নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশী কিছু না গত ১০ বছরের আওয়ামী লীগের জায়গায় বিএনপি-কে আর বিএনপি'র জায়গায় আওয়ামী লীগকে বসান।
এবার দেখুন বিএনপি'র(মানে আওয়ামী লীগ) সাফল্য গুলো -
* পদ্মা সেতু নিজের টাকায় করা হচ্ছে
* বিদ্যুৎের ব্যপক উন্নয়ন
* রেলপথ, স্থল পথের ব্যপক উন্নয়ন
* বেশ কয়েকটা ফ্লাইওভার, ইউ লুপ নির্মাণ
* রেকর্ড পরিমাণ রিজার্ভ
* মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, পায়রা বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, ১০০ টি বেসরকারী ইপিজেড সহ বেশ কয়েকটা মেগা প্রজেক্ট যা শেষ হলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে
* দেশের প্রথম স্যাটেলাইট
* মধ্যম আয়ের দেশ হওয়ার পথে অনেক দূর এগিয়ে গিয়েছে
ইত্যাদি।
এবার আওয়ামী লীগ-এর(মানে বিএনপি) অভিযোগ গুলো -
* শেয়ার বাজার লুটপাট
* ব্যাংকিং খাত লুটপাট। বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা
* বিডিআর হত্যাকান্ড
* শাপলা চত্বর ম্যাসাকার
* গুম, খুন ব্যপক মাত্রায় বেড়ে যাওয়া
* ছাত্রদলের(মানে ছাত্রলীগ) সন্ত্রাসী কার্যক্রম
* বিরোধী মতকে দমন, জেল, নিপীড়ন। ড. ইউনুস, মঈনুল হোসেন, শহীদুল আলম
* কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে হেলমেট বাহিনী দিয়ে দমন
* ২০১৪ তে ৫ জানুয়ারীর মত ৫% ভোটারের নির্বাচন
* সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার
* প্রশ্ন ফাঁস
* শেখ হাসিনার(মানে খালেদা জিয়া) জেল হওয়া
* প্রধান বিচারপতি কে জোর করে অবসরে পাঠানো
* আর্মি প্রধান, পুলিশ প্রধান, প্রধান নির্বাচন কমিশনার সবাই বিএনপি'র(মানে আওয়ামী লীগ) প্রতি দুর্বল
* এম পি, মন্ত্রী পদে থেকে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ
ইত্যাদি
আপনি এখন মোজাম্মেল বাবু, মিথিলা ফারজানা, সুলতানা কামাল, মুন্নী সাহা, হাসান কালবৈশাখী, কলাবাগান, চাঁদগাজী। এখন আপনিই বলুন, এত উন্নয়ন করার পরও উন্নয়নের ধারাবাহিকতার জন্য আপনি কি চাইবেন বিএনপি ক্ষমতায় আসুক বা থাকুক(জোর করে বা কায়দা করে) নাকি আপনি চাইবেন ভোটাধিকার ফেরত পেতে, গণতন্ত্র ফেরত পেতে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ফেরত পেতে, সর্বোপরি নিজের প্রিয় দল আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরত পেতে?
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাহলে মনে হয় এই মিশন শেষ না করেই উনাকে অবসরে যেতে হবে।
২| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
অক্পটে বলেছেন: একটা দলের বিলুপ্তিকরণের জন্য মাজারে সিন্নি চড়ানো শুরু হয়েছে। ভারতের কাছে প্রার্থনা অব্যাহত আছে।
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটা সম্ভব নয়। কথার কথা। আওয়ামী লীগকে বিলুপ্ত করেছিল শেখ সাহেব। কিন্তু তারাও বিলুপ্ত হয়নি।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০
রাফা বলেছেন: এত কিছুর দরকার নেইতো -খালেদা জিয়া ভার্সেস শেখ হাসিনা -এখানেই'তো ফেল।এটারই'তো কম্পারিজন করা বেহুদা।
আমার মনে হয় আপনি হলেন সেই প্রজন্ম যারা শেখ মুজিবুর রহমানের পাশাপাশািও না উপরে নিয়ে যাইতে চাইছিলেন জিয়াউর রহমানকে।আর বাকি কিছুর কোন দরকার আছে কি?
