নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
প্রাচীন ইতিহাস
⇣
গুপ্ত শাসন
⇣
গুপ্তোত্তর কাল
⇣
পাল সাম্রাজ্য
⇣
সেন রাজবংশ
⇣
স্বাধীনতার পূর্বে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু দের ওপর নিদারুন নির্যাতন চলেছে পাকিস্তানী হানাদার বাহিনী ও তার সহযোগী রাজাকার,আলবদর নামে ইসলামি পন্থী মানুষরুপী পশু যে নিদারুন গণহত্যা যজ্ঞ চলিয়েছে ও বাংলার মা বোনেদের ওপর যে পাশবিক নির্যাতন হয়েছে তা যেকোনো সভ্য জগত এরই লজ্জা
তারপর থেমে থাকেনি বাংলার মানুষ ভারতের সহায়তাই দীর্ঘ ৯ মাস রক্ত দেয়ার পর স্বাধীনতা আসে নতুন দেশের জন্ম হয় আন্তর্জাতিক সীমানার জন্ম হয়ই ভারত বর্ষের সাথে
বাঙ্গালী হিন্দুরাও একই সাথে যুদ্ধে ঝাপিএ পড়েছিল ,৫২ ই ভাষা আন্দোলন গড়ে তুলেছিল ,পাকিস্তান পার্লামেন্ট এ সর্বপ্রথম বাঙ্গালী হিন্দু বাংলা ভাষার দাবিজানিয়ে ছিল স্বাধীন বাংলাদেশএ নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিল সে দেশের হিন্দু মানুষ লক্ষ লক্ষ সংখ্যালঘু সর্বহারা হয়ে ভারতে আশ্রয়ী হয়েছিল ।
আজ এত বছর পরে এত বলিদান সত্তেও এখন প্রকৃত অর্থে মুক্তি মেলেনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু মানুষের ।
আজও একই ভাবে ,মন্দির ভাঙ্গা ,ধর্ষণ ,সম্পত্তি দখল ,লুঠ পাঠ ,দেশ থেকে বিতারন ,নির্বিচার এ চলছেবাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে দেয়ার প্রয়াস এবং অনুপ্রবেশ আর হিন্দু বিতারনের মাধ্যমে ভারতবর্ষ বৃহৎ অংশের সার্বিক ক্ষতি করার সুক্ষ প্রয়াস বাংলাদেশের মাটিতে আজও বর্তমান ;
তাই আজও আমাদের লড়াই শেষ হইনি এখানেই আমরা থেমে থাকব না , কারন আমাদের বাংলা মায়ের কোল আমাদের ভারতীয় সেনা ও বাঙ্গালী হিন্দু পরিবারের রক্তে রঞ্জিতআমরা ভুলিনিআজও ভারত বর্ষের মাটিতে কোটি মানুষ অসহায় দিনযাপন করছে , অনেক অদৃষ্টের হাত এ ভাগ্য ছেরে দিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ধর্মান্ধের কি দেখলে । কিছু সত্য কথা লিখেছি । আমি যদি কিছু মিথ্যা লিখে থাকি তার প্রতিবাদ কর । ধরিয়ে দাও কি মিথ্যা লিখেছি ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
নতুন বলেছেন: আমি বাংলাদেশের হিন্দু বলছি, " কোথায় আমার দেশ "?
দেব আমাদের দেশের হিন্দু, মুসলমান,বৌদ্ধ, খৃস্টানরা যেই সম্প্রিতিতে থেকে সেটা তোমরা ভারতে কল্পনাও করতে পারোনা।
স্বাধীনতার পূর্বে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘু দের ওপর নিদারুন নির্যাতন চলেছে পাকিস্তানী হানাদার বাহিনী ও তার সহযোগী রাজাকার,আলবদর নামে ইসলামি পন্থী মানুষরুপী পশু যে নিদারুন গণহত্যা যজ্ঞ চলিয়েছে ও বাংলার মা বোনেদের ওপর যে পাশবিক নির্যাতন হয়েছে তা যেকোনো সভ্য জগত এরই লজ্জা
পাকিস্তানের সেনারা সবাইকেই হত্যা করেছে। এদের সবাইকে বোঝানো হয়েছিলো যে সবাই ভারতের সাথে আতাত করে সবাই মুসলমান থেকে খারেজ হয়ে গিয়েছিলো। এটা রাজনিতিক হত্যা...ধমী`য় হত্যা না।
আমাদের যুদ্ধের সময়ে ৭ সেক্টরের একজন কমান্ডারও হিন্দু ছিলেন...তাকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়েছে। Click This Link
আরেকটা বিষয় হলো আমাদের দেশে খুবই ছোট্ট একটা সংখ্যা আছে, অল্প কিছু এলাকা আছে যেখানে এই রকমের হামলা হয়ে থাকে, পুজার মন্ডপে ভাঙ্গচুর করা হয়ে থাকে...
