নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান কলিগের সাথে কথোপকথন

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬



: তোমাদের নির্বাচন কখন?
: ডিসেম্বর।
: এখন কে আছে ক্ষমতায়?
: শেখ হাসিনা।
: উনি তো মনে হয় অনেক বছর ধরে আছে?
: হ্যাঁ। টানা ১০ বছর।
: এবার কে আসতে পারে?
: শেখ হাসিনা।
: কেন? বিরোধী দল জনপ্রিয় না?
: জনপ্রিয়। কিন্তু ভোটে কারচুপি করে শেখ হাসিনার দল। তার অধীনে গত বার বিরোধী দল নির্বাচনে যায়নি। কেউ না এলে সংবিধান অনুযায়ী উনিই জিতে গিয়েছেন। ইসি, আর্মি, পুলিশ, বিচার বিভাগ সব খানে তার নিজের লোক। এবারও একই ভাবে নির্বাচন হবে। উনি ক্ষমতা ছাড়তে চান না।
: এটা কীভাবে সম্ভব? আর্মি শাসন নাকি? ওখানে আন্দোলন হয় না?
: হয়। কিন্তু, পুলিশ কাউকে রাস্তায় নামতে দেয় না। মানুষ গুম হয়। যে বিপক্ষে কথা বলে তার বিরুদ্ধে মামলা হয়। জেলে থাকতে হয় মাসের পর মাস। সবাই পেট নিয়ে ব্যস্ত। কার এত সময় আছে দলের জন্য জেল খাটার? বিরোধী দলের প্রধান নেতাকেও জেলে রেখেছে।
: ওরে বাপরে! এ তো দেখি সাংঘাতিক মহিলা!

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: B-))

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: :D

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি আমার ভালো লাগেনি।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সত্য কথা অনেকের কাছে ভাল লাগে না।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

বলেছেন: সত্য কথা অনেকের কাছে ভাল লাগে না।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জ্বি। ধন্যবাদ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

নীল আকাশ বলেছেন: সত্য কথা কারো কারো কেন জানি হজম হয় না! এভাবে হাঁটে হাঁড়ি ভেংগে দিলেন? কারো কারো তো হৃদয় ভেংগে চুরমার হয়ে যাবে? প্রত্যেক দিন একই রকমের পোষ্ট দেয়ার প্লান তো মাঠে মারা যাবে দেখছি! ছিঃ ছিঃ সব সত্য কথা সব সময় বলতে হয় নাকি?

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দূরে আছি বলেই তো বলছি। দেশে থাকলে তো সত্য বলতে পারব না।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

কলাবাগান১ বলেছেন: আগুন সন্ত্রাসীদের সংখ্যায় যা আছে তা এত বেশী কমপ্লেইন করে যে মনে হয় তারাই সংখ্যাগরিস্ট

যারা ভাল আছে তারা কখনও এত কমপ্লেইন করে না.... সাইলেন্ট মেজরটি.... তাই এত এত পোস্টও করে না কমপ্লেইন করে

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তবুও তো নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়। ক্ষমতা আঁকড়ে রাখতে চায় জোর করে।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনার কলিগ তো পাকিস্তানী হওয়ার কথা!

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: কলিগ বাছাই করা আমার হাতে না।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তথ্য আইন পড়ে নেবেন ,
গুজব বা অবাস্তব কথা বলে এখন আর ছাড় পাবেন না ।

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সাধারণ কথোপকথন। গুজব বা অবাস্তব কিছু বলিনি।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৬

ইয়োডা বলেছেন: এটা কেমন কলিগ আপনার ? বাংলাদেশে কোন সরকার আছে না ,আন্দোলনের ব্যাপারেও জানে না ।কলকাতাতেও তো আন্দোলন হয়েছে বাংলাদেশের প্রসঙ্গে।আপনি বললেন টানা ১০ বছর ক্ষমতায় হাসিনা তারপরও বললো আর্মি শাসন নাকি । এত টুকু তথ্য জানা নেই । নাকি কাল্পনিক আলাপ বাস্তব বলে চালিয়ে দিচ্ছেন?

১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা কলকাতার লোক না। জামশেদপুরের। ভারতের সবাই বাংলাদেশ নিয়ে এত খবর পড়ে না বা জানার চেষ্টা করে না। আমরা যেরকম রাজনীতি সচেতন, ওরা তেমন না।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভারতের মানুষ বড্ড বেশী স্বার্থপর। তাদের আলাপ নিয়ে আমার আগ্রহ নেই।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সবাই এক রকম না।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @কলাবাগান১ঃ নারায়নগঞ্জের বিআরটিসি বাস পলাশিবাজার এতীমখানার সামনে পুড়ে।
কইতে ভয় পাই তাই কইনে বাপু। সাইলেন্ট মেজরিটি যে ছাই..............

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: প্রশাসন থেকে সরকারী নজরদারি উঠে যাক। তারপরই দেখা যাবে মেজরিটি কারা।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

নীল আকাশ বলেছেন: হৃদয় ভেংগে চুরমার হওয়া লোকের সংখ্যা তো দেখি কম না এই পোষ্টে! দূরে আছি বলেই তো বলছি। দেশে থাকলে তো সত্য বলতে পারব না - এটাই আসল কথা। সাধে কি নতুন আইন করেছে.......

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: বিপক্ষ মতকে সহ্যই করতে পারে না। শহীদুল আলম আর ব্যারিস্টার মঈনুল খামাখা জেল খাটছে।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

নয়ন বিন বাহার বলেছেন: নির্দিষ্ট গুষ্ঠির সুবিধাভোগি না হলে আপনার চুলকানি থাকার কথা না।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমার ভোট দেয়ার অধিকার ফেরত চাই।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর লাগলো আপনার কথোপকথনটি । তবে আপনি ডিজিটাল প্লাটফর্মে যেভাবে এই পোস্টটিকে সাজিয়েছেন ,কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কাটুন করার জন্য জেল খেটেছিলেন। সেখানে আপনি নির্দ্বিধায় দিচ্ছেন এখনো পোস্ট টি। এখন আপনি তুল্যমূল্য বিচার করে দেখুন কোথায় প্রকৃত গণতন্ত্র আছে।

শুভকামনা ভালোবাসা রইলো।


১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খালি মত প্রকাশ করতে পারলেই গণতন্ত্র হয় না। নিরপেক্ষ ভোট দিয়ে দেখতে হবে কার জনপ্রিয়তা বেশী।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুড ফর নাথিং
এই জন্যই আপনার
মন্ত্রীত্ব কেড়ে নেওয়া হয়েেছে।

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাও ভাল। দুর্নীতি করতে হয় না।

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

বাঁধন আচার্য বলেছেন: দেশ কবে বদলাবে? কেউ জানে না। তবে ২ নেত্রী মরলে ভিন্ন কথা.! =p~

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হয়তো বা!

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

আবু তালেব শেখ বলেছেন: আবার দেশে অশান্তি শুরু হবে,মিছিল, মিটিং,জ্বালাওপোড়াও, আর ভালো লাগেেনা

১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আজকে অলরেডি শুরু হয়ে গিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.