নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com
হঠাৎ কখন , কবে , কি ভাবে
পেয়েছিলাম মনে নেই তোমাকে
শুধু মনে আছে , কোন একদিন ,
কোন এক সময় , কোন একপলক
নির্জনে আমরা দু’ জন হাসির গুঁড়ো জড়িয়ে ।
তুমি তখন নওল যুবক ।
তোমার মনে আছে হেমাঙ্ক !
হরিৎ হাবুডুবু , নিটল অপেক্ষা
তুমি কাছে বসে , এক খণ্ড চুমু
তারপর , পদাবলি মেঘে তাকিয়ে
গান শুধিয়ে আমাকে বলতে , “ ঝর্ণা । তুমি
ভর সময় আমাকে চেয়ে কি দেখো । আমি কি
বনপলাশীর পদাবলি , কুয়াশা ভিজা
শিশির পাপড়ি , না-কি নীল হয়ে যাওয়া যুবক ।”
তারপর আরও বলতে ,“ ঝর্ণা তুমি লজ্জা পেয়ো না ,
ঈশ্বর আমাকে আমার ভিতর যা কিছু
গোচ্ছিত রেখেছেন তা যেনো সব
তোমার প্রানবন্তে হিসেব চুকাতে ।
মনে নেই হেমাঙ্ক !
এত মন ভোলা হলে চলে ! কি আশ্চর্য-ব্যপার
তোমার দেওয়া স্মৃতি
তুমিই মনে রাখতে পারনি
যাঃ ! তুমি না বড্ড মনভোলা ।
যানো হেমাঙ্ক , উড়ো চড়ুয়ে ছটফট করি
ঘুমের বালিশে স্বপ্ন আঁকি রাত্রি হয়ে
হাত বাড়িয়ে অন্ধকার ধরি মুঠোয়
তবু তুমি নেই
সেই কি এক খানা চুমু দিয়ে
সেই যে গেলে এ হাত ছুঁয়ে
ভাবতেই ,আবার তোমাকে অমন করে
কাছে পেতে ইচ্ছা ঘুড়ি উড়ে বুকের পরে বুকে
হেমাঙ্ক ! এখন কি ভাবছ !
এবার মনে পড়েছে ?
তোমার চকচকে আংটিটি
টুপ করে হারিয়ে দিয়েছিলে....
নদী , উপকূল , সমুদ্র ,আসমুদ্রের নির্জনে
আমি তো তখন মৃতবৎ , তুমি কোথায়
যেনো হাতবুলিয়ে আংটিটি পেতে চেষ্টা করছিলে
যাঃ ! অমন করে কেউ খোঁজে !
হেমাঙ্ক , সত্যি সত্যি লজ্জা পেয়ে গেলে না- কি
চোখ ঢাকলে যে বড়ো
তুমি না একটা পচা -পাজি-বদমাশ্
লেজ কাটা বাদর
তুমি আরও অনেক কিছু
যে কিছুতে , তুমি বদলে গেলেও
আমি বদলাইনি কখন
সাগর পাড়ে দাঁড়িয়ে
তুমি যখন চিৎকার করে বলতে বাতাসকে,
“ বাতাস । আমি হেমাঙ্ক বলছি , শুনছো কি ?
প্রতিধ্বনি ভেসে আসা প্রতিউত্তরে আরও চিৎকার
করে বলতে ,“ বাতাস তুমি সাগরকে গিয়ে বলো
আমার ঝর্ণাকে ফিরিয়ে দিতে ।” তারপর
কঠিন আঙুল উচিয়ে ভেজা গলায় বলতে,“ আমার
ঝর্ণা শ্যাওলামাখা সাগর পাড়ে দাঁড়িয়ে আছে ।
প্লীজ , তুমি ফিরিয়ে নিয়ে এসো ।
যদি ফিরিয়ে দিতে না পার , তবে
অসমুদ্র হিমাচল থেকে বিষ এনে দাও
সুধাময়ী কণ্ঠকে নীলকণ্ঠ ভিজিয়ে তবে
পাষাণ করি অপরাধ কে ।
প্লীজ হেমাঙ্ক , বলো ।
তুমি বলতে না এসব । স্বপ্নালু নীল চোখ তোমার
ঠাণ্ডা বাতাসের মত আমার গা ছুঁয়ে প্রশস্ত হতো ।
আমার বিষণ্ণ ভরুতে জমাট চুম্বন
তারপর ঠোঁট বরাবর ।
তোমার কল্পনার ' বাতাস'- কে বিনয়ী আর্ত্মনাদ
সর্বপুরি সমকোণী ভালবাসা ।
চলবে
২| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৭
হাবিব শুভ বলেছেন: ভাল লাগলো