আর সেটাও যে কিছু মানুষ নেতা হবার জন্য বা বাইরের দেশের সহানুভুতি পাবার জন্য করে না তার সম্ভবনা কম না।
কিছুদিন আগে হেফাজত আর আয়াওমিলীগের ধাওয়া পাল্টাধাওয়ার মাঝে কোরান পুড়িয়েছে মানুষ... এটা নিশ্চই হিন্দুরা এসে করেনাই। করেছে মুসলমান নামীরাই...
আমাদের সমাজে এসে দেখে যাও যে হিন্দুরা কেমন ভাবে থাকে।
রাজনিতিক কথায় বিশ্বাস না করে নিজে খোজ নিয়ে দেখ আসলে সমাজে সবাই কেমন আছে।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
আরজু পনি বলেছেন:
শিরোনাম...আমি বাংলাদেশের হিন্দু বলছি, " কোথায় আমার দেশ "?...পছন্দ হয়নি ।
নিজেকে অসাম্প্রদায়িক মানুষ মনে করি......হিন্দু মুসলমান কথকতায় যেতে চাই না ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
দেবজ্যোতিকাজল বলেছেন: আমিও চাই সব মানুষ , মানুষ হিসেবে বাঁচুক । কিন্তু কেউ চাইলেই তো তা হবে না । তারজন্য কাজ করতে হবে ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
প্রবাসী পাঠক বলেছেন: আজও একই ভাবে ,মন্দির ভাঙ্গা ,ধর্ষণ ,সম্পত্তি দখল ,লুঠ পাঠ ,দেশ থেকে বিতারন ,নির্বিচার এ চলছেবাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে দেয়ার প্রয়াস এবং অনুপ্রবেশ আর হিন্দু বিতারনের মাধ্যমে ভারতবর্ষ বৃহৎ অংশের সার্বিক ক্ষতি করার সুক্ষ প্রয়াস বাংলাদেশের মাটিতে আজও বর্তমান ;
বাংলাদেশ ভারত এর কি ক্ষতি করছে একটু বিস্তারিত লিখুন তো।।
তাই আজও আমাদের লড়াই শেষ হইনি এখানেই আমরা থেমে থাকব না , কারন আমাদের বাংলা মায়ের কোল আমাদের ভারতীয় সেনা ও বাঙ্গালী হিন্দু পরিবারের রক্তে রঞ্জিতআমরা ভুলিনি
আমাদের মুক্তিযুদ্ধে কতজন ভারতীয় সেনা নিহত হয়েছিল?
আজও ভারত বর্ষের মাটিতে কোটি মানুষ অসহায় দিনযাপন করছে , অনেক অদৃষ্টের হাত এ ভাগ্য ছেরে দিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে ।
এই লাইন দিয়ে কি বুঝাতে চেয়েছেন? কারা বাংলাদেশে ফেরত আসছে?
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: যেসব বাংলাদেশি হিন্দু ভারতে এসেছিল তারাই আবার অনেকে বাংলাদেশে চলে যাচ্ছে ভারত থেকে ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
নতুন বলেছেন: লেখক বলেছেন: ধর্মান্ধের কি দেখলে । কিছু সত্য কথা লিখেছি । আমি যদি কিছু মিথ্যা লিখে থাকি তার প্রতিবাদ কর । ধরিয়ে দাও কি মিথ্যা লিখেছি ।
আমার বয়স ৩৬ বছর... ২৬ বছর দেশে কাটিয়েছি...
আমার বন্ধুদের মাঝে হিন্দু, খৃস্টানও ছিলো। তারা সব সময়ে আমাদের ঈদের সময়ে আমার বাসায় দুপুরের খাবার খেতো।
আমার আচায` বন্ধুর দাদির শ্রাদ্ধে শহরের এলিট হিন্দুদের আমরাই খাইয়েছি। একজন প্রশ্ন করেছিলো যে আচায` বাবু এটা কি করলো। মুসলমানের হাতে খাবার খাওয়ালো??? সেখানেই আরেক জন তার কথার প্রতিবাদ করেছিলো...যে মুসলমানের উতপাদিত সবকিছু খাবেন, দোকানে বাজার করবেন..আর তারা উঠিয়ে দিলে সমস্যা??
