| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ মানুষ ..পড়েছি পুরকৌশল এ, কাগজে-কলমে বেকারত্ব ঘুচলেও স্বভাবে রয়ে গেছে। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আম্মা দেশের বাড়িতে,বাসায় তরকারি আছে তবে ভাত নাই,বলে গেছে রান্না করে নিতে,আমি এখন মহাবিপদে,কারণ আমি ভাত রান্না করতে পারি না,১ জনের কতটা চাল,কতটা পানি,কতক্ষণ রাখা লাগবে কি সমাচার,কেউ একটু বলে দিয়ে অধমকে উদ্ধার করেন,অনেক দোয়া পাবেন![]()
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২১
ফারহান দাউদ বলেছেন: তুমি রান্না পারো,তাই বইলা সবাই পারে নাকি? খিদা লাগলে না কান্নারও কিসু নাই![]()
২|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:১০
নাজিরুল হক বলেছেন: ![]()
ঐদিন দেখছীলাম কে যেন এই ভাত রান্না নিয়ে একটা পোষ্ট দিয়েছিল।
৩|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:১১
সিফাতরক্স বলেছেন: হোটেল থিক্কা ভাত কিন্না আনেন আর পারলে বাবুর্চির কাছ থিক্কা টিপস নিয়া আইসেন ।
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২০
ফারহান দাউদ বলেছেন: ভাই রাত ১১টায় হোটেলে পচা ভাত ছাড়া কিসু পামু না।
৪|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:১৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: হম , হোটেল থেকে কিনে আনো
৫|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: এইখানে আছে ভাতের রেসেপি
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২৩
ফারহান দাউদ বলেছেন: দেখি ট্রাই কইরা![]()
৬|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:১৬
মুনিয়া বলেছেন: হাহাহা, এই অবস্থা কেন? শেখেন শেখেন। দরকার হবে যখন তখন।
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২৪
ফারহান দাউদ বলেছেন: শেখার চেষ্টা করসি কয়েকবার,বারবারই ফেইল,পানিটা ঠিক কন্ট্রোল করতে পারি না,হয় জাউ হয়া যায় নাইলে পাথর হয়া পাতিলের তলায় লাগে।![]()
৭|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:১৭
সারওয়ার জামান চন্দন বলেছেন:
ফারহান ভাই একটা একটা করে চাল রান্না করতে পারেন এতে ভাত গলে যাবার সম্ভাবনা ১০০% নাই। ![]()
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২৮
ফারহান দাউদ বলেছেন: দূর ভাই গরিবরে নিয়া খালি রসিকতা করেন![]()
৮|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:১৯
একরামুল হক শামীম বলেছেন: ভাইজান ভাত রাইন্ধা আর কি অইবো। চইলা আসেন আমার বাসায়। বেশ ভাত আছে। একসাথে খাওয়া যাইবো। ![]()
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২৫
ফারহান দাউদ বলেছেন: আমি বাসার পাহারাদার আজকে,আসার উপায় নাই,আপনে খাওয়া নিয়া চইলা আসেন![]()
৯|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২২
প্যাঁচনাই বলেছেন: ২৫০ গ্রাম চাল ,১.৫ লিটার পানি ,৩৫ মিনিট সময় ,জাউ হয়ে গেলে চিনি আর দুধ দিবেন
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২৮
ফারহান দাউদ বলেছেন: এইটা আবার কিসের রেসিপি? পায়েস নাকি?
১০|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২৫
সাঈফ শেরিফ বলেছেন: দাউদ, এখনও পাশ করো নাই? তোমার ব্যাচ তো বের হয়ে গেছে।
করো কি এখন?
রান্না না পারাটা এখন মেয়েদের জন্য গর্বের বিষয়, আর ছেলেদের জন্য লজ্জার বিষয়।যুগের দোষ, আমাদের কোন হাত নাই এতে।
১৭ ই মে, ২০০৮ রাত ১১:২৭
ফারহান দাউদ বলেছেন: পাশ করসি,চাকরিও করি একখান![]()
আপাতত খিদার কষ্টে আসি,আম্মা একবেলা বাসায় না থাকলেই টের পাওয়া যায়![]()
১১|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৩০
ক্যামেরাম্যান বলেছেন:
১. বাসা থেকে বের হন
২. মোড়ের দোকানে যান
৩. এক প্যাকেট ৩ মিনিট নুডলস কিনেন
৪. বাসায় আসেন
৫. প্যাকেটের নিয়ম পড়েন
৬. নিয়মানুযায়ী রান্না করেন
৭. খেয়ে ফেলেন
ভাতই খাইতে হবে এই দিব্বি আপনারে কে দিসে ???
