নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন ব্লগ [email protected]

এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি...

খালি ব্যান খাই

আপাতত বেকার আছি.... [email protected]

খালি ব্যান খাই › বিস্তারিত পোস্টঃ

চেয়ারম্যান ০০৭ ক্লাস ফাইভে থাকতে যেভাবে পরীক্ষার খাতায় লুঙ্গির রচনা লিখেছিলেন।B-)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

লুংগি আমাদের লুল সমাজের ফিরিয় এবং জাতিয় পোষাক।ইহা লৈয়া চুদুর বুদুর কুনু রুপেই বরদাশ্ত করা হপে না X(( লুংগি সম্পর্কে ২ টা কথা না বললেই নয়।

লুংগি সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমে জানতে হবে লুংগি কি ?



সূচনা:



লুংগি হৈলো চারপাশে বেড়া দেওয়া এক পোষাক বিশেষ যা পরিধান (কোমরে লটকাইয়া রাখিলেও চলিবে) করলে তলদেশ দিয়া মৃদুমন্দ ফুরফুরা ঠান্ডা হাওয়া খেলা করে যা দেহ(!) মনে চাংগা ভাব আনে।



বর্ননা:



লুংগি বড়ই উপকারী পোষাক।জায়গায় বেজায়গায় ইহা যেমন একটানে খোলা যায় এবং এক গিট্টু মাইরা পড়াও যায়।ইহাতে বেফুক সময় বাচেঁ।সময় অমূল্য সম্পদ।



উপসংহার:



পরিশেষে বলা যায় যে লুংগি নিয়ে রাজনিতী করে যারা ,দেশ ও দশের শত্রু তারা।

লুংগি হোক আপানর ,আমার সবার অহংকার।

জয় বাংলা ,বাংলাদেশ জিন্দাবাদ।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

গেদির বাপ বলেছেন: ভাইস্তা দেখি আমার লুলের সাগর ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

খালি ব্যান খাই বলেছেন: সিরামই মুনে হয় :)

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

অণুজীব বলেছেন: ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

খালি ব্যান খাই বলেছেন: :)

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

আমি বন্য বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

খালি ব্যান খাই বলেছেন: :)

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

সুলাইমান হাসান বলেছেন: আমি লুঙ্গি পড়তে পারি না । কেউ হাতেকলমে শিখাইয়া দিবেন ?

:P :P :P :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

খালি ব্যান খাই বলেছেন: লুললে লুল।
তাইলে আন্ডারওয়্যারপৈরা লূংগি হাত হাতির ঝিল চৈলা আহেন :)

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

বৈরাম খাঁ বলেছেন: আমার লুঙ্গীর তলদেশ দিয়া ঢুকে না কেন? X( X( :-B :-B

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

খালি ব্যান খাই বলেছেন: ইন্দুর আছে যে ভিত্রে তাই :)

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

বুলবুল আহ্‌মেদ বলেছেন: ইহা লৈয়া চুদুর বুদুর কুনু রুপেই বরদাশ্ত করা হপে না X((

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

খালি ব্যান খাই বলেছেন: তাইলে কি লুঙি পইড়া লুটুর পুটুর বড়ধাষ্ত করা হপে...??? :-P :-P

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

দুঃখ বিলাসি বলেছেন: ;)

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

খালি ব্যান খাই বলেছেন: dhur mia.. apne lul............. :P

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

নাফীস কাজী বলেছেন: ক্লাস ১০-এ থাকতে আমি আবিস্কার করেছিলাম যে,

"পুরুষের লুঙ্গি ও মহিলাদের পেটিকোট (শাড়ির নিচে) পরাই এদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারন" B:-) B:-) B:-/

কারন, জনসংখ্যা বৃদ্ধির জন্য এই দুটো পোষাক খোলা লাগেনা ! খালি একটু আলগি দিয়ে তুললেই হয়। :P:P:P:P B-)B-);)

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

খালি ব্যান খাই বলেছেন: আপনেতো দেহি মিয়া ১০০% লুল :P:P

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

অতনু কুমার সেন বলেছেন: লুংগি হোক আপানর ,আমার সবার অহংকার।
জয় বাংলা ,বাংলাদেশ জিন্দাবাদ।

চেয়ার ম্যান ভাই আমারে একখান লুল সা্র্টিফিকেট দেওয়ার কথা আছিল :D :D :D :D :D

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

খালি ব্যান খাই বলেছেন: িএকখান লুল কমেন্ট দিলে না হয় বুঝতুম আপনি লুল

:P:P

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

বিডি আইডল বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

খালি ব্যান খাই বলেছেন: মিয়া হাসানোর টাকা দিয়া যান....

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

একজন আরমান বলেছেন:
সূচনা পড়িয়া আমার লুঙ্গি খুইলা যাবার উপক্রম হইয়াছে।

কেমন আছেন ভাই?
অনেক ব্যাস্ত মনে হয় আজকাল?

