![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।নহি দেবী,নহি সামান্যা নারী।পূজা করি মোরে রাখিবেউর্ধ্বেখসে নহি নহি,হেলা করি মোরেরাখিবে পিছেখসে নহি নহি।যদি পার্শ্বে রাখ মোরেসঙ্কটে সম্পদে,সম্মতি দাও যদি কঠিনব্রতেসহায় হতে,পাবে তবে তুমি চিন
স্মৃতি ২
দেবশ্রী চক্রবর্ত্তী
আবার বৃষ্টী এলো আমার ঘরে, যেমন ভাবে সে এসে ছিলো সেই রাতে,
যে রাতের জন্য সারা জীবন আমার আক্ষেপ,
সেই রাতের খুব কাছাকাছি যেন চলে এসেছি আবার।
আকাশে সিঁন্দুরে মেঘের আভা আমার ভাঙা নীড়ে,নীড় ভাঙা পাখীটির চিত্ত চাঞ্চল্য তাই আজ রাতে ঝড়ের ঠিক আগে।আজ ভালোবাসার গান চারিদিকে। গানে,কবিতায়, সোসাল নেটওয়ার্কে ভালোবাসছে একে অপরকে, আমার চোখের কোনে স্বপ্ন চিকচিক করে। আমি স্পর্শ করতে পারি না তাকে আমার হাত দিয়ে। আজ শুধু তোমার নংরা মুখটা মনে পড়ছে। তুমি খেলে বেরাচ্ছ কোন এক নতুন বন্দরে।
তোমার নংরা বিছানায় কার জামা খুলছ আজ রাতে?
আমার পায়চারি ভর্তি রাতের কথা নাই বা লিখলাম এই রাতে,
রাংতায় মোড়া ট্যাবলেট গুলো রক্তের সাথে মিশলে
আমার দূ:খ-বেদনা,অভিমান গুলো উপহার পায় এক অলৌকিক ট্রফি,
ওগো ভায়োলিন তুমি গান গাও এই বৃষ্টী ভেজা রাতে।
©somewhere in net ltd.