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৩৪
ফারহান দাউদ বলেছেন: নুডলসও রানতে পারি না![]()
১২|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৩০
আরিফুর রহমান বলেছেন: কেউ ভাইজানের মনের কতাডা কৈয়া দিলো না...
বেহা করতে হবেরে ভাই, এইসবের জন্য পার্টনার লাগে...
মা কি সেইজন্যই দেশে গেছে? (পাত্রী খুঁজতে?)
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৩৪
ফারহান দাউদ বলেছেন: না,মায়ের ঐদিকে খেয়াল নাই![]()
১৩|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৩২
মেহরাব শাহরিয়ার বলেছেন: ক্যামেরাম্যানের কথাটা বলার জন্যই ঢুকলাম ।
দোকান খোলা থাকতে থাকতে গিয়ে ১২ টাকা দিয়া নুডলস কিনে খাও , ঝামেলা খতম ।
একটু পরে কান্নাকাটি করতে পারবা না
১৪|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৩৪
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৩৫
ফারহান দাউদ বলেছেন: দেখি ফিল্ডে নামলাম,ফলাফল ঘোষণা কইরা যাব ৩০ মিনিট পরে![]()
১৫|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৩৬
আরিফুর রহমান বলেছেন: হমমম. আপ্নেরা এখনো বুজতারলেন না, এতো রেছিপি দেওনের পরেও উনি ঐদিকে যাতৈছেন না।
তার জন্য পাটনারের বন্দোবস্ত করা হৌক!
১৮ ই মে, ২০০৮ রাত ১:২০
ফারহান দাউদ বলেছেন: হ,খালি আপনেই বুঝলেন![]()
১৬|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৩৯
ক্যামেরাম্যান বলেছেন:
আ মর জ্বালা! আপনারে দেখি এখন পানি গরম করার রেসিপি দেয়া লাগবে।
১৮ ই মে, ২০০৮ রাত ১:২২
ফারহান দাউদ বলেছেন: আরে ভাই,রানতে পারি না এখন কি করমু?![]()
১৭|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৪১
সারওয়ার জামান চন্দন বলেছেন:
আপ্নের কষ্টে আমি খাইতে যেতে পারছি না...
আমি কিন্তু ভাত আর নুডলস দুটোই ভাল রাধতে পারি,
বাধ্য হয়ে শিখে গেছি, কাঁহাতক ঝামেলা আর কে করে ![]()
১৮ ই মে, ২০০৮ রাত ১:২১
ফারহান দাউদ বলেছেন: আজকে আমিও শিখলাম![]()
১৮|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:৫৩
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: কেউ একজন বৈলা দেন যে সবকিছুর আগে চুলা কৈলাম জ্বালন লাগ্বো... নাইলে সারারাইত টিরাই মার্লেও কোন ফয়দা হৈব না ![]()
১৮ ই মে, ২০০৮ রাত ১:২৩
ফারহান দাউদ বলেছেন: অনেক কষ্টে ম্যাচ খুঁইজা বাইর করসি,রান্নাঘর তো পুরাই মায়ের সম্পত্তি,কই যে কি রাখে![]()
১৯|
১৮ ই মে, ২০০৮ রাত ১২:১৬
আলী আরাফাত শান্ত বলেছেন: হে হে হে শিখ্খা লই ।
১৮ ই মে, ২০০৮ রাত ১:২৮
ফারহান দাউদ বলেছেন: হ,ব্লগের রেসিপি পোস্টগুলার ১টা সংকলন কইরা স্টিকি কইরা দেয়া দরকার।
২০|
১৮ ই মে, ২০০৮ রাত ১:২৫
ফারহান দাউদ বলেছেন: ভাত রান্নার ফলাফল মোটামুটি পজিটিভ,তেমন ১টা ঝরঝরা হয় নাই তবে জাউও হয় নাই পাতিলের তলাতেও লাগে নাই
