নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

লোভ

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৭



যত উনার বয়স তত বছর বাংলাদেশের অনেক মানুষই হায়াত পায় না। সচিব ছিলেন, বিএনপি আমলে (সম্ভবত মন্ত্রী মর্যাদার) প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তারপরও উনার লাগবে এমপি পদ। তবুও গোলাম মাওলা রনির মত নমিনেশন পেলে না হয় কথা ছিল। শেষ বয়সে এই একটা কাজ করে দুর্নাম না কুড়ালে কি বেশী ক্ষতি হত উনার? কয় পয়সার মূল্য বাড়ল এটাতে?

আর শেখ হাসিনাও কত খুশী মনে উনাকে গ্রহণ করল! যে দলের বিরুদ্ধে উঠতে বসতে কথা বলে, সে দলের একজন শীর্ষ নেতাকে গ্রহণ করতে একটুও তাঁর বাধেনি। এখন স্বাধীনতার বিপক্ষ শক্তি, রাজাকারদের দোসর, দুর্নীতিবাজদের দলের বলে কোন গালি শুনতে হবে না ইনাম আহমেদ কে। এক একজনের কান্ড কারখানা দেখে মনে হয় ১০০০ বছর বাঁচবে। অথচ জীবন কত ছোট!

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৪

অনল চৌধুরী বলেছেন: এইসব বুড়া হাবড়াদের কাছ থেকেই নতুন প্রজন্ম নীতিহীনতার শিক্ষা পাচ্ছে।

২০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: টক শো-তে যখন কথা বলে তখন কত নীতিবান মনে হয় উনাদের। আর সামান্য নমিনেশন না পেলেই মূহুর্তের মধ্যে দল বদল করে। আসলেই নতুন প্রজন্ম বাজে জিনিস শিখছে এসব সিনিয়রদের কাছ থেকে। ধন্যবাদ।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজনীতির কোন শেষ বলতে নাই ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাই বলে এই বয়সে? উনি এমপি হয়ে কী করবেন? জীবনটা তো খুব সুন্দরই কাটিয়েছিলেন। আরও একবার প্রমাণ হল রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ধন্যবাদ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


সিলেটের যারা বড় বড় চাকুরী করে, এরা সবাই একটা এলিট গ্রুপের লোকজন, পরস্পরের সাথে যুক্ত; তবে, এরা বিশাল ইডিয়ট একটা গ্রুপ

২০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনারা ৩ ভাই জীবনে খুবই সফল। অথচ সামান্য একটা এমপি মনোনয়নের জন্য দল বদল করে ফেললেন।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

বলেছেন: একজন সেরা আঁতেল এই মিঃ চৌধুরী ----নীতির চরম দৈন্যতা।

কি পেলো না জীবনে কিনতু এই লোভ টা তো গেলো না -

সচিবদের রাজনীতিতে নিষিদ্ধ করা সময়ের দাবী।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সচিব থেকে অবসর নিয়েছেন অনেক আগে। রাজনীতি করুক। কিন্তু এভাবে ডিগবাজি দিলে উনার কাছ থেকে কী শিখবে নতুন রাজনীতিবিদরা?

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

নতুন নকিব বলেছেন:



আওয়ামী লীগের কি লাভ হবে জানি না, তবে বিএনপির জন্য যে নিশ্চিত ভাল হয়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। কারন, পদ আকড়ে থাকলেও আদর্শহীন এসব লোভীগন বিএনপিকে কিছুই দিতে পারেননি। এদের থেকে দেশের জন্য কিছু প্রাপ্তির আশা- সে তো আরও বহুত দূর কি বাত।

পাহাড় প্রমান আবর্জনার বিশাল স্তুপ থেকে শুন্য প্রান্তর হাজারগুনে উত্তম।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমিও বুঝলাম না, উনি আওয়ামী লীগকে আর নতুন করে কী দিবেন। তার উপর একটা সিট-ও না। আর ৫ বছর পর যে নির্বাচনে দাঁড়াতে পারবেন তাও নয়। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও উনাকে কোন পদ দেয়ার মত কারণ নেই।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

তারেক_মাহমুদ বলেছেন: তারেকের মনোনয়ন বানিজ্যের কারণে তিনি মনোনয়ন পান নি সম্ভবত এই অভিমানেই এমন সিদ্ধান্ত।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: অভিমান থাকতেই পারে। এমন কি আমিও উনার জায়গায় হলে অভিমান করতাম। উনাকে নমিনেশন দেয়া হবে এমন প্রতিশ্রুতি নিশ্চয়ই ছিল। কিন্তু এভাবে নিজের বস ও প্রতিষ্ঠানের সাথে বেঈমানি আমার দ্বারা সম্ভব নয়।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Rubbish! Rubbish!!

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: totally rubbish!!

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: নীতিস্খলনের একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন উনি। এ সম্বন্ধে পাঠকগণ উপরে যথার্থ মন্তব্য করে গেছেন। আমি শুধু এটুকুই বলবো, হায়! শিক্ষা-দীক্ষা, বংশের আভিজাত্য, প্রাচুর্যময় আমলাতান্ত্রিক জীবন, কিংবা শুধুই বয়স- কোন কিছুই কি নৈ্তিক স্খলন রোধ করার জন্য যথেষ্ট নয়?

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শেষের কথাগুলো অনেক দামী বলেছেন। কী আর পার্থক্য রইল উনার আর অশিক্ষিত রাজনীতিবিদদের মধ্যে?

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই ধরনের লোভিদের বিচার আল্লাহু নিশ্চিত করবেন।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দল পাল্টে কেউ সম্মান নিয়ে মারা যেতে পারেন নি। নাজমুল হুদার অবস্থা কী এখন? মান্নান ভূইয়ার কী অবস্থা হয়েছিল শেষে?

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

ব্লু হোয়েল বলেছেন: রাবিশ কমিউনিকেশনে নমিনেশন বঞ্চিত ।
তিনি আবার ডঃ ফখরুদ্দিন আহমেদের ভগ্নিপতিও লাগেন ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: তাই বলে বস ও প্রতিষ্ঠানের সাথে বেঈমানী?

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

ব্লু হোয়েল বলেছেন: সংশোধনঃ ডঃ ফখরুদ্দিন আহমেদ তাঁর ভগ্নিপতি হন ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনারা পুরো খানদান ও আত্মীয় স্বজন উচ্চ শিক্ষিত ও বর্নাঢ্য জীবনের অধিকারী।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এরা লোভী এরা কখনই দেশের জন্য ভালো কিছু করেনি; করেছে নিজের জন্য।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শেষ বয়সে সেটা প্রমাণ করে গেলেন।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৮

অনল চৌধুরী বলেছেন: সে অনেক গোপন তথ্য দিতে পারবে।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মা ছে‌লে‌কে ভোট থে‌কে দূ‌রে রে‌খে‌ছেন যি‌নি তি‌নি আর কী গোপন তথ্য পা‌বেন এনার কাছ থে‌কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.