নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

একদীঘি চুমু কলঙ্ক হয়ে যায়

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪




এত মন্থর রাত
অনেক রাস্তা গড়িয়ে বিকেল
মিথ্যে লুটোপুটি বারান্দায় রৌদ্দুর
পাখির ছায়া নেচে বেড়ায়
ধানশালিকের উঠোন জুড়ে

জলদি এসো রাত জাগি
মোমের মত গলে গলে……




সকাল হবে, সকাল হল ,তুমি গ্রীষ্ম
আবার-মৃত্যুমানুষ হন্তদন্ত
দগ্ধে কাঁপে বুকের জমি , আকাশ থেকে
ঝুড়ির দোলনায় দোলার জন্য আড়াই বছর

সকাল নাই দুপুর নাই রাত্রি নাই
ভোরের জন্য মিথ্যে আপেক্ষায়
চোখ বুজে শুয়ে থাকা
নিশ্বাস না নেওয়া ঝড়ের মত……



তোমার ভাবনা বালিশে জন্মায়
লোমশ বুকে স্তনের হাসি
নীল-পুড়ে-বিষ রোদ বেগুনি ।

মুখস্ত করি-
সেই সব কথা মনে পড়ে যা
রাস্তার পাশে কূয়াশা
দাঁড়িয়ে আছে তোমার চুমু
সকাল থেকে সন্ধ্যা ……


মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

হায়দার সুমন বলেছেন: দারুন সব শব্দমালা

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল:)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

জটায়ু. বলেছেন: দারুণ

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

বিদগ্ধ বলেছেন: কবিতাগুলো ভালো লেগেছে।

আপনার নামের পাশে বাংলাদেশী পতাকা থাকাতে কোন সমস্যা হচ্ছে না তো? বিজয়ের শুভেচ্ছা!

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

দেবজ্যোতিকাজল বলেছেন: কিসের অসুবিধা । আমার পূর্বপুরুষের বাড়ি ছিল বাংলাদেশেই । বাঙালের রক্ত আমার শরীরের আছে । আর কোন দেশের জাতীয় পতাকে অবমাননা করা মানে সে মানুষের মধ্যে পরেনা ।
:)জয় বাংলা:)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

বিদগ্ধ বলেছেন: ++কিসের অসুবিধা। আমার পূর্বপুরুষের বাড়ি ছিল বাংলাদেশেই। বাঙালের রক্ত আমার শরীরে আছে।++

খুশিতে প্রাণ ভরে গেলো! অবশ্যই জয় বাংলা :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: আমার আর একটা কবিতা আছে এই আইডিতে 'ঢাকার রাজপথে কলম মিছিল ' প্লীজ কবিতা পড় :D:D:D

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: আপনার কি বই বের হয়েছে?

কবিতায় ভালো লাগা। +। সুন্দর হয়েছে।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

দেবজ্যোতিকাজল বলেছেন: হ্যাঁ বেড়িয়েছে 'বৃষ্টি কথা ' নামে কাব্যগ্রন্থ আর ছোটগল্পের বই 'বাসতাম ,আজও ভালবাসি ' নামে :):):)

ভাললাগল ,মতামত জানানোর জন্য । :D:D:D:D:D:D

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৫

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে কবি

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ:( শুভরাত্রি :D

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

নির্বাসিত_নির্বাক বলেছেন: " জলদি এসো রাত জাগি
মোমের মত গলে গলে" - কেমনে পারেন ভাই.। ঈর্ষা হয়.। আপনাগো লেখনি দেইখা.। অসাধারণ লাগলো.। ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: :Dধন্যবাদ মতামত দেবার জন্য:):):)

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

কাজী মেহেদী হাসান। বলেছেন: রাত জাগি
মোমের মত গলে গলে…… মুগ্ধ হবার মতো লাইন

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল :)

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *নমস্তে পুনঃরপি নমস্তে-নমঃ নমঃ ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২

দেবজ্যোতিকাজল বলেছেন: নমঃ নমঃ :)
প্রথমে জানতে ইচ্ছা করছে,আপনার বাড়ি কোথায়?
আর আপনার মূল্যবান মতামত দেবার জন্য নমঃ নমঃ:D:D:D

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার লিখেছেন। পড়ে ভাল লাগল।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমরা সঙ্গে ভেবে আনন্দ পায়:-/
আমিও আছি তোমাদের সঙ্গে :(
শুভরাত্রিরশুভেচ্ছারইল[]

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫১

দ্যা লায়ন বলেছেন: এগুলো কোন ধরণের সাহিত্য ? সবাই কি বুঝে বলছে?কেন আমাকে এইভাবে লিখতে হবে ? নাহয় লিখলেন আমিও পড়লাম,তারপর?
মেধা থাকলে কাজে লাগান,নিজের জন্য সবার জন্য।নারীর শরীর নিয়ে ঘাটাঘাটি করলে জাতীর কি উপকার হয় আমার জানা নেই।

এখানে আরো দেখেছি নারীর ব্রা পেন্টি নিয়ে লেখে আবার কেউ কেই বাহ বাহ করে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রকৃত ছাড়া সাহিত্য হয় না :(

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

ফ্রাঞ্জ কাফকা বলেছেন: ভালো ছিল, বেশ ভালো!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল আছ:Dভালথেকো:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.