২১শে আগস্ট,কিবরিয়া সাহেব,আহসান উল্যা মাস্টার,মমতাজ উদ্দিন ,১৫ই আগস্টে উৎসব, শুরু করলে শেষ হবেনা ।ইনডেমিনিটির পর ইনডেমিনিটি ।জাম্প করে করে মানুষের বুকের উপর বুটের লাথি দিয়ে হত্যা করা প্রত্যক্ষ করেছেন কখনও।৭১ আর ৭৫ টানলেই'তো মহাভারত হয়ে যাবে বি,এন,পি-র পাপের।এর বিপরীতে কি টেনে আনবেন !!
নতুন প্রজন্মকে ঘুম পাড়িয়ে রাখার দিন শেষ।আঙ্গুলের এক টিপেই চোখের সামনে চলে আসে পুরো ইতিহাস।মানুষ যত শিক্ষিত হবে ততবেশি ঘৃণা করবে জামাতের শাখা বি,এন,পি'কে।শুধু যদি ২০০১-এর নির্বাচনের শুরু থেকে শেষদিন পর্যন্ত বর্ণনা করি আপনার পোষ্টের একশতটারও বেশি হবে।কাজেই মৌচাকে ঢিল মারার মত ভুল কইরেননা।অপ-প্রচার যদি করতেই হয় বাশের কেল্লা ,আমার দেশ,আর দিনকালের মধ্যেই থাকেন।
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: জনতা সিদ্ধান্ত নিবে কাকে ক্ষমতায় দেখবে। আপনার আমার পছন্দ আলাদা হতেই পারে।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
শিখণ্ডী বলেছেন: গনতন্ত্র নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই। পেটে ভাত-সবজি ঠিক মত থাকুক। ভোটই দেয়ার আগ্রহ নেই তায় আবার গনতন্ত্র!
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনার মত অনেকেই এভাবেই ভাবছে। তাই স্বৈরশাসক রা দীর্ঘমেয়াদে থাকতে পারে।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: একজন বয়স্ক লোক এক তরুণকে বললেন, 'আমার এক মেয়ের নাম কণা। তার যতগুলো ভাই আছে, ততগুলো বোন আছে। প্রত্যেক ভাইয়ের যতজন ভাই আছে বোন আছে তার দ্বিগুণ। এখন বলো তো আমার কয় ছেলে কয় মেয়ে?'
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ২ ছেলে ২ মেয়ে।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
জাহিদ হাসান বলেছেন: হানাহানি আর প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করতে হবে।
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটা সবার কাম্য।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
প্রশ্নবোধক (?) বলেছেন: যারা একাত্তরে দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছিল, তারা কেউ চায়নি দেশ পাকি-রাজাকারদের হাত থেকে মুক্ত করে আবার মু্ত্রখোর-দালালদের হাতে তুলে দিতে। কেউ একমুঠো ভাত খেতে দিলে তাকে শরীর বিলিয়ে দিতে হবে এমন দস্তখত কে কে দিবেন?
যারা যুদ্ধ করেছিলেন, অধিকাংশই চেয়েছিলেন স্বাধীন-স্বার্বভৌম বর্ডার এবং জাতি স্বত্তা নিয়ে বিশ্বের বুকে স্বগৌরবে মহিমান্বিত করতে নিজ জন্মভুমি প্রিয় দেশকে। স্বাধীনতা?
আহা! স্বাধীনতা!
তুমি কত সুদুরে?
যাদের নুন্যতম জাতিগত/ব্যক্তিগত আত্মসম্মানবোধ অবশিষ্ঠ আছে, তারা কেউই ক্ষমতার জন্য কোন তৃতীয় পক্ষের কাছে হাত জোড় করবে না, কারও পুতুল হয়ে জীবন কাটাবে না।
বাঙ্গালীয়ানা আমাদের ঐতিহ্য-সংস্কৃতি। বাংলাদেশী আমাদের জাতীয়তা। দুটোই অনস্বীকার্য।
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সুন্দর বলেছেন।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
প্রশ্নবোধক (?) বলেছেন: রাজীব নুর, ২ছেলে, ২ মেয়ে। হয়েছে কি?
