নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন ব্লগ [email protected]

এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি...

খালি ব্যান খাই

আপাতত বেকার আছি.... [email protected]

খালি ব্যান খাই › বিস্তারিত পোস্টঃ

খুব ভালো লাগলো লেখাটি তাই আপনাদের সাথে শেয়ার করলাম..

০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৬

ডিস্কভারি চ্যানেলে একটা অনুষ্ঠান দেখায় Man Vs Wild



অনুষ্ঠানের শুরুতেই, তাকে আফ্রিকার জঙ্গলে ফেলে দেয়া হয় ... সে সেখান থেকে হাত্রে-হুত্রে বেঁচে ফেরত আসে



...আগে মজা লাগত, এখন হাসি পায়



তোরে যদি আফ্রিকার জঙ্গলে না ফেলে, বাংলাদেশে ফেলে দেয়া যেত... তখন বুঝা যেত, তুই আদতে কতো বড় সারভাইভাল এক্সপার্ট



প্রথমেই তো মলম পার্টি, তোর লাগেজ উধাও করে ফেলবে



তারপর ... ডাব পার্টি; তোরে ধুতুরা বিষ খাওয়ায়ে, পরনের কাপড় নিয়ে যাবে



তারপর ... কিডনি পার্টি; বিস্কুট খাওয়ায়ে চেতনানাশ করে তোর ঘিলা কলিজা গুদ্দা সহ খুলে, সেগুলো তোর দেশেই এক্সপোর্ট করে দিবে



তারপর ... ফকির পার্টি; তোরে লুলা বানায়ে হলিক্রস স্কুলের সামনে থালা ধরায়ে বসায়ে দিবে



তারপর ... কঙ্কাল পার্টি; জীবিত অবস্থাতেই তোর কঙ্কাল বের করে, ইত্তেফাকের মোড়ে, মেডিক্যাল স্টুডেন্টদের কাছে বিক্রি করে দিবে



তখন তোর কঙ্কাল ছাড়া বডি, কাঁথার মত পড়ে থাকবে হলিক্রস মোড়ে



তারপর... ছাই পার্টি; তোরে কোলে করে সেখান থেকে উঠিয়ে নিয়ে, আগুনে পুড়ায়ে ছাই বানায়ে বিক্রি করবে



“এই ছাই নিবেন ছাই... সাদা ছাই”



... তুই যে ছাই হয়ে যাবি এটা হলো Best case scenario



আর Worst case scenario কি জিনিষ জানিস? যেটাতে এখন আমরা আছি... লাশ শীতলক্ষ্যায় ভেসে উঠা



আমার মেয়ে, তার ভেজা চোখ বারবার মুছেও আমার লাশ শনাক্ত করতে পারবে না



আমার ছোট মেয়ে, যাকে আমি সাঁতার শিখিয়েছিলাম; সে ধরতেই পারবেন না যে তার বাবা কেনও পানি থেকে মাথাটা, উঠতে পারেনি



বউ জানবে না ... ঠিকক কোন তারিখে আমার মৃত্যুবার্ষিকীটা, পালন করতে হবে



হোক না, তুই আমার দেশে ছাই হয়ে যাবি... কিন্তু, কিন্তু তোর দেশে তো তুই ঠিকই নিরাপদ



কিন্তু আমরা? পুরাই উল্টোটা না?



মৃত্যু নিয়েও ... একজনের ওয়ার্স্ট কেইস সিনারিও, কিভাবে আরেকজনের জন্য বেস্ট কেইস সিনারিও হয়?... বুঝি না



... আমি সাধারনত নেগিটিভ লিখি না... চারিদিকে পজিটিভ দেখতে চাই; সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে “গুম মর্নিং গাইয” দেখতে ইচ্ছে করে না



ইচ্ছে করে না দেখতে, দেশেকে কেউ মজা করে হলেও; ‘গুমোপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ ডাকছে



ইচ্ছে করে দেখতে; বাংলাদেশকে নিয়ে ডিস্কভারিতে এপিসোড হোক... কিন্তু সেটার নাম অবশ্যই অবশ্যই Man Vs Man না হোক



পজিটিভ কিছুই হোক



“এখনও আশাবাদী” ... হতে ইচ্ছে করে



লেখকঃ Arif R Hossain

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৫৮

আজীব ০০৭ বলেছেন: হা হা হা.........।

২| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:০৪

দালাল০০৭০০৭ বলেছেন: হা ;) =p~

৩| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:০৪

ঢাকাবাসী বলেছেন: দারুন লিখেছেন!

৪| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:০২

সোহানী বলেছেন: অসাধারন লিখেছেন লেখক আর আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য। সত্যিই তাই..... এর বেশী কিছু বলার নেই........

০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:১৪

খালি ব্যান খাই বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.