নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

১২ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৮


তোমার জন্য ঘর বাঁধা হয়নি
দেইনি সে ঘরের ভিত্তিস্থাপন ।
সে-তুমি বলতেই পার এ আমার দুর্বলতা
নদীর পাশে যে নদীটি থেমে যায়
তার কাছে আমার নিশিপদ্মের হাতচাবিটা মুঠোয় রাখা
মৃত্যুর মুখোমুখি যেতেযেতে
পুরোন স্মৃতি চৈত্র হয়ে বৈশাখ ছুঁবে
দিন বদলাবে তবুও আমার দরজায় দাঁড়ানো সে তুমি
লম্বা হাত বাড়িয়ে ডাকবে আদিম ঈশারায় ।
না বুঝে যেদিক পানে তাকিয়ে থাকি
সে দেখা অভিধান হয়ে শব্দ খোঁজবে
আমার ক্ষত বয়ে বয়ে বৃষ্টি ঝরিয়ে
বর্ষার শেষ পৃষ্ঠায় সেই তুমি স্তূতি ।

প্রাণহীন আমি
তবুও আমি
ঠিক যে ঘরটা বাঁধার কথা ছিল ।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৪

অরুনি মায়া অনু বলেছেন: শুধু বলব অনেক বেশি সুন্দর অনুভূতি। +++

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

দেবজ্যোতিকাজল বলেছেন: অনুভূতিরা বড় বেশি বেইমান ,ঘন্টায় ঘন্টায় নৈতিকতা বদল করে দেয়

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: অনুভূতিরা বড় বেশি বেইমান ,ঘন্টায় ঘন্টায় নৈতিকতা বদল করে দেয়

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:১৬

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: শুভেচ্ছা…শুভেচ্ছা…শুভেচ্ছা :D:D:D

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২০

মেহেদী রবিন বলেছেন: এক রাশ ভালো লাগা।

৬| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

কল্লোলিত সমুদ্র বলেছেন: সত্যিই দারুণ!

৭| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯

টাইম টিউনার বলেছেন: অনেক ভালো লাগলো স্যার। ধন্যবাদ ।

৮| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

ডঃ এম এ আলী বলেছেন: প্রাণহীন আমি
তবুও আমি
ঠিক যে ঘরটা বাঁধার কথা ছিল ।

অসাধারণ অনুভুতির কথা কবিতায়
যেন হৃদয়েরই কথা ।
শুভ কামনা রইল ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

দেবজ্যোতিকাজল বলেছেন: আমিটা আমি নয়
তবু যদি বল ‘আমি’
পৃথিবীর নির্বোধ সেই আমিটি ‘তুমি’

৯| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ !! বেশ ভালো লেগেছে কবিতা। এগিয়ে যান কবি। :)

শুভকামনা রইল ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

দেবজ্যোতিকাজল বলেছেন: কেমন আছো?ফিরতি পথে দেখা করে যেয়ো…:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.