![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। বাবুল সাহেব সচিব। নিজেকে নিয়ে স্বর্গে যাবেন ভাবেন। নিজেকে খুব সৎ লোক মনে করেন তিনি। কারণ তিনি প্রতিবছর ঘুষের টাকা থেকে প্রচুর যাকাত দান করেন।
২। হানিফ সাহেব নিজ আমলে খুব খুশি কারন তিনি স্বজনপ্রীতি করে বংশের সমস্ত বেকারকে চাকরি দিয়েছেন। যোগ্য লোকের চাকরি নষ্ট করে তিনি ভাবেন তিনি আত্মীয় স্বজনের খুব উপকার করছেন। তিনি মনে করেন এই কারনে মরলেই তিনি স্বর্গে যাবেন।
৩। লাভলী ম্যাডাম। মামা কর্তৃক সুপারিশ পেয়ে ভার্সিটির টিচার হয়েছেন।তার হাতের লেখা সুন্দর, সুন্দর শাড়ী পরেন তিনি। হাতের লেখার কারনে তিনি নিজেকে জান্নাতি মনে করেন ।অনেক পুরুষ তার সুন্দর চেহোরা দেখে মুগ্ধ হন। এজন্য তিনি নিজেকে সুন্দর মনের মানুষ মনে করেন। তিনি নিজেকে জান্নাতি ভাবেন। নিজের প্রতি তিনি খুব খুশি। মাথায় তার তেমন কিছু নেই। প্রচন্ড রাগ দেখিয়ে তিনি তার দূর্বলতাকে ঢেকে রাখেন।
৪। অফিসার পরেশ মাঝে মাঝে দু চার টাকা ফকিরকে দান করে নিজেকে খুব ভাল লোকের পরিচয় দিতে চান। তিনি একজন অলস ও মন্দ অফিসার। তিনি মনে করেন মরলেই তিনি স্বর্গে যাবেন। কারন তিনি ফকিরদের দু চার টাকা দান করে নিজেকে খুব বড় মনে করেন।
৫। পুলিশ যোগেন্দ্র বড় বড় গোঁফ রেখেছেন। সুন্দর হাসেন তিনি। এজন্য তিনি নিজেকে সৎলোক ভাবেন। তিনি নিজেকে স্বর্গীয় মনে করেন। তিনি হাসি তামাশার মাঝে পাপের কথা ভুলে থাকেন। অথচ তিরি প্রচন্ড ঘুষখোর।
২| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৩৪
প্রামানিক বলেছেন: কেউ কারো চেয়ে কম নয় তারপরেও তারা নিজেকে স্বর্গবাসী মনে করে। সুন্দর বিষয় উপস্থাপন করেছেন।
০১ লা জুন, ২০১৮ রাত ২:৫২
দেবু কুমার বলেছেন: Kharap lok gulo nijeke shAdhu vabey
৩| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কুমার বাবু মনে হয় খুব সৎ লোক!!
খালি পোস্ট দেয়, প্রতিউত্তর করে না!
তিনি হয়তো ভাবেন, লিখে লিখেই....
০১ লা জুন, ২০১৮ রাত ২:৫২
দেবু কুমার বলেছেন: Uttor dilam, thanx
৪| ০১ লা জুন, ২০১৮ রাত ১২:২২
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সব খানে মানুষরূপী শয়তান।
৫| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার।
তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার ---!
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ রাত ১০:২৬
অর্থনীতিবিদ বলেছেন: যে পাঁচজনের কথা বললেন সবাইতো একেকটা বড় ভন্ড।