নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

বর্তমান

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯



টেবিলের ওপ্রান্ত কলম নদীর গতিমুখ
আর এপ্রান্তে অতীতের সাথে বিবাদ বর্তমানের
তাতে দুই প্রান্ত তোলপার করে কলমকালির মেঘে


যদি সাহস করে কেউ
সেই সময়টাকে উৎরাইতে চায়
নখদ স্রোতগুলো ভেজে তুলে তেলে
বর্তমান বড় বেশি বেমানান

বাতাসে নেই আত্মহাসি
ইংরাজি অঙ্কে বিবাদ
ছন্দে ছুটে , বাট শি ইজ ভেরি স্লো ৷
দ্বন্দ্ব আর দণ্ড, নট সো গুড


কৃত্রিম জলাবন্দিতে থেমে গেছে নদী
দৃষ্টি অহংকার আর অবিশ্বাস-ভয়
এক সঙ্গে বাঁচে না


মুখোশের আড়ালে যারা মুখলুকিয়েছে
তারাই সমাজের বর্তমান ৷

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

জনম দাসী বলেছেন: মুখোশের আড়ালে যারা মুখ লুকিয়েছে, তারাই সবাই বর্তমান।

এত বড় সত্য কথা ক্যামনে কইলেন ভাই কাজল, নেন দিলাম...+

++++++++++++++++++++++++++++++++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল থেকো :)

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

প্রামানিক বলেছেন: মুখোশের আড়ালে যারা মুখলুকিয়েছে
তারাই সমাজের বর্তমান ৷


আপনার কবিতায় সত্য কথাটি সুন্দরভাবে উঠে এসেছে। ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

দেবজ্যোতিকাজল বলেছেন: সত্যকথা বলা খুব ভয়ের

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

শুভ্র বিকেল বলেছেন: জলাবন্দিতে থেমে গেছে নদী
দৃষ্টি অহংকার আর অবিশ্বাস-ভয়
এক সঙ্গে বাঁচে না

অসাধারণ লিখেছেন। রুপক। শব্দগঠনও বেশ সুন্দর।

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৭

রুদ্র জাহেদ বলেছেন:
মুখোশের আড়ালে যারা মুখলুকিয়েছে
তারাই সমাজের বর্তমান ৷
দারুণ কবিতা

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.