![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কিভাবে তার শয়তানি ঢেকে রাখে,২য় পর্ব। বাবুল সাহেব সচিব। নিজেকে সর্গে যাবেন ভাবেন। নিজেকে খুব সৎ লোক মনে করেন তিনি। কারণ তিনি প্রতিবছর ঘুষের টাকা থেকে প্রচুর যাকাত দান করেন।২। হানিফ সাহেব নিজ আমলে খুব খুশি কারন তিনি স্বজনপ্রীতি করে বংশের সমস্ত বেকারকে চাকরি দিয়েছেন। যোগ্য লোকের চাকরি নষ্ট করে তিনি ভাবেন তিনি আত্মীয় স্বজনের খুব উপকার করছেন। ৩। লাভলী ম্যাডাম। মামা কর্তৃক সুপারিশ পেয়ে ভার্সিটির টিচার হয়েছেন।তার হাতের লেখা সুন্দর, সুন্দর শাড়ী পরেন তিনি। অনেক পুরুষ তার সুন্দর চেহোরা দেখে মুগ্ধ হন। এজন্য তিনি নিজেকে সুন্দর মনের মানুষ মনে করেন। তিনি নিজেকে জান্নাতি ভাবেন। নিজের প্রতি তিনি খুব খুশি। ৪। অফিস পরেশ মাঝে মাঝে দু চার টাকা ফকিরকে দান করে নিজেকে খুব বড় ভাল লোক মনে করেন। তিনি একজন অলস ও মন্দ অফিসার।
©somewhere in net ltd.