নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
বিষ্টি , মেঘকে -
আমি বিশ্বাস.করি না ;
আমাকে দাঁড়িয়ে রেখে ভিজিয়ে-
দেওয়া তার রোজকার ব্যস্ততা ঃ
মাটি মরে গেছে কাঁদার নরমে
মানুষের ছায়া , মেঘের মৃগনাভীতে একসা ;
কতটুকু দিয়ে যাব , জানিনা ,
হিসেব করে পাবার সম্ভবনা কম ,
অন্তর্জলী প্রতীক্ষা স্বেচ্চাচারী চণ্ডাল-
ঘাড়ের কাছে দাঁড়িয়ে ঃ
বিশ্বাস নিয়ে , আত্মবিশ্বাস-
ফিরানো যায় না , বুঝতে পারি ;
গোপন মমিতে বুক পেতে জন্মান্তর খুঁজি
ছায়ার গোলায় আলোর ভঙ্গুর
আসে মন্দ , যায় ভাল ; নৈঋত বাড়িতে-
মানুষের আত্মবিশ্বাস , শেষ দুপুর ,
বাস্তুসাপ খোলস ফেলে যা়য়
মৃত্যুবাচক শব্দের পিঠে. ঃ
প্লীজ লিংকটা দেখবে
↓
নতুন কবির খোঁজে ↓ সাহিত্য পত্রিকা
২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৪০
দেবজ্যোতিকাজল বলেছেন: মেলে কবিতা পাঠাও
২| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:০৯
বিজন রয় বলেছেন: বেশ বেশ।
৩| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:৩৩
মুসাফির নামা বলেছেন: কবিতাটা ভালো লেগেছে,নামটা ছাড়া।আপনার লিংকে গেলাম,কিছু মনে করবেন না-সেখানে মুসলিম কবিরা জায়গা পান না মনে হল,তাই হতাশ হলাম।
২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
দেবজ্যোতিকাজল বলেছেন: তুমি আর কবিদের হিন্দু মুসলিমে ভাগ কর না । কবি , কবিই । কবিতা না পেলে দিব কিভাবে আর তাছাড়া তোমার কথাটা ঠিকনা । কেননা এমাসের শ্রেষ্টকবি হয়েছে মুহম্মদ রহমতুল বারী হয়েছে ,বাড়ি বাংলাদেশে ।
৪| ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
মুসাফির নামা বলেছেন: ভাগ আমি করলাম কোথায়, আমি চরমভাবে ঘৃণা করি এই জিনিসটাকে। লিংকে ডুকে হতাশ হলাম,তাই সমালোচনা দিলাম,কোন তির্যক কথাতো বলিনি। এতটুকু সহ্য করতে না পারলে .সাম্প্রদায়িক মুসলিমদের সমালোচনা করব কিভাবে?তাদের সমালোচনাতো আরো তীর্যকভাবে করি।
২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৮
দেবজ্যোতিকাজল বলেছেন: লেখা পাঠিয়ে দাও
৫| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:০০
কালনী নদী বলেছেন: বর্তমানে সাইবার ক্যাফেতে আছি দাদা, সময়সীমা শেষের দিকে- অন্যসময় নিশ্চয়ই লিঙ্কটা দেখে নেব।
অসংখ্য ভালোলাগা জানবেন। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৩
সুমন কর বলেছেন: কবিতা ভালোই হয়েছে।
লিংকটাও ঘুরে আসলাম, মন্দ নয়। শুভ কামনা।