দেব বাংলাদেশের হিন্দুরা তোমাদের দেশের হিন্দুদের চেয়েও ভালো আছে এটা যেনে রাখো।
আমাদের দেশের হিন্দুদের কোন কিছুই খেতে আমরা নিষেধ করিনাই। ( ভারতে গরু খাওয়া নিষেধ করেছো তোমরা)
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
কালীদাস বলেছেন: আপনারে আপনি দিয়া এড্রেস করছি এরকম বিখাউজ পোস্টের পরও, তুমি মারান কেন? মানসিক সমস্যা থাকলে ডাক্তার দেখান। চুলকানি বাজে জিনিষ আর এই রোগের চিকিৎসক হিসাবে আমি ভয়ংকরের চেয়েও খারাপ। রাস্তা মাপেন।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: লেখক বলেছেন: যেসব বাংলাদেশি হিন্দু ভারতে এসেছিল তারাই আবার অনেকে বাংলাদেশে চলে যাচ্ছে ভারত থেকে ।
যদি তাই হয় তাহলে নিশ্চিত করে বলা যায় ভারত থেকে তারা বাংলাদেশে বেশি নিরাপদ। আর যদি তাই হয় তাহলে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এই কথা সঠিক নয়। আর আপনার এই রকম সাম্প্রদায়িক পোস্ট এর কোন ভিত্তি থাকে না। সাম্প্রদায়িক হীনমন্যতা দূর করুন দেখুন পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। আর আপনারা সংখ্যালঘু যে টার্ম টা ব্যবহার করেন তাতে আমাদের আপত্তি আছে। আমরা বাংলাদেশীরা এই সংখ্যালঘু শব্দে বিশ্বাসী না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ , খৃস্টান সকলকে নিয়েই আমাদের বাংলাদেশ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: যারা ভারত থেকে ফিরে যাচ্ছে তারা আসলে অভাবের তাড়নায় চলে যাচ্ছে ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন:
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন:
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
নিমগ্ন বলেছেন: ঘটনা কিলিয়ার!!
এই বানছুতের পোস্টে কেউ আহে না। এর লাই হেতে ফাও চুলকানি মার্কা পোস্ট করছে। ইস্যু ছাড়াই আপনাদের দিয়ে হেতে ফাও হিট পাইবার লাই এই ফন্দি করছে।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৭
দেবজ্যোতিকাজল বলেছেন: রাগ কর কেন ভাই । আমি তোমাকে ভাই-এর মত দেখি ।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০১
আবু আবদুর রহমান বলেছেন: বাংলাদেশে থাকলে ভারতে যাওয়ার জন্য ভাত হজম হয় না, বাংলাদেশে যত ভালোই থাকুক । আর ভারতে গেলে ভারতীয়দের আসল চেহারা প্রকাশ হয়ে পড়ে , ফেরৎ আসতে বাধ্য হয় । আমাদের প্রতিবেশি একজন গ্রাম্য ডাক্তার খুব ভালো কামায় রোজগার , সবাই সম্মানের চোখে দেখে, যে কোন অসুখ-বিসুখে সে ডাক্তারকে দেখায়। এম ,বি , বি ডাক্তারের চাইতে ও ঐ ডাক্তারের কামায় বেশি । কারন হল এলাকার পুরাতন পরিচিত । একদিন সকালে শুনি গোপনে সব জায়গা-জমি বিক্রি করে সব টাকা পয়সা নিয়ে ইন্ডিয়া পাড়ি দেয় । কয়েক বছর ইন্ডিয়া থেকে দেখে ভাত মিলে না । সব খু্ঁইয়ে আবার দেশে এসে বলে এদেশের মত সুযোগ কোথা ও নেই । আপনাদের সব চেয়ে বড় সমস্যা , যিনি আপনাদের সৃষ্টি করেছেন তাকে অস্বীকার করেছেন , সত্য ধর্ম কে গ্রহন করেন নি । এতে আপনাদের দুনিয়া বরবাদ : আর পরকালে আগুন ছাড়া আর কিছু পাবেন না । সব সমস্যার সমাধান সত্যকে মেনে নেয়া । আসুন সত্য ধর্মের দিকে , পাবেন এই পৃথিবীতে কল্যাণ , মরণের পর পাবেন চিরস্থায়ী জান্নাত ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: আসলে হিন্দুদের দেশ প্রেম কম কম তাই তারা সমস্যা দেখে ভয় পায় আর হুটহাট ভারতে চলে আসে । আর এখানে তো কেউ কারু দিকে তাকায় না । নিজেকে নিয়ে ব্যস্ত থাকে ।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪২
আজমান আন্দালিব বলেছেন: দেবজ্যোতিকাজল বলেছেন: যারা ভারত থেকে ফিরে যাচ্ছে তারা আসলে অভাবের তাড়নায় চলে যাচ্ছে।
রহস্য তো এই জায়গায়!
