![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ আজকে যেখানে এসেছে, ২ জন লোকের দক্ষতার কারণে এখানে এসেছে: তারা হচ্ছেন শেখ হাসিনা ও খালেদা বেগম; দেশের যে জনসংখ্যা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় চাচ্ছে, তারা শুধু যুদ্ধাপরাধীদের বিচারের রায়টুকু টিকিয়ে রাখার জন্য চাচ্ছে, অন্য কোন কারণ থাকার কথা নয়; আর যারা খালেদা বেগমকে চাচ্ছে, তারা উনাকে চাচ্ছে শুধু মাত্র হাসিনাকে সরানোর জন্য: উনাকে কেহ ক্ষমতায় চায় না। খালেদা বেগম চাচ্ছে তারেক ও কোকোকে ফিরায়ে আনতে, শেখ হাসিনা চাচ্ছে জয়কে আওয়ামী লীগের লাগাম হাতে দিতে।
বিচারের রায়টা যেভাবে হয়েছে, তা স্বচ্ছ হয়েছে; কমপক্ষে ৫ হাজার মুক্তিযোদ্ধা পাকিদের হাতে ধরা পড়েছিল, তাদের বিনা বিচারে হত্যা করা হয়েছিল; ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের রায়ের বাজারে হতয়া করার আগে বিচার করা হয়নি; যত বাংগালী শহীদ হয়েছিলেন কেহ বিচার পাননি। সুতরাং রায়টা ঠিক আছে; রায় রেখে দিলে শেখ হাসিনার ক্ষমতায় না থাকলে চলবে।
দেশবাসী চাচ্ছে সুন্দরভাবে বিশ্বের বাকীদের মতো বাঁচতে। তাই প্রেসিডেন্টকে ব্যবস্হা নিতে হবে আজকেই। বর্তমান সরকারে তোফায়েল আহমেদ ও সৈয়দ আশরাফকে রেখে, বাহির থেকে ড: আলী আকবর খানকে ও কামাল হোসেনকে যোগ করে, দেশে জরুরী অবস্হা জারী করে, বিদেশী এডভাইজার দ্বারা ৫ বছর দেশ চালানো দরকার। বিদেশী এডভাইজার হিসেবে ভারতের ড: আবুল কালাম, ব্রাজিলের লুলা, সিংগাপুরের লি কুয়ান ও মাহাথিরকে নিলে হবে। গার্মেন্টস চালানোর জন্য ওয়ালমার্টের যেকোন রিটায়ার্ড সিইও'কে নিলেই হবে
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
সেমিবস বলেছেন: যদি্ প্রেসিডেন্টের সেই ক্ষমতা থাকত তাহলে আমরা রাষ্ট্রপতিশাসিত সরকারেই ফেরত যেতাম
বর্তমান প্রেসিডেন্টই থাকুক, উনি উনার বিবেকমত কিছু লোককে মন্ত্রীত্ব দিক
খালেদা-হাসিনার বংশপরস্পরার রাজনীতি কারো পছন্দ নয়।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
পাঠক১৯৭১ বলেছেন: শেখ হাসিনা ও খালেদা বেগম জমিদারী চালায়েছেন: উনারা রাজনীতি বুঝলে, ড: আবুল কালাম, ক্লিনটন ও ওবামা যেটা বুঝে সেটাকে কি বলবেন?
এ অবস্হার পরিবর্তন করা দরকার আজই।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
নিয়ামুল ইসলাম বলেছেন: এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা দরকার।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
পাঠক১৯৭১ বলেছেন: আজকেই দরকার।
আমাদের ৫ বিলিয়ন ডলারের বেশী সম্পদ ও শ্রম বিনস্ট হয়েছে; মানুষ মরে, পুড়ে ও আহত হয়ে দীর্ঘ মেয়াদী সমস্যার সৃস্টি করেছে, যা আরও ১০ বিলয়ন ডলারের সমান হবে।
এদিকে শিবির, যুবদল, যুবলীগ অস্ত্র হাতে নিয়েছে। শিবির একা প্রায় ২ বিলিয়ন ডলারের রেল ও অন্যান্য যাব বাহন ধ্বংস করেছে।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
পৃথিবীর আলো বলেছেন: রাষ্ট্রপতি তো আমাদের দেশে সরকারী দলের ইশারায় আপ ডাউন করে। না হলে খালেদা যেদিন উনার সাথে দেখা করে বলে আসলেন হাসিনার নেতৃত্বে কোন নির্বাচন নয়, সেদিনই উনি হাসিনাকে প্রধান থেকে সরকার গঠনের জন্য অনুরোধ করতেন না। বর্তমান পরিস্থিতির জন্য রাষ্ট্রপতির মৌনতাও সমানভাবে দায়ী। প্রেসিডেন্ট দেশ চালানো আর আওয়ামিলীগ দেশ চালানো একই কথা। তিনি তো সারা জীবন আওয়ামিলীগই করে আসছেন। যদিও রাষ্ট্রপতি নিরপেক্ষ হওয়ার কথা, তথাপি এরশাদ চাচার একটা কথা মনে পড়ে গেল "কোন মানুষের পক্ষে নিরপেক্ষ থাকা সম্ভব নয়।" তাহলে সরকারী দলের (এম পি) রাষ্ট্রপতি কেমনে দেশ নিরপেক্ষ ভাবে চালাবে??
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
জিনিয়াস_মাহ্ফুজ বলেছেন: ৃথিবীর আলোর সাথে সহমত।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭
পাঠক১৯৭১ বলেছেন: @ পৃথিবীর আলো ,
Sorry, having Font problem.
Abdul Hamid is a foolish guy, it does not mean anything which party he is from; he is not capable of running a nation like ours; but he can bring in people who can run it, and he has the power to introduce Emergency.
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮
পাঠক১৯৭১ বলেছেন: @জিনিয়াস_মাহ্ফুজ ,
I also agree, but somebody has to stop Sk Hasina & Khaleda Bgm.
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
পাঠক১৯৭১ বলেছেন: শিবির গেরিলা যুদ্ধ শুরু করেছে জাতির বিরুদ্ধে, এদের এখানে থামায়ে দিতে হলে জরুরী অবস্হার দরকার।
এবং আমাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত যেতে হবে: খালেদা বেগম ও শেখ হাসিনার অধীনে তা ঘটবে না।