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হয়েছে।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাইনাচ
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটাই স্বাভাবিক। ধন্যবাদ।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
উন্নতি হয়েছে অবোকাঠামো গত । তবে লীগ গ্রাউন্ড রুলস প্রতিষ্ঠা করতে পারেনি ।
তাদের দলের লোকজন চাদাবাজি থেকে শুরু করে হত্যা গুম খুন ধর্ষন করে যাচ্ছে ।
সবচেয়ে যেটা বেশি হচ্ছে তা ধর্ষন । লীগের দরকার ছিল এই গ্রাউন্ডে স্ট্রিক হওয়া । এটার জন্য তাদের কিছুটা হলেও জনপ্রিয়তায় ভাটা পরেছে ।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধর্ষণ তো বটেই। সবচেয়ে ভয়াবহ ব্যপার হল, বিরোধী মতকে তুচ্ছ কারণে জেলে রাখা ক্ষেত্র বিশেষে গুম করা। নিজের দলের লোক ইয়াবা ব্যবসা করলেও তার বিচার না করা।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
ফেইরি টেলার বলেছেন: মন্ত্রী সাহেব, পোস্ট ভালো লেগেছে । পোস্টে ম্যাও
রাজীব নূর, ৩ ভাই ৪ বোন
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনারনার ব্যতিক্রমী পোস্টের ধরন ভাল লেগেছে।
রাফার প্রতিউত্তরে লেখক বলেছেন: জনতা সিদ্ধান্ত নিবে কাকে ক্ষমতায় দেখবে।
আমার প্রশ্নঃ জনগণ নিজেদের সিদ্ধান্ত নেয়ার বেলায় কতটুকু ক্ষনতাধর?
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অনেক ক্ষমতাধর। কিন্তু যুগ যুগ ধরে দুষ্ট লোকেরা সেই প্রক্রিয়াকে ধ্বংস করেছে। এবার যদি সেই সুযোগ তৈরি হয়।
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০০
অবেলার পানকৌড়ি বলেছেন: তারেক জিয়া রাজনীতিতে নেই তার মেয়ে কৃষ্ণাঙ্গ প্রেমিক নিয়ে ব্যস্ত! এদিকে খালেদা জিয়া জেলে!
বিএনপি বিলুপ্তির পথে!
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের দায়িত্ব মাশরাফি কে দিয়ে অবসরে যাবেন আগামী নির্বাচনে।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাও ভাল। উনি অবসরে গেলেই দেশে গণতন্ত্র ফেরত আসবে।
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭
অবেলার পানকৌড়ি বলেছেন: এত আশাবাদী হবেন না, মজা করলাম।
শেখ হাসিনা এগুলি কখনওই করত না কিন্তু কেন করছেন তা একবারও ভেবে দেখছেন না!
তিনি ২০০১ সালের নির্বাচনে ৩ মাস আগেই ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন কিন্তু দেশের মানুষ ভোট দেয়নি তাকে। অনেক মেধাবী মানুষ সে সময়ে চাকরি পেয়ে ছিল তারা তাকে সাপোর্ট না করুক বিরোধিতা তো করার দরকার নেই কিন্তু বিরোধিতা করেছিল। তাকে গ্রেনেড দিয়ে মেরে ফেলতে চেয়েছিলো!
এই বাংলাদেশের মানুষ গুলিই তার বাবাকে মেরে ফেলেছিলো! তাই তিনি অপেক্ষা করে বসেছিলেন যেদিন এই আংলাদেশে একদিন ক্ষমতা পাবেন সেদিন এর প্রতিশোধ তিলে তিলে নিয়ে নেবেন!
এখন আপনিই বলুন ভাই গনতন্ত্র এর মানসিকতা কিভাবে আসে? তিনি চাইলে ২০০১ সালেই জোর করে ক্ষমতায় আসতে পারতেন কিন্তু স্যাকরিফাইস করে অনেক বড় ভুল করেছিলেন তাই আর ভুল করার মত তিনি নন। যে মানুষটাকে ১৩ বার মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তিনি ক্ষমতায় গেলে গনতন্ত্র মেনে চলুক এটা আমিও চাইনা, আর আবেগ দিয়ে কি হবে? বলুন। আমার নিজেরও হয়তবা চাকরি বাকরি হবেনা লবিং না করলে তাতে দুঃখ নেই কিন্তু মূল সমস্যাটা কোথায় থেকে শুরু হয়েছে সেটা একবার ভেবে দেখা দেখলে সব ব্যাথা ভুলে যেতে ইচ্ছে করে।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ও আচ্ছা। এখানে তাহলে দেশের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেল। মন্তব্যর জন্য ধন্যবাদ।
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
অবেলার পানকৌড়ি বলেছেন: আমি যদি বলি শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের ওপরই অভিমান করে আছেন অর্থাৎ আপনি চান আর না চান তার সরকারের আন্ডারেই থাকতে হবে!
কেউ বাধা দিলেই, ডিসিয়া.....!!!!