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: সত্যিই ইণ্ডিয়ায় অর্থ ইনকাম করা খুব কঠিন । এখানকার লোক কেউ কারু দিকে তাকায় না ।সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে ।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৯
রাফা বলেছেন: শিরোনামেই ফুটে ঊঠেছে আপনি নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় না দিয়ে হিন্দু হিসেবে পরিচয় দিতেই বেশি গর্ববোধ করছেন।
আমিতো বলি বাংলাদেশে কোন ধর্মিয় পরিচয় প্রধান্য পেতে পারেনা।মুক্তিযুদ্ধ সে জন্য হয় নাই।আমরা ধর্মিয় দৃষ্টিকোনে বিচার করতে চাইনা কাউকে।আপনি যেমন বাংলাদেশে আমিও তেমন অন্য কোন দেশে।কিন্তু সেটাকেই মুখ্য করে তুলিনা আমি।আমি আমার ন্যায় সঙ্গত অধিকারের জন্য যে কোন দেশেই লড়তে পারি।কারন আমার ভেতরে সেই শক্তি আছে।
দেশ আলাদা হোতে পারে কিন্তু পৃথিবি কিন্তু একটাই।কাজেই আমি আমার অধিকার থেকে বঞ্চিত হোতে রাজি নই।সব কিছু বদলানোর পুর্বে নিজের মন মানসিকতা ও নিজেকে বদলে ফেলুন।
ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৫
দেবজ্যোতিকাজল বলেছেন: আসলেই তাই আমরা মানুষ এই অধিকারের সংগ্রাম কেইবা করেছে, আমি কিন্তু জানি হিন্দু কোন ধর্ম না, হিন্দু একটি জাতি ৷
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
সুমন কর বলেছেন: ব্লগার নতুন (২নং মন্তব্য ) এর সাথে পূর্ণ সহমত। নিজেকে অসাম্প্রদায়িক মানুষ হিসেবেই তৈরি করেছি।
লেখাটি আরো সময় নিয়ে তৈরি করার দরকার ছিল।
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: আমি যদি বলি যারা সাম্প্রদায়িক তাদের আত্মচেতনা ফিরাতে লেখাটা লিখেছি ।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১
রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: অসাম্প্রদায়িক আচরণের নিমিত্তে নিজ সম্প্রদায়কে বিসর্জন দিতে হবে, ভাবনাটি অযাচিত, অপরিপক্ক মানসিকতাপ্রসূত । নিজ সম্প্রদায়কে ধারণ করেও অসাম্প্রদায়িক আচরণ প্রকাশ যায় ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
দেবজ্যোতিকাজল বলেছেন: সাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িকের % কত জানতে ইচ্ছা করছে ।
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০
ইসটুপিড বলেছেন: বাংলাদেশে যে সংখ্যালঘুরা ভাল আছে তার সবচেয়ে বড় প্রমাণ হইল এই পোস্টে এখনও তর মত আবালরে কেউ বাপমা তুইল্লা গালিগালাজ করে নাই।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
দেবজ্যোতিকাজল বলেছেন: দেওনা গালি ,গালি দিলেও মাইণ্ড করব না ।
মতামত জানানোর জন্য ধন্যবাদ
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ভাই আপনি ব্লগ লেখা বাদ দিয়ে এসব কী লেখছেন? দাড়ি নেই, কমা নেই তাতেও চলতো।
কিন্তু যুক্তি নেই, তথ্যও নেই। আছে একটা সস্তা আর দৃষ্টিআকর্ষক শিরোনাম।
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
নীল জানালা বলেছেন: দেশতো মানুষের হয়। যারা নিজেদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান ভাবে তাদের কোন দেশ থাকা উচিত নয়।
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল কথা বলেছো
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩
মাসরুর প্রধান বলেছেন: সুরঞ্জিত কি হিন্দু না, কিংবা গয়েশ্বর হেরা কেমনে টিক্কা আছে , আমার দেশে যদি এতই সমস্যা !
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
পথিকের পাঁচালী বলেছেন: শিরোনাম টা বাংলা সিনেমার মত হয়ে গেল না ?
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
কালীদাস বলেছেন: নতুন ব্লগ খোলার পরামর্শ চেয়ে কয়েকদিন পোস্ট দিয়েছিলেন? পেরেছেন? পারলে দয়া করে এই ব্লগ থেকে বিদায় হোন। কোনরকম ধর্মান্ধ পাবলিকই আমরা বাংলাদেশিরা খুব একটা পছন্দ করিনা।