নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
পথের মাঝে দাঁড়িয়ে শ্রাবণ সন্ধ্যা । একুশ বছর । স্যাঁতস্যাঁতে চাঁদের আলো । সবোর্ণায়া স্ট্রীট । রোজ দেখা হতো গোলির মোড় থেকে ন্যাড়া ছাদে । বাদামী কুঁচি দেওয়া লম্বা মেক্সি । হলুদমাখা বিকেল । যৌবন সুলভ রোদ ।তামাটে নগ্ন বাহু । ঝিনুক রঙা হাঁটু । ফুটন্ত আলকাতরার মত , রজনীর মত কালো চোখ । নরম চামড়া । শিশুর মত হূৎস্পন্দন । একুশ বছর ধরে পোষমানা বেড়ালটা ঘুরঘুর করছে মাছের গন্ধে । আবলুস কাঠের ফটকে আঁকা নিঃস্পৃহ একুশ বছর । তবু , হাত ধরে আছি । নার্সিসাস গুচ্ছ কবিতায় ।
বিবন্ন চোখ । চোখের চত্বরে । আর বস্তা পচা কথা । জমাট হাসির গুঁড়ো । আস্তে আস্তে রাস্তা পেরয় জলের তীরে । তারপর , ধুপ করে বসা । মনে আছে ? দৌরাত্ম্য ভালবাসা ! নির্নিমেষ কৃতজ্ঞ । আমাকে বুঝতে চেষ্টা করনি ।নিরীশ্বরের মত বিতর্ক , ঝগড়া , সে এক বিতিকিচ্ছি ব্যপার ছিল । তার কোনো বিবর্ত নেই । তুমি সবসময়ই ভাবতে আমি বুঝি তোমার চার লাইনের কবিতা । ……সত্যি কি দারুণ বিশ্বাস । একুশ , একুশটা বছরের চিঠি । প্রত্নরোদে পোড়া ডাকপিয়ন । দ্বিধায়তি জীবন দিয়েছিল । নির্বিকল্প । খুঁইয়েছি সন্মান , সঙ্গে যৌবন । বিশ্বাস ক’র ! দ্বিধা ছিল না ।নিরুদ্ধ দেখা । যেমন দেখলে , দুষ্প্রাপ্য চিন্তা ছুঁতে পারে না । কখনও কখনও মেঘ জড়িয়ে প্রত্যায়ী প্রার্থনা । মাঝেমাঝে মুচকি হেসে ঠোঁট ফাঁকা সেলফি । তুমি চোখের সামনে , মনের সামনে । বিবৃত ঠিকানা বিদ্যুত আলো ছড়াও মর্দনে । অস্থিরতা মায়াময় দেহ এক অসামান্য আয়না । স্বভাবত আলোর সাঁতার জমাট নৈর্ঋত ।
তিনগ্রহপ্রেম , বিনতি জীবন প্রতিবিম্ব
সুখে থেকো । হিরের কুচির মত পলকশূন্য ।
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ২:১০
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৭
অরুনি মায়া অনু বলেছেন: সাজানো গোছানো সুন্দর লেখা। তবে কঠিন লেগেছে।
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: হুম । ইচ্ছা করেই কঠিণ করেছি ।
৩| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১১
ডঃ এম এ আলী বলেছেন: খুবই উচ্চমার্গের ভাব রয়েছে কাব্যময় লিখাটির ছত্রে ছত্রে ।
খুব ভাল লাগল । লিখার বাক্য শেষে দাড়ি গুলিতে
শুধু একটি এন্টার মেরে দিলে এটা হয়ে যাবে
অসাধারণ কবিতা।
শুভেচ্ছা রইল ।
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ
৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩০
ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল ধন্যবাদ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
দেবজ্যোতিকাজল বলেছেন: দুই বাংলার লেখকদের বই স্বপ্নকবিতা সংকলনএকটি ইচ্ছে আকাশমুখী
কলকাতা থেকে প্রকাশিত হবে ।
:
যারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন তাদের নামের তালিকা-
«
»
®Masum khan - বাংলাদেশ
®Purab banerjee - পশ্চিমবঙ্গ
®অগ্নি কল্লোল রিয়াজ - বাংলাদেশ
®বর্ণালী সেন - পশ্চিমবঙ্গ
®ডাঃ মুহম্মদ রহমতুল বারী - বাংলাদেশ
®মোঃ শাহজাহান আলম বিপ্লব - বাংলাদেশ
®আলমগীর সরকার লিটন - বাংলাদেশ
®শাহীন এমডি - বাংলাদেশ
®রাজদেব - পশ্চিমবঙ্গ
®মেহেদী রবিন - বাংলাদেশ
©সুকুমার সরকার-পশ্চিমবঙ্গ
®সুমন কর-বাংলাদেশ
©টিটপ হালদার-বাংলাদেশ
®সুমন দত্ত-বাংলাদেশ
®শুভ্র
®দেবজ্যোতিকাজল
:
করণীয়ঃ
☑১০ টি কবিতা পাঠাতে হবেসেখান থেকে বাছাই করা হবে
☑কবিতা পাঠাতে হবে - [email protected] /[email protected]
☑কবিতা সর্বনিম্ন ৮ লাইন এবং সর্বোচ্চ ২৪ লাইন
☑কবিতা মেইলে ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে
☑কবিতা পাঠানোর শেষ তারিখ ৩১-১০-২০১৬
☑নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বারসহ পাঠাতে হবে
☑প্রকাশে খরচ - ১৩০০ টাকাকবিতা নির্বাচিত হওয়ার পর মেইলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে
☑যে নামে কবিতা প্রকাশে ইচ্ছুক সেটা উল্লেখ করে দেবেন
☑আপনার লেখা ১০টি কবিতা যা ইতিপূর্বে কোথাও ছাপা হয়নি ব্লগ পোস্টে উল্লেখিতভাবে suvro280192@gma il.com এ ওয়ার্ড ফাইলে পাঠিয়ে দিনঅনলাইনে প্রকাশিত হলে সমস্যা নেইতবে অপ্রকাশিতগুলো উল্লেখ করে দেবেন
☑আমরা কবিতা সিলেক্ট করে আপনাকে মেইল করবো
☑ব্লগ পোস্ট
http:// http://www.somewhereinb log.net/blog/ amikalponik/ 30156091/ ?time=1473309613 172674b5b28da70 2f45a5669f54862 d183d79c
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৫
মেহেদী রবিন বলেছেন: কথাগুলোতে টেনে ধরার শক্তি আছে, মানুষের গান আছে। অসাধারণ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০
দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ রইল
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