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

খালি ব্যান খাই বলেছেন: ভালু আছি...

শ্লার দুনিয়াডা বড়ই খ্রাপ...

কত্ত মজা করতাম ব্লগে... বাট এখন বাস্তবতা..... :(

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

চেয়ারম্যান০০৭ বলেছেন: কর্ছেন কি ?? মান ইজ্জত লৈয়া হাডুডু খেইলা দিলেন :!>

লুংগির আর ২-৪ টা বৈশিষ্ঠ তাইলে কৈয়াই যাই ;)

১। ইহা একটি স্বাভাব জাত বেঈমান পোশাক যাহা জায়গায় বে জায়গায় কর্তার সাথে খাড়ার উপ্রে বেঈমানি করে।

২। চুলকানি ওয়ালাদের কাছে প্রিয় পোশাক হৈলো এই লুংগি।খুলাখুলির কুনু ঝামেলাই নাই :)

৩। শীতের দিনে এই পোশাকের বিকল্প নাই।রাতে লেপ কম্বল ঘুমের ঘোরে সরে গেলে লুংগির গিট্টু খুইল্যা ইহা চাদরের ন্যায় ইউজ করা যায়।

৪। রাইতের বেলা ডাব চুরি করার ক্ষেত্রেও ইহার অবদান বেফুক।গাছের উপ্রে থাইকা ডাব ফালাইলে ইহা দ্বারা অনায়াসে ডাব ক্যাচ করা যায় B-))

৫। গরমের দিনে বেশী গরম লাগলে লুংগির গিট্টু লুজ করিয়া উথালপাথাল বাতাস কারা যায় যাহা তালপাতার বাতাসের চাইতে কুনু অংশেই কম নয়।

পরিশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে লুংগি একটি অমুল্য্ এবং জাতীয় সম্পদ।আসুন সবাই লুংগি খুলে মাথায় বেধেঁ দৃপ্ত কন্ঠে শপথ নেই

" বীর বাংগালী লুংগি পড়ো
নিশ্চিন্তে আয়েশ করো "

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

খালি ব্যান খাই বলেছেন: ইহাতে কিলাশ ফাইবের কুনু গন্দু পাওয়া যাচ্চেনা..

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

মাক্স বলেছেন: :P:P:P:P:P:P:P:P:P:P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৩

খালি ব্যান খাই বলেছেন: জিব্বা কাইটা রাকমু কইলাম

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

মানস সেন বলেছেন: হাসতে হাসতে লুংগী খুইল্যা গেলু

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

খালি ব্যান খাই বলেছেন: বেল্ট বাইধা দেন হাসন শুরু করেন...:P

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪০

খালি ব্যান খাই বলেছেন: পরী মানুষ এত হাসে নাকি...??

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

বাদল দিনের গান বলেছেন: এইরকম একটা পোস্ট আগেও পরছিলাম

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩

আশিক মাসুম বলেছেন: একজন আরমান বলেছেন:
সূচনা পড়িয়া আমার লুঙ্গি খুইলা যাবার উপক্রম হইয়াছে।



আমারও :P =p~

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৬

দি সুফি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

"লুঙ্গি ছিল, আমার এখন লুঙ্গি নাই,
আমার লুঙ্গি নাই!
লুঙ্গি ছাড়া আমি বড় অসহায়,
বড় অসহায়!" =p~ =p~

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০১

মনে নাই বলেছেন: মহান লুংগির পোষ্ট জটিল হয়েছে, কমেন্টস পড়ে হাসতে হাসতে লুংগি খোলার উপক্রম হয়েছে।

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

চলতি নিয়ম বলেছেন: সবচাইতে বড় এডভান্টেজ হইলো, আন্ডারঅয়ার ছাড়াই লুঙ্গী পড়া যায়। =p~

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

নীল আকাশ আর তারা বলেছেন: lungi=male version of peticoat =p~ =p~ =p~ =p~ =p~

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

বাবুর এস এস সি পরীক্ষা বলেছেন: দুইহাতে দুইখানা বাজারের থলে নিয়ে আসার সময় প্রবল বাতাসের বেগে যখন চেয়ারমেনের লুঙ্গিখানা উরিয়া যাইবে তখন কি হইবে উহা জাতি জানতে চায়?.....

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

ইখতামিন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

স্পাইসিস্পাই001 বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

বটের ফল বলেছেন: :) :) =p~ =p~ =p~ :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

তারছেড়া লিমন বলেছেন: কে বলেরে লুংগি নাই লুংগি সারা বাংলায়পরিশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে লুংগি একটি অমুল্য্ এবং জাতীয় সম্পদ।আসুন সবাই লুংগি খুলে মাথায় বেধেঁ দৃপ্ত কন্ঠে শপথ নেই

" বীর বাংগালী লুংগি পড়ো
নিশ্চিন্তে আয়েশ করো "

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: :P :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.