নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

এই ভীতুদের আমি সমর্থন করতে পারি না

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫



যদিও ১ম দিন। জানি না এই পোস্টটা ড্রাফট করে ফেলতে হবে কিনা। করতে পারলে খুশী হব। একটা দেশ ১৯ বছর ধরে টেস্ট খেলছে। তারা এখনও কী পরিমাণ ভয় নিয়ে টেস্ট খেলতে নামে তা দেখা গেল আজ। ভাভারে ভাভা! সেই রকম একটা শক্তিশালী দল আফগানিস্তানের বিপক্ষে ৭ জন স্পিনার নিয়ে খেলতে নেমেছে। একজন পেসারও নেই। এক একজনের টার্ন শ্যেন ওয়ার্ন, মুরালি টাইপের। আফগানরা তো ১০০ তেই অলআউট হয়ে যাওয়ার কথা!

কিন্ত না! চোর, বাটপার, ঘুষখোর, দুর্নীতিবাজদের দেশের ক্রিকেট টীমকে মনের বাঘই খেয়ে ফেলল। যার কারণে, আজকে ৭ জন স্পিনার মিলে আফগানিস্তানের ৫ জনকে আউট করতে পেরেছে। এই স্কোর আবার ৩০০ হয়ে গেলেই শুরু হয়ে যাবে মনের ডায়রিয়া। তারপর শুরু করে দিবে ড্র করার চিন্তা।

এরকম একটা ৪র্থ শ্রেণীর মানসিকতার দলকে আমি সমর্থন করতে পারি না। এরা আবার নিজেদের বিশ্বমানের দল দাবি করে। কয়েকদিন আগে স্টোকস কান্ডের পরও এরা বুঝতে পারছে না ক্রিকেট এখন কত কঠিন হয়ে গিয়েছে। শুধু স্পিন পিচ দিয়ে খেলার দিন শেষ। যাক, এখন আমার খেলা না দেখাটাই সঠিক সিদ্ধান্ত হবে। কারণ, দেশের সমর্থন না করে তো আবার বিপক্ষ দলকেও সমর্থন করতে পারি না!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভাভারে ভাভা, বিসিবির বিরুদ্ধে কিছু কওয়া যাইবো না!

একজন পেস বলারও না খেলানোটা হতাশাজনক। বিসিবি তো খেলোয়ারের উপর না, পিচের উপর নির্ভরশীল। হেতিরা স্পিন নির্ভর পিচ বানিয়ে ভাবছে পিচই জিতিয়ে দেবে। আপগানিসতানের স্পিন কী আমাদের চেয়ে খারাপ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যেটা আমরা সাধারণ দর্শক বুঝি, সেটা উনারা বুঝতে চান না!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আমি আশাবাদী।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ভাল।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

রাকু হাসান বলেছেন:


হাহাহাহাহা দেখা যাক মন্ত্রী সাহেব।বাংলাদেশ দলের যদি ৪র্থ শ্রেণির মানসিকতা হয় তাহলে আপনার মানসিকতার কেমন হবে ? যে দলের যে কোনো পরিস্থিতিতে দলকে সমর্থন করতে পারে না । ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আর কত বছর হলে এগুলো মানতে হবে! অনুভূতি ভোঁতা হয়ে গিয়েছে।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের ক্রিকেট প্রশাসনের সবাই গাঁজাখোর।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মেয়াদোত্তীর্ণ।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২২

নূর আলম হিরণ বলেছেন: এত টাকা দিয়ে পেইস বোলিং কোচ রাখে কেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দিন শেষে এই দলটা একটা স্পিন সহায়ক দল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.