এখন খাইতে বসছি,যেসব মহৎ ব্যক্তিবর্গ অধমের খিদার কষ্ট বুইঝা রেসিপি এবং পরামর্শ দিয়া সাহায্য করলেন সবার কাছে দিল থাইকা কৃতজ্ঞতা থাকল![]()
২১|
১৮ ই মে, ২০০৮ ভোর ৪:০০
মোসতাকিম রাহী বলেছেন: আবুধবাবি আসার পর আমিও পড়েছিলাম এই সমস্যায়। এখনো মোটামুটি তিনটা জিনিস সেদ্ধ করতে পারি: ভাতসেদ্ধ, ডিমসেদ্ধ, আলুসেদ্ধ।
মা কি ফিরে এসেছেন? মাকে সালাম।
১৮ ই মে, ২০০৮ ভোর ৫:১৯
ফারহান দাউদ বলেছেন: মা বাসায় না থাকলে বুঝা যায় কত বড় ঝামেলা থেকে সবসময় বেঁচে থাকি
ভাত খাইতে পারসি রাত ২টায়
না আসে নাই,কালকে আসবে,আপনার সালাম পৌঁছে দেব।
ভাবসিলাম পোস্ট টা সাময়িক হবে,কিন্তু এখন মনে হইতাসে আমার মত আরো ২-১ জন অকর্মা ব্লগে থাকতেও পারে,তাদের জন্য রেখেই দেই।
২২|
১৮ ই মে, ২০০৮ ভোর ৫:৩৫
মিরাজ বলেছেন: ফারহান, ভবিষ্যতের কথা মাথায় রেখে কালকেই সিদ্দিকা কবীর এর বইটা কিনে ফেলেন ভাইজান । কয়েকদিন বিভিন্ন রেসিপি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর দেখবেন, রান্না করা হলো পৃথিবীর সহজতম কাজের একটি । ![]()
২৩|
১৮ ই মে, ২০০৮ ভোর ৫:৪০
মৈথুনানন্দ বলেছেন:
ম্যাগি খান!! সময় বাঁচান!! টিং টং!!!!! কৈ শক???????????? ![]()
২৪|
১৮ ই মে, ২০০৮ ভোর ৫:৪৫
একরামুল হক শামীম বলেছেন: ![]()
![]()
খাওয়া কেমন হলো? ![]()
১৮ ই মে, ২০০৮ ভোর ৫:৫১
ফারহান দাউদ বলেছেন: জ্বি আপনাদের দোয়ায় বেশ ভাল,আর হাঙ্গার ইজ দ্য বেস্ট সস![]()
২৫|
১৮ ই মে, ২০০৮ ভোর ৬:০৬
নেমেসিস বলেছেন:
ফারহান দাউদ
খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
>>> লাভ নাই । এই লোক মহা আইলস্যা । নিজের প্রোফাইলও আপডেট করে না আইলসামির জন্য । আইলসার একমাত্র সলুশন বিয়া ![]()
১৯ শে মে, ২০০৮ সকাল ১১:০১
ফারহান দাউদ বলেছেন: পুরকৌশলে এখনো পড়তাসি,এমএস করি,আর আজকে চাকরি ছাইড়া দিতাসি বসের লগে কাইজা কইরা,কাজেই বেকার তো বটেই
আর বেকারের কাসে আজকাল কেউ বিয়া দেয় না![]()
২৬|
১৮ ই মে, ২০০৮ দুপুর ১২:০৩
সারওয়ার জামান চন্দন বলেছেন:
আজ খিচুড়ী পাকালাম উইথ চিংড়ি
১৯ শে মে, ২০০৮ সকাল ১১:০২
ফারহান দাউদ বলেছেন: আপনি তো দেখি খানদানী শেফ,আপনের বউয়ের পোয়াবারো![]()
২৭|
১৮ ই মে, ২০০৮ দুপুর ২:২০
মুনিয়া বলেছেন: যাক রান্না ভালো করতে পেরেছেন জেনে ভাল লাগল। রান্না একটা আর্ট। সবাই পারে না। এঞ্জিনিয়ারদের জন্য তো আরও কঠিন। আর্কিটেকচার অবশ্য আর্টের কাছাকাছি। হাহাহা
১৯ শে মে, ২০০৮ সকাল ১১:০৪
ফারহান দাউদ বলেছেন: রান্না আর যেই পারুক আমি পারি না
খুব ভাল হইসে তা না,তবে ভাতটা আগের চেয়ে ইমপ্রুভ করেছে
আপনে তাইলে রান্না পারেন ভালো,নাকি? আর্কিটেকচার যখন আর্টের কাছাকাছি?![]()
২৮|
১৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
প্রণব আচার্য্য বলেছেন: হি হি হি
হোটেলে যান
আর অর্ডর দ্যান... রান্নার ঝামেলার দরকার কি?
