নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

দেশজ

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০১


চলো দেশজ । এবার বুঝি পালাতে হবে
যা ছিল আমার , মৃত্যুতে তা রূপান্তর ; বুঝলে !
এই দেশ এখন বিদায়ি আসরের মত
অনিশ্চিত জীবন , মৃত্যু লালন ক'রে বাঁচা
লাশের উপর লাশ নৃত্য করে ,বিলাসে
এখানে সুস্থ বাতাসে জ্বরের উষ্ণত্বা
জ্যোৎস্নাকে ধোঁয়া হয় , অমাবস্যার কবোষ্ণে
দিনের আলোতে সূর্য্যের ঋণাত্মক গন্ধ
বিকেলের রৌদ্রস্নানে আগুন রং-এর উঁকি
তবু ভালবাসা ফুরায় না শ্বাসের বলয়ে
:
জানিনা , এই স্মৃতি , স্বপ্ন কিভাবে রক্ষা পাবে
তবুও মন , অভিসারের উল্কা হয়ে ছুটে
জানি না , কোথায় পালাব বাঁচতে
এখানেই তো ছোট থেকে বেরে ওঠা উচ্চারণ
এই মাটিই আমার ঋষভ গাওয়া দেশ
স্নেহ ঝরা মা , আমার মাতৃভূমি ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৭

আবুল হায়াত রকি বলেছেন: সে যে হৃদয় পথের রোধে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষেই!

রাধা কৃষ্ঞের জয়।।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

দেবজ্যোতিকাজল বলেছেন: সঙ্গে থাকার জন্য ধন্যবাদ

২| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫০

শুভ্র বিকেল বলেছেন: চমৎকার লেখনী। শুভ কামনা সর্বদা।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমাকে শুভেচ্ছা রইল

৩| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ।

ভাল লাগছে

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ……সঙ্গে শুভেচ্ছা

৪| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১১

ইন্দ্রনাথ বলেছেন: ষ্টার মার্ক দিলুম . . . হু! :-0

২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫০

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা ও ধন্যবাদ রইল…………®

৫| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩

কল্লোল পথিক বলেছেন:

জানিনা , এই স্মৃতি , স্বপ্ন কিভাবে রক্ষা পাবে
তবুও মন , অভিসারের উল্কা হয়ে ছুটে
জানি না , কোথায় পালাব বাঁচতে
এখানেই তো ছোট থেকে বেরে ওঠা উচ্চারণ
এই মাটিই আমার ঋষভ গাওয়া দেশ
স্নেহ ঝরা মা , আমার মাতৃভূমি ।


একেবারে খাসা হয়েছে।

২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৭

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রথমেই বলো, কেমন আছ ?তখরপর শুভেচ্ছা রইল

৬| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

৭| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর হয়েছে---

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

৮| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: খুব ভালো হয়েছে ।

২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৬

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

৯| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। B-) B-)

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৩:৩৮

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার জন্যও ভালবাসা রইল:D:D:D:D

১০| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৮

অদৃশ্য বলেছেন:



দারুন...

শুভকামনা...

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪০

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার জন্য শুভেচ্ছা রইল

১১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:০৫

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.