নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

খালেদা বেগম পরাজিত হয়ে গেছে

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

বাংলাদেশে ভোটে জিতার জন্য যা যা দরকার: কারচুপি, পুলিশ, মিলিটারী, টাকা, ষড়যন্ত্র, এবার এগুলো শেখ হাসিনার হাতে; সুতরাং এবার সে জিতবে। শেখ হাসিনা আরও সহজে জয়ী হতে পারতো 'তত্বাবধায়ক' সরকার ব্যবহার করে, তা'হলে ৩০ হাজার কোটী টাকার সম্পদ নস্ট হতো না, ১০ হাজার আহত হতো না, ৬০ জন মরতো না, ১৫০ জন দগ্ধ হতো না; সে তত্বাবধায়ক দেয়নি শুধু মাত্র খালেদা বেগম তা চাওয়াতে; খালেদা বেগম 'সর্বদলীয় সরকার' চাইলে শেখ হাসিনা সর্বদলীয় সরকার দিতো না।



তত্বধায়ক সরকার দিয়ে, কারচুপি করে খালেদা ক্ষমতায় এসেছিল, তখন পুলিশ, আর্মি খালেদাকে চেয়েছিল, খালেদা ঠিকমত সড়যন্ত্র করতে পেরেছিল। অনেক বাংগালী মনে করে যে, তত্বাবধায়ক থাকলে কারচুপি হয় না, হাজার হলেও বাংগালীর বুদ্ধি!



শেখ হাসিনা সব সময় খালেদা বেগমকে অনুসরণ করে, আবার খালেদা বেগম শেখ হাসিনাকে অনুসরণ করে; তাদের বুদ্ধিদাতারা একই ধরণের লোক। এবার খালেদা চাচ্ছে হাসিনার ১৯৯৬ সালের আবিস্কারকে কাজে লাগাতে; কিন্তু উনি ভুলে গেছে যে, বিএনপি'র নেতারা হাসিনার লোকদের মত মাঠে থাকার লোক নয়: এরা মোটামুটি ঘরে বসে চীৎকার দেয়ার লোক।



খালেদার আরেক ভুল হচ্ছে, খালেদার সেনাপতিরা আওয়ামী লীগ থেকে শিবিরকে বেশী ভয় করে, শিবির 'ফ্র্যান্ডলী ফায়ার' চালাতে পারে; আমি ঢাকার এক বিএনপি নেতার মুখে একথা শুনেছি।



ক্ষমতায় থাকলে খালাদা বেগম ও শেখ হাসিনা 'উন্নয়নের জোয়ার'রে দেশকে ভাসিয়ে দেয়; এবার হাসিনার পালা, উনার উন্নয়নের জোয়ারের ফলে পদ্মাসেতুও ভেন্গে ভেসে গেছে।



খালেদা ৪ বছর অপেক্ষা করছিল হাসিনার ভুল সমুহকে পুঁজি করে ক্ষমতায় চলে যাবে; হাসিনা নিজে আবার সে অংকটা করে দেখেছে; তাই রেজাল্টের ভেতরে রাজাকারদের ফাঁসী যোগ করে দিয়েছে; এতে যে সমীকরণ বদলে গেছে, ১০ম শ্রেণীর বীজ গণিতের ম্যাডাম তা বুঝতে পারেনি।



খালেদা ভোটে গেলে এখনো জয়ী হয়ে বেরিয়ে আসবে: প্রধান মন্ত্রী হবে না, কিন্তু ২/৩ হাজার কোটী টাকা পকেটে থাকবে, তারেকের ভবি্ষ্যত উজ্বল হবে।























মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

পাঠক১৯৭১ বলেছেন: প্রতি ভোটে শেখ হাসিনা ও খালেদা বেগম জয়ী হয়; সাথে জয়ী হয় মিলিটারী, সালমান রহমান, ফালু, বসুন্ধরা, খুলনা এনার্জি, ইসলামী ব্যাংক ও ৫০ লাখ বাংগালী; আমিসহ বাকী সব বাংগালীই পড়াজিত হয়, তাতে কয়েক কোটী শেখ হাসিনা ও খালেদার সাপোর্টারও আছে।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: মন্তব্য করা নিষেধ ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

পাঠক১৯৭১ বলেছেন: মন্তব্য করুন, যথাসম্ভব আমার মতো এ ভোটে আপনিও পরাজিত, যদি আপনি শেখ হাসিনা ও খালেদার ৫০ লাখের ভেতর না হোন!

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮

মদন বলেছেন: +

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

পাঠক১৯৭১ বলেছেন: হাসিনা খালেদা কলাগাছ লাগায়, ফলটা আপনি খান, ভালো!

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬

গরল বলেছেন: সব মোটামুটি ঠিক আছে শুধু আর্ন্তযার্তিক হিসাবটা বাদ পড়ে গেছে এবং এটা একটা ভাল পয়েন্ট যোগ করে যে কোন হিসাব নিকাষে।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

পাঠক১৯৭১ বলেছেন: হ্যাঁ, ওটা বড় একটা ফ্যাক্টর; তবে, হাসিনা ভারত ব্যতিত কাউকে গুনে না; খালেদা আইএসআই' সৌদিসহ অনেকের দোয়া নেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.