নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দপ্তরবিহীন মন্ত্রী

দপ্তরবিহীন মন্ত্রী › বিস্তারিত পোস্টঃ

খালি গান বাজনা বিষয়ক চ্যালেঞ্জের জন্য শরীয়ত বয়াতীকে গ্রেফতার করা হয়নি

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯



আমাদের বিশিষ্ট বিপ্লবী ব্লগার ও ফেসবুক যোদ্ধারা খালি গান বাজনা বিষয়ক বক্তব্য'র কারণেই শরীয়ত সরকারকে গ্রেফতার করা হয়েছে ভেবে নিয়ে সে ব্যপারে যুক্তি তর্ক দিয়ে যাচ্ছেন। এই গ্রুপটারই আগের প্রজন্ম 'কোরআন হাদীসের কোথায় সিগারেট খাওয়া নিষিদ্ধ আছে দেখান' গ্রুপ চালু করেছেন।

অথচ শরীয়ত সরকার আরো অনেক শিরকী কথাবার্তা বলেছেন। তার মধ্যে কয়েকটা হল -
* মহানবী(সাঃ) মাতৃগর্ভে থাকতেই একজনকে মুরীদ করেছিলেন।
* মহানবী (সাঃ) নিজেই আল্লাহ(নাউজুবিল্লাহ)। তিনি আলী (রাঃ) কে বলেছেন, যে আমাকে দেখেছে তার আল্লাহ দেখার আর বাকী নেই। (নাউজুবিল্লাহ)।
* নবী গান না শুনলে ঘুমাইতো না। এটা বুখারী শরীফের কথা। (নাউজুবিল্লাহ)
* দাউদ (আঃ) ছিলেন একজন বয়াতী। তিনি মুখ দিয়ে বাদ্যযন্ত্র বাজাতেন। (নাউজুবিল্লাহ)। এটা নাকি কোরআনে লেখা আছে। (মিথ্যা)

এছাড়াও ইমাম, মুয়াজ্জিন, আলেমদের 'শালার বেটা' বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন।

কাজেই খালি গান বাজনা বিষয়ক রেফারেন্স না খুঁজে বাকী কথাগুলোর জন্য শরীয়ত সরকারের শাস্তি হওয়া দরকার কিনা এবং এসব কথায় আপনাদের ভাষায় 'ঠুনকো অনুভূতি সম্পন্ন' মুসলমানদের রাগ করা উচিত কিনা ভেবে দেখুন। বিপ্লব করার আগে হোমওয়ার্ক করুন।

ফুল স্টপ।

আরো বিস্তারিত -
view this link

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



সমস্যা হলো, বেশীরভাগ বাংগালী মিথ্যা বলে থাকে সব ব্যাপারে; ফলে, কে কি বলছে, কার কথা সত্য বের করা মুশকিল

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনার বাকী কথাগুলোকে কেউ ফোকাস করছে না। সবাই খালি কোরআন হাদীস খুঁজে বেড়াচ্ছে গান বাজনা বিষয়ে কিছু বলা হয়েছে কিনা।

২| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যখন সময় আসবে তখন অবশ্যই তোমার প্রতিপালক তাদের সবাইকে
তার কর্মফল পুরোপুরিভাবে দেবেন। তারা যা করে, নিশ্চয়ই তিনি সে
বিষয়ে সবিশেষ অবহিত। (সুরা : হুদ, আয়াত : ১১১)


আলোচ্য আয়াতে এ কথাও বলে দেওয়া হয়েছে যে কেয়ামতের
আদালতের আইনকানুন দুনিয়ার আদালতের মতো নয়। দুনিয়ায়
কেউ অপরাধ করলে তার দায়িত্ব অন্যের ঘাড়ে চাপানো যায়।
কিন্তু আল্লাহর আদালতে এর কোনো সুযোগ নেই। সেখানে
একজনের পাপের জন্য অন্যকে দায়ী করা হবে না। দুনিয়ায়
যে যেমন কাজ করবে, পরকালে সে তার কাজ অনুযায়ী ফল
ভোগ করবে। ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবে।
আর মন্দ কাজ করলে ফলও পাবে অনুরূপ। আল্লাহ তাআলা বলেন,
‘যে ব্যক্তি মন্দ কাজ করবে, সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া
নিজের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আর নারী-পুরুষের
মধ্য থেকে যারাই সত্কর্ম করে এবং বিশ্বাসী হয়, তারা জান্নাতে প্রবেশ করবে।
অণু পরিমাণও তাদের প্রতি জুলুম করা হবে না।’ (সুরা : নিসা, আয়াত : ১২৩-১২৪)

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ। আমাদের ফেসবুক যোদ্ধারা কত কষ্টই না করছেন কোরআন হাদীস খুঁজতে গিয়ে।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৬

নেওয়াজ আলি বলেছেন: প্রতিটি মানুষই গানের বক্ত। তবে কিছু মানব ব্যতিক্রম ।

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটা ভিন্ন বিষয়।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: রাতের অন্ধকারে এক অতিধার্মিক বাড়িঘর ছেড়ে পথে নেমেছেন । তাঁকে একজন জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন ? তিনি বললেন, ঈশ্বরের সন্ধানে । সেই লোক অবাক হয়ে বলল, সে কি ! ঈশ্বর কি হারিয়ে গেছেন যে তার সন্ধানে বের হতে হচ্ছে ?

