নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
আমার কবিতারা খানিকটা গণ্ডমূর্খ্য
খানিকটা কাপুরুষ
আমার কবিতারা শাহেনশাহ , রাজা আতঙ্কিত
ইনিয়ে-বিনিয়ে প্রতিবাদী হতে পাশকাটে
চিলে কুঠুরিতে শুয়ে মাকড়সার ভয়ে ভীত
পরিপাটী একটি লাইনও দাঁড়ায় না মানুষের পাশে ।
সিঁড়ি ভেঙে উপরে ওঠে না
ধর্মের গণ্ডুষকে গিলতে
দাঁড়ায় না উৎপীড়িতদের পাশে
অস্প্রদায়িক কভারস্টিকে ।
শুধু যৌনতার দানায় ধর্ষিতার
বয়স গুনে অপভ্রংশ হয় শরীরী রোমান্সে
ধীরে ধীরে যে মেয়েটি সমাজ , সতীত্বে-
খুশীতে উড়ে বেড়াত বাঁচতে
তাঁর অন্তর্বাসে প্রতিবাদী হতে
ভীত সন্ত্রস্ত অকালকুষ্মাণ্ড ।
বর্ণমালায় প্রলুব্ধ উত্তাপ-
খরস্রোতা অশ্রুগ্রন্থি কবিতা চোখ ।
কবিতা , তুমি হারিয়েছ কোথায়
ভাসানে তলিয়ে
ফ্রেম ছেড়ে ওড়ে গেলে বুঝি-
আম্লাতন্ত্রের গুদামঘরে ।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাবগম্ভীর কবিতা ।
এর প্রতিটা পংতিতে রয়েছে অনেক গুরুত্বপুর্ণ কথা ।
প্রসঙ্গক্রমে মনে মনে অনুভবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ।
বাংলা বর্ণ লীপি হতে সম উচ্চারিত কয়েকটি বর্ণ
যথা শ স ষ , য জ ঝ , দ ধ , ব ভ , ন ণ , র ড় ঢ় , গ ঘ,
প্রভৃতি কমায়ে একটি বর্ণে পরিনত করে ইংরেজীর মত ২৬ টি
না হলেও প্রায় ৩৮ টি বর্ণলিপিতে একে পরিনত করা যায় কিনা
তা বাংলা ব্যকরণবিদেরা একটু করতে পারেন চিন্তা ভাবনা।
ভাষাতো মানুষেরই সৃস্টি তাই এর উন্নয়ন অসম্ভব কিছুনা ।
তাহলে একদিকে যেমন বাংলা বানান প্রমাদ কমতে পারে
অন্যদিকে এর টাইপিং স্পীডটাও বাড়তে পারে !!!!!
বর্ণমালায় ছন্দ পতন এই শিরোনামটি দেখে
এ সমস্ত কথামালার অবতারনা । তবে এটা শুধু কথার
কথাই নয় এ বিষয়টি নিয়ে এই ব্লগে আমার রয়েছে ২টি
পোস্ট একটি গদ্যে অপরটি রম্য কবিতায় ।
ধন্যবাদ একটি সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য ।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ ভারী একটা কবিতা। ভালো লাগল।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১২
মেহেদী রবিন বলেছেন: ভাবনা চিন্তার খোরাক অনেক
৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
সুমন কর বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ২:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: লেখাতে অনেক মেসেজ আছে.........
ভালো লাগলো।