুলো। সরকারী সেই বয়ানের স্বীকৃতি দিল আজ হেফাজত।
ইসলামের ক্ষতি হয়নি। বকধার্মিকের নোংরা চেহারা কেবল উন্মেচিত হয়েছে।