কেমন আছেন দাউদ ভাই?
১৯ শে মে, ২০০৮ সকাল ১১:০৫
ফারহান দাউদ বলেছেন: রাত ১১টার পরে হোটেলে ভাত পাওয়া যায় না![]()
ভাল নাই,আজকে থেকে আবার বেকার![]()
২৯|
১৯ শে মে, ২০০৮ সকাল ৯:২৬
ফেরারী ফেরদৌস বলেছেন: ভাত রান্না খুব কঠিন কাজ। আমিও পারি না। এক্কেবারে গলে একাকার হয়ে যায়...।।.। ![]()
১৯ শে মে, ২০০৮ সকাল ১১:০৬
ফারহান দাউদ বলেছেন: আবার কয়! তারপরে পাতিলের তলায় লাগলে ঐটা সাফ করা ব্যাপক ঝামেলা।
৩০|
১৯ শে মে, ২০০৮ সকাল ১১:১৪
অনিকেত বলেছেন: ভাত খাওয়ার কি দরকার, আলু খান, সিদ্ধ করেন আর খায়া ফালান
১৯ শে মে, ২০০৮ সকাল ১১:২৩
ফারহান দাউদ বলেছেন: মইনের আলু ক্যাম্পেইন দেইখা আমার আবার আজকাল আলুতে একটু অ্যালার্জি হইসে![]()
৩১|
২২ শে মে, ২০০৮ রাত ১২:৫৪
শাওন বলেছেন: আমি দিতাম কিন্তু দিলাম না । হেহে
ভাত হইবো না ভুনা খিচুড়ির মত ল্যাপটায় যাইবো খিক খিক
২২ শে মে, ২০০৮ রাত ১:১৭
ফারহান দাউদ বলেছেন: জিনিসটা তাইলে কি নাম দেয়া হবে? ভাচুড়ি?
৩২|
২২ শে মে, ২০০৮ রাত ১:৩০
একরামুল হক শামীম বলেছেন: ![]()
![]()
![]()
৩৩|
২২ শে মে, ২০০৮ রাত ১:৩২
রাতমজুর বলেছেন:
বনানী চৈলা আসেন।
২২ শে মে, ২০০৮ রাত ১:৩৬
ফারহান দাউদ বলেছেন: এরপরের দিন খাদ্যাভাবে পড়লেই আইসা পড়ুম,মনে থাকল।
৩৪|
২২ শে মে, ২০০৮ রাত ৮:৫৪
শফিউল আলম ইমন বলেছেন: দূর মিয়া আগে কইবা না।
এক কাপ চালে দেড় কাপ পানি লাগে।
যাইহোক, লং টার্ম চিন্তা করলে তোমার একটা বিয়া করা উচিত।![]()
![]()
![]()
পছন্দের মেয়ে থাকলে খালাম্মারে জানাইয়া দাও নাইলে আমারে কও আমি দেহি.....![]()
![]()
আমার বন্ধুরা কয় আমি বিয়ে করার পর বউরে নাকি পিটামো। হা হা হা।
কেন জানো??? আমি রান্নার ব্যাপারে বেশী খুতখুতে।
বউরে আমার কাছে থেকে রান্না শিখতে হবে।![]()
![]()
![]()
২৩ শে মে, ২০০৮ রাত ১:২২
ফারহান দাউদ বলেছেন: আপনের রেসিপিতে রানলে তো মাড়ওয়ালা ভাত হইব,আমি মাড় রাখতে চাই না,এইজন্য মাড় ফেলে দেয়া রেসিপি ফলো করসি![]()
আর আমার চিন্তা বাদ দেন,আপনে যে মন্তব্য করসেন,নারীবাদীরা শুনলে আপনেরে ডাইরেক্ট ফাঁসিতে ঝুলাইবো![]()
৩৫|
২২ শে মে, ২০০৮ রাত ৯:৫৭
হৃদছায়া বলেছেন: আমার আম্মুও একবার কিছুদিনের জন্য বাইরে ছিলো