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটাই তো হচ্ছে। উনার সাথে মতের মিল না থাকাতে ড. ইউনুসকে অপসারণ করল, খালেদাকে ঘর থেকে বের করল, সিনহাকে দেশ ত্যাগে বাধ্য করল, মঈনুল হোসেনকে জেলে ভরল (অবশ্য সব সিস্টেমের মাধ্যমে)।
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
অবেলার পানকৌড়ি বলেছেন: কখনো ভাবিনি, বাংলাদেশের বাঙালি রা আমার বাবাকে মেরে ফেলবে!
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যা হওয়ার তা তো হয়েছে। তাই বলে গণতন্ত্র কী দোষ করল? এভাবে যে কেউ একজন এসে বলবে, আমি ক্ষমতা ছেড়ে দিলে দেশের ক্ষতি হবে, তাই আমি ক্ষমতা ছাড়ব না। তাহলে আর গণতন্ত্র রেখে লাভ কী? রাজতন্ত্র/বাকশাল চালু করলেই হয়।
১৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫১
রাফা বলেছেন: @রা.নুর ,আপনার উত্তর ভুল।কণার বোন কি কণা নিজেই ! যদি তা না হয় তাহলে কণার এক বোন ও দুই ভাই।
১৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১১
ফেইরি টেলার বলেছেন: রাফা, প্রশ্নে ভুল নেই । উত্তরটা হবে ৩ ভাই, ৪ বোন ।
কনার যতগুলো ভাই (৩ ) ততগুলো বোন (৩)
প্রত্যেক ভাইয়ের যতজন ভাই (২ ) আছে বোন আছে তার দ্বিগুন (৪)
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৬
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ, আসলে কণা নামটা খেয়াল থাকেনা সমাধানের সময়।
১৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১৫
রাফা বলেছেন: @ফে.টেইল-আমি প্রশ্নে ভুল বলিনি ,বলেছি উত্তরটা ভুল।উনি বলেছেন ২ এবং ২।
২০| ২৪ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩১
অবেলার পানকৌড়ি বলেছেন: ডঃ ইউনুস কে অপসারন করেননাই! উনি নিজেই অপসারিত হয়েছেন! গরীবদের ঋণ দেয়ার নাম করে কিস্তির টাকা তুলতে গিয়ে কি কি ঘটনা ঘটত তা আপনি জানলেও অজানার ভাব ধরছেন! বড়লোকরা কোটি টাকা ঋণ নিয়ে না দিলে হয়ে যান ঋণখেলাপি! কিন্তু গরীবের হিসেব আলাদা গরীবেরা বউ বন্ধক দিয়ে হলেও কিস্তি দেয়! ঋণ পরিশোধ করে। ইংরেজদের খাজনা আদায়ের কার্যক্রম ও হার মানিয়েছিল এই মাইক্রোক্রেডিট সিস্টেম!
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১১
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনাকে আদালতের মাধ্যমে অপসারণ করা হয়েছে। ঠিক যেভাবে খালেদাকে আদালতের মাধ্যমে বাড়ি থেকে বের করা হয়েছিল। আর সরকার কীভাবে আদালত নিয়ন্ত্রণ করে সেটা অপনি না জানলেও অজানার ভাব ধরছেন!
২১| ২৪ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩
অবেলার পানকৌড়ি বলেছেন: আর আপনারা ব্লগে লেখালেখি না করে মাঠে নামেন তাহলেই কিন্তু কেউ বাকশাল গঠন করতে পারেনা! আওয়ামী লী তো ঠিকই মাঠে নেমে আন্দোলন করে ক্ষমতা ফিরিয়ে নিয়েছে! আপনারা পারছেন না তাই ব্লগে এসে লেখে ঝাল মেটান!
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এটা ঠিক! আপনি বাঁচলে বাপের নাম। আমাদের দৌড় কীবোর্ড পর্যন্তই।
২২| ২৪ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৪
অবেলার পানকৌড়ি বলেছেন: তাই ব্লগে এসে ম্যাওপ্যাও পোস্ট দেন!
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
১৯৭১ সালের স্বাধীনতাকামীদের সব অধিকার: ভোটাধিকার, শিক্ষার অধিকার, চাকুরীর অধিকার, চিকিৎসা ও বাস্হানের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শুরু হবে ভোটের পর।
শেখ হাসিনা বেগম জিয়াকে জেলে দিতে পেরেছে, আর বাকী আছে বিএনপি'র বিলুপ্তিকরণ, তারপর উনার মিশন শেষ।