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দার্শনিক চিন্তাধারা।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: রাজীব সাহেব,
ঘরে বসে ঈশ্বরকে পাওয়ার দিন শেষ
তাকে পেতে হলে পথে নামতেইহবে।
সৃষ্টিকর্তা চান যেন আপনি তাঁর সম্বন্ধে জানেন।
ঈশ্বরের বাক্য বাইবেল প্রতিজ্ঞা করে: “তুমি যদি তাঁহার অন্বেষণ কর,
তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন।” (১ বংশাবলি ২৮:৯)

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: উনি উনার অবস্থান ইতিমধ্যে পরিস্কার করেছেন।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৭

নতুন বলেছেন: বয়াতীরা অবশ্যই অনেক ফাউল কথা বাত্রা বলে থাকে, এরাও অনেক মিথ্যা দাবি করে থাকে।

এই গ্রেপ্তারের কারনে ইসলামে গান বাজনা হারাম এই কথাটা সবার আলোচনায় এসেছে।

কিন্তু গান হারাম এটাও একটা ভুল কথা, কোরানে কোথাও গান বাজনা হারাম বলা নাই। এটা মোল্যাদের বানানো। কিছু হাদিসের রেফারেন্স দিয়ে এটাকে হারাম বলে।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সরাসরি অনেক বিষয়েই কোরআনে বলা হয়নি ঐ সময়। যেমন - সিগারেট।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৮

একাল-সেকাল বলেছেন:
সূরা নং- ১৭ <<সূরা বনী ইসরাঈল আয়াত ( ৮১)
====================================
বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০১

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
মাওলানাদের মোল্লাদের 'শালার বেটা' বলে তুচ্ছ তাচ্ছিল্য?

বলা খারাপ না করা খারাপ?

ওয়াজে , মাহফিলে কোরান হাদিস ফেরস্তা নিয়ে এরচেয়ে বেশী আজগুবি হাবিজাবি কথা বার্তা হয়।
মোল্লারা মুখে যা আসে তাই বলে।
এইসব ফালতু কথার জন্য কবে কোন মোল্লা গ্রেফতার হয়েছে?

এছাড়া ইমাম, মুয়াজ্জিন, আলেমগন দিনের পর দিন মসজিদ মাদ্রাসার ভেতর নির্বিচারে শিশুকিশোরদের পাছা মারছে, পাছামেরে হত্যা পর্যন্ত করছে। মসজিদের ভেতর ধর্ষণ করে হত্যা করে লাশ ড্রয়ারে লুকিয়ে ... এরপর ধরা পরার পর বলে - "আমি করি নাই শয়তান আমাকে দিয়ে করাইছে!"
প্রতি সপ্তাহে একটা বা দুটা এরকম খবর আছেই।

এর জন্য মোল্লারা আলেমরা কখনো মসজিদ অবমাননার প্রতিবাদ করেছে?

আপনে ত আগেই ফুলস্টপ দিয়ে বসে আছেন।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: যে মোল্লা ঐসব কুকর্ম করে তাকে অবশ্যই বলা উচিত মা....দ।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নাম কামাইতে চেয়েছিল, যথেষ্ট কামিয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: এখন তো জনপ্রিয়তাও বেড়ে গেল। ফেসবুক, ব্লগে উনার প্রতি সবার সহানুভূতি।

১০| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬

নীল আকাশ বলেছেন: একজন বয়াতী ইসলাম ধর্মের কী জানে? এর কথা শুনে এত লাফালাফির কী আছে? চার কলেমা জিজ্ঞেস করলে এই বয়াতী সেটা বলতে পারবে কিনা আমার সন্দেহ আছে?
ড. আহমেদ শরীফের মতো স্বয়ং ঘোরতর নাস্তিকও বয়াতি, লালন অনুসারীদের তার লেখনীতে ল্যাংটা বানিয়ে ছেড়ে দিয়েছেন, এদের নোংরা জীবন-যাপনের তথ্য প্রকাশ করে দিয়েছেন।
এরা ধর্ম সর্ম্পকে খুব কম জানে, এরা বেশিরভাগই নূন্যতম অক্ষরজ্ঞান সম্পন্ন।
তবে এদের এইসব না জেনে এই সব কথাবলা অবশ্যই বন্ধ করা দরকার।

১৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৫

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সেটাই করা হয়েছে। আর বয়াতীর কাজ হল গান গাওয়া। সে এত সব আলোচনা করার কে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.