তখন ভাত রান্না করা তো শিখেছি, ডালটাও শিখে গেছিলাম। ডালটা খালি একটু পানসা লাগতো এই আরকি। তো এই দুটা যখন শিখে গেছি, একদিন ভাবলাম খিঁচুড়ী রাঁধি। আমার এক বন্ধু বলে সে নাকি খিঁচুড়ী রাঁধায় ওস্তাদ। ওর কাছ থেকে শুনলাম খিঁচুড়ীর মত সোজা জিনিস নাকি আর নাই। খালি ডাল যেভাবে রাঁধতে হয় তার সঙ্গে নাকি চাল দিয়ে দিলেই হবে। তো এই রেসিপি ধরে খিঁচুড়ী রাঁধলাম, খেতে যা হল- তাতে খিচুড়ীর কে খিচুড়ী না বলে ডাল-চচ্চড়ি বললেই খিচুড়ীর মান-সম্মান রক্ষা হয়।
২৩ শে মে, ২০০৮ রাত ১:২৩
ফারহান দাউদ বলেছেন: ডাল-চচ্চড়ি তো ভাল জিনিস,ঐটা বানানোও ১টা আর্ট![]()
৩৬|
২৯ শে মে, ২০০৮ রাত ৩:২০
নিলা বলেছেন: বলে কি!!!!!!!!! ভাত রান্না করতে জানে না!!!
যাক আমি তো অন্তত ভাত রান্না করতে জানি। আমার চেয়ে দেখি আরো অনেকের খারাপ অবস্থা ![]()
২৯ শে মে, ২০০৮ সকাল ১১:৩০
ফারহান দাউদ বলেছেন: এখন তো আধাআধি জানি,পুরা না হইলেও। আর আমি ডিমভাজি করতেও জানি![]()
৩৭|
০৮ ই জুন, ২০০৮ রাত ৯:০১
তানজিলা হক বলেছেন: সব থেকে কঠিন কাজ হলো ভাতের মাড় ঝরানো
আমার বা হতে ২ বার মাড় পরছে মাড় ঝরাতে গিয়ে।
আমি ভাবছি কখনো যদি পাসপোর্ট করতে যাই তাহাদের চিন্হ হিসেবে এইটা দেখাবো কেননা আমার মনে হয় এই চিন্হ কোন দিন মুছবে না![]()
০৯ ই জুন, ২০০৮ রাত ২:০৬
ফারহান দাউদ বলেছেন: আমার আম্মার ১টা মাড় ঝরানোর ৩ ঠ্যাংওয়ালা কিজানি ১টা আচে,ঐটার উপর রেখে মোটামুটি ১টা ঠেকা দিয়ে কাজ চলে যায়![]()
৩৮|
০৮ ই জুন, ২০০৮ রাত ৯:০৪
মানুষ বলেছেন: ভাতের মাড় ঝরানোর দরকার কি? পরিমান মতো পানি দিলে কোন দরকার হয় না এসব বাড়তি ঝামেলার @ জিলাপী
৩৯|
০৮ ই জুন, ২০০৮ রাত ৯:০৬
তানজিলা হক বলেছেন: হু
মাড়া না ঝরিয়ে যেই ভাত রান্না হয় ঐটা খেতে গেলে আমার ওয়াক ওয়াক হয়![]()
০৯ ই জুন, ২০০৮ রাত ২:০৭
ফারহান দাউদ বলেছেন: একমত।
৪০|
০৮ ই জুন, ২০০৮ রাত ৯:০৯
মানুষ বলেছেন: তাহলে আর কি, হাত পোড়াও
০৯ ই জুন, ২০০৮ রাত ২:০৮
ফারহান দাউদ বলেছেন: আমার পুড়ে নাই,হেহেহে![]()
৪১|
০৮ ই জুন, ২০০৮ রাত ৯:১৫
অক্ষর বলেছেন:
rice cooker-এ দুই কাপ চাল নিয়ে ধুবেন
এরপর চালের উপর আঙ্গুলের এক কড়া সমান পানি নিবেন
ঢাকনা দিয়া switch on কইরা ২০ মিনিট অপেক্ষা করেন
ভাত রান্না শেষ
এইবার খান
আর এতো কস্ট না করতে চাইলে ভাত ডাউনলোড কইরা নেন
০৯ ই জুন, ২০০৮ রাত ২:০৭
