![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনার যে দক্ষতা তা দিয়ে বাংলাদেশের মতো কম সম্পদের দেশ চালানো কখনো সম্ভব ছিল না; কিন্তু বাংলাদেশের বড় দল আওয়ামী লীগের প্রধান হয়ে দেশ চালনা করেছে ২ বার; অর্থনৈতিক দিক থেকে হিসেব করলে জাতির ভয়ংকর ক্ষতি হয়েছে; আবার বিএনপি'র খালেদা বেগম ও জামাত-শিবিরকে ঠেকানোর দিক থেকে ভাবলে তাকে কিছু ক্রেডিট দিতে হয়। এবারের ৫ বছর সঠিভাবে দেশ চালালে খালেদা বেগম ও শিবির তাদের প্রভাব হারায়ে ফেলতো; শেখ হাসিনা সঠিকভাবে দেশ চালায়নি।
শেখ হাসিনা সঠিকভাবে দেশ না চালালে, দেশ খালেদা বেগমের হাতে যাবার লজিক ঠিক নয়: গত ফেব্রুয়ারী থেকে খালেদা বেগমের সাথে যোগ দিয়ে জামাত শিবির জাতির বিরু্দ্ধে গেরিলা যুদ্ধ করে, কম পক্ষে ২০/২৫ বিলিয়ন ডলারের জানমালের ক্ষতি করেছে, দেশকে পেছনে টেনে নিয়ে গেছে, মানুষকে ভীতি ও হতাশাগ্রস্ত করে তুলেছে।
রাজাকারদের বিচারের বেলায় শেখ হাসিনা ঠিক করেছে; আসলে, রাজাকারেরা কোন বিচার আশা করতে পারে না; ১৯৭১ সালে ৫ হাজারেরও বেশী মুক্তিযোদ্ধা পাকী ও রাজাকার বাহিনীর হাতে ধরা পড়েছিল, তাদের কোন বিচার করা হয়নি, হত্যা করা হয়েছে। প্রতিটি মানুষ হতয়ার পেছনে ততকালীন জামাত ও ইসলামী ছাত্র সংঘের হাত ছিল: জামাত ও ইসলামী ছাত্র সংঘ পাকি বাহিনীকে গ্রামে না নিলে, ওরা ক্যান্টনমেন্ট থেকে পরাজিত হয়ে যেতো; আমাদের একজন মহিলাও নির্যাতিত হতো না; এগুলোর জন্য জামাত ও ইসলামী ছাত্র সংঘের বিচার আরো করতে হবে।
বিচার বন্ধের জন্য শিবির গেরিলা যুদ্ধ করে খালেদা বেগমের ইশায় ও প্রত্যক্ষ সাপোর্টে; এজন্য খালেদা বেগম, জামাত শিবিরের বিচার হবে এদেশে। খালেদা ও জামাত-শিবিরকে থামানোর জন্য জরূরী অবস্হা খুবই দরকার; মনে হচ্ছে , শেখ হাসিনা সেদিকে যাচ্ছে; তবে, শেখ হাসিনাকেও সরে যাওয়া দরকার।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬
ক্লিকবাজ বলেছেন: তোমার মত আBAL রা BAL করে বলেই আজ তোমাগো নেতারা নিজের এলাকায় পুলিশ প্রটেকশন ছাড়া একলা যাওয়ার সাহস নাই। তোমাদের নেত্রী সংবিধান পরিবর্তন সহ আইন কানুন পরিবর্তন এবং অন্যান্য কর্মকান্ডের মাধ্যমে এই পর্যন্ত যা যা করেছে খালি একবার বিএনপি ক্ষমতায় আসতে পারলে এই আইনের ঠেলায় তোমাগো নেতা-নেত্রীরা কেউ পিঠের চামড়া বাঁচাতে পাবেনা। মাইন্ড ইট।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩
পাঠক১৯৭১ বলেছেন: @ক্লিকবাজ,
Sorry Bengali Font problem.
I am not involved with the BAL; so, Sk. Hasina does not get my support; I support her only for the prosucution of the RAZAKERs.
Whatever she did, she will pay for that; Khaleda, Jamat-Shibir will be prosecuted too for destroying the economy & lives.
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০
ভোরের সূর্য বলেছেন: গত ফেব্রুয়ারী থেকে ২০/২৫ বিলিয়ন ডলারের জানমালের ক্ষতি!!!! মানে ১৬হাজার বা ২০হাজার কোটি টাকা!!! হিসাবটা একটু বেশী আজগুবি হয়ে গেলনা? আপনি কি তথ্য উপাত্ত সহ বলবেন কিভাবে পেলেন এই হিসাব?
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
পাঠক১৯৭১ বলেছেন: @ভোরের সূর্য,
We have a GDP of 220 Billons a year; this year, most of the time, the Gov employee did not do anything, they got their salary of apprx 10 Billions, garment sector will have a at least 2 billions less in export, mote than 10,000 people got injured: it is long term anf may cost 5 billions, died more than 300 leaving the families in financial doom; then the train lost huge amount; other types of vehicles destroyed, burnt may lose 5 billions.
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২
ভোরের সূর্য বলেছেন: সরি আমারই হিসাবে ভুল হয়েছে। ১৫/২০বিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় ১লাখ ২০হাজার কোটি টাকা বা ১লাখ ৬০হাজার কোটি টাকা।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭
ভোরের সূর্য বলেছেন: @পাঠক১৯৭১ ভাই আপনি হাসালেন। যেখানে বাংলাদেশের বাজেট ২লাখ২০ হাজার কোটি টাকা সেখানে আপনার কথা অনুযায়ী সরকারি চাকুরেদের বেতন বছরে ১০বিলিয়ন ডলার বা ৮০হাজার কোটি টাকা!!!!!!!! ভাই দয়া করে আজগুবি হিসাব দিবেন না। গত ফেব্রুয়ারী থেকে ২০/২৫ বিলিয়ন ডলারের জানমালের ক্ষতি!!!! মানে ১লাখ ৬০হাজার বা ২লাখ কোটি টাকা!!!
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৩
ভোরের সূর্য বলেছেন: ২০১২সