নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

হায়রে করুণ বাস্তবতা...

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

নাস্তিক বা ভিন্নমতাবলম্বী কেউ খুন হলে পরিবারের সদস্য কিংবা পরিচিতরা বলে, "উনি তো নাস্তিক ছিলেন না। মাঝে মাঝে নামাজ পড়তেন! তার মানে কি নাস্তিক হলে হত্যা জায়েজ হত?"

ছাত্রলীগের কোপাকুপির সময় বিশ্বজিৎ বলেছিল, "আমি হিন্দু"! তাহলে কি হিন্দু রা আওয়ামী লীগ ছাড়া অন্য দল করে না?

গতকাল আবরার খুনের পর তার পরিবারের সদস্যরা বলছে, আবরার শিবির করত না! - তাহলে শিবির করলে হত্যা জাস্টিফাই হত?

জাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ছাত্র রাজনীতি করলে যেভাবে লাভবান হয়, সেইভাবে মাঝে মাঝে প্রানও দিতে হয়; অধিক মুনাফার ব্যবসা সব সময়ই রিস্কি

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: মন্দ বলেন নি।

২| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: সে শিবির করতো না, সে তবলীগ করতো।
শিবির করলেও খুন করা বৈধ হয়ে যেতো না, তবে শিবির করলে জাতিকে বিভক্ত করা যেতো। অপরাধের ভার কিছুটা কমানো যেতো।

জাতি ভাবতে পারত, ছাত্রলীগ শিবিরের মানুষ মেরেছে! এটাই

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এভাবে ট্যাগ লাগানো খুব বাজে দৃষ্টান্ত দেশের জন্য।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: নাস্তিক হোক, আস্তিক হোক, চোর হোক ডাকাত হোক- এই ভাবে কাউকে মারতে পারে না। এটা ভীষন অন্যায়। যদি বিশ্বজিতের হত্যাকারীদের দূষ্টান্ত মূলক শাস্তি হতো তাহলে এইভাবে মারতে পারতো না।

০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: একদম ঠিক বলেছেন। যদি শাস্তি হত আগের ঘটনাগুলোর তাহলে এ ঘটনা ঘটত না...

৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কেউ যদি নাস্তিক হয় তাহলে অন্যের কি? কেউ যদি নামাজ না পড়ে তাহলে অন্যের কি?

নামাজ পড়া না পড়া এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি নাস্তিক হবো না হুজুর হবো এটাও আমার ব্যক্তিগত ব্যাপার।

০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুনের বিচার যদি ঠিক মত না হয়, তাহলে এরকম খুন আরো বাড়বে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.