ফারহান দাউদ বলেছেন: রাইসকুকার থাকলে এত কাহিনী করতাম নাকি?![]()
৪২|
০৮ ই জুন, ২০০৮ রাত ১১:৩০
মেহরাব শাহরিয়ার বলেছেন: হু , কথা ঠিক ।
পরিমাণ মত পানি দিলেই মাড় ফেলার ঝামেলা নাই । আর মাড় ফেলাটাও ঠিক না ।
তবে ফেলতে চাইলে পাত্রের উপরে বিশেষ কৌশলে ফু দিতে হয়
০৯ ই জুন, ২০০৮ রাত ২:০৮
ফারহান দাউদ বলেছেন: বেশি পুষ্টির দরকার নাই,কিন্তু আমি তো ফুঁ ছাড়াই মাড় ফেললাম![]()
৪৩|
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১২:৩৭
প্রতীক্ষা বলেছেন:
'ভাত রান্নার ফলাফল মোটামুটি পজিটিভ,তেমন ১টা ঝরঝরা হয় নাই তবে জাউও হয় নাই পাতিলের তলাতেও লাগে নাই'
ভাল রান্নার জন্য একটি +
কতবার যে রান্না করতে যেয়ে হাতের দশটা আঙুলিই পুড়িয়েছি!
১১ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩০
ফারহান দাউদ বলেছেন: আঙ্গুল পোড়েনি একবারও, তবে জিনিসটা এখনো ঠিক রপ্ত হয়নি। কাজটা কঠিন। ![]()
৪৪|
১১ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৩৯
প্রতীক্ষা বলেছেন: ওকে, ডোন্ট ওয়ারি!
অভ্যাস নাই দেখে হয়নি! অথবা প্রয়োজন নাই দেখে হয়নি!জটিল কঠিন মনে হচ্ছে!
প্রাকটিস মেইকস এ্যা ম্যান পারফেক্ট!
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪৫
ফারহান দাউদ বলেছেন: আপাতত শখ মিটে গেছে।
৪৫|
১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৫
বাবুনি সুপ্তি বলেছেন: এক ভাত নিয়ে এত কিছু হয়ে গেছে!
২৬ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২০
ফারহান দাউদ বলেছেন: ভাত বাঙ্গালির প্রধান খাদ্য, এইটারে অবহেলা করার কিছু নাই। ![]()
৪৬|
২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৮
সাহাদাত উদরাজী বলেছেন: দেখে গেলাম।
৪৭|
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৫:২৮
shaontex বলেছেন: ভাই রান্না কি হইছে
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০০৮ রাত ১১:১০
মেহরাব শাহরিয়ার বলেছেন: চাল ধোও ভালো করে ।

তারপর যতটুকু চাল , তার ডাবল পানি নিয়ে চুলায় দিয়া দাও । (তুমি যে পরিমাণ খাও , দেড় কাপের বেশি লাগবে না চাল)।
পানি শুকায় গেলে লাস্টের দিকে জ্বাল কমায় দাও ।
এটা হলো মাড় না ফেলে ভাত(মাড় ফেললে পুষ্টি চইলা যায়)
মেজাজ খারাপ করা পোস্ট , কারণ ভাত রান্নার জন্য কান্নার দরকার নাই