![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী।নহি দেবী,নহি সামান্যা নারী।পূজা করি মোরে রাখিবেউর্ধ্বেখসে নহি নহি,হেলা করি মোরেরাখিবে পিছেখসে নহি নহি।যদি পার্শ্বে রাখ মোরেসঙ্কটে সম্পদে,সম্মতি দাও যদি কঠিনব্রতেসহায় হতে,পাবে তবে তুমি চিন
নির্বান
দেবশ্রী চক্রবর্ত্তী
উদাসী বাউল গীতির
নৈতিকতার আবেগে বিহ্বল মন
মাধ্যাকর্ষণকে পরাজিত করিয়া
পাড়ি দিল মহাশূন্যের ইন্দ্রজালে ।
চুনি,পান্না খচিত বহুরূপী রঙে রঞ্জিত
চিরন্তন শৈল্পিক ভাস্কর্যে মণ্ডিত
নিলাদ্রীক আভায় আবৃত সরবরের
মাঝে প্রস্ফুটিত পদ্মের লাগি এত আয়োজন ।
তুচ্ছাতি তুচ্ছ চিরকুটে রক্তিম বর্ণ বৈচিত্র্যের
মাঝে আচ্ছন্ন আত্মকথারা ভাসমান
সর্পিল আকাশ গঙ্গার বক্ষ গহ্বরে ।
রহস্য,রোমাঞ্চের ইন্দ্রজালিক রঙ্গমঞ্চের
আলো আঁধারি মঝে প্রচ্ছন্ন কৃষ্ণ গহ্বরের
মাঝে হারাইবার দোলাচলে দোদুল্লমানতার মঝে
এ এক অদ্ভুত রঙ্গ মঞ্চ ।
©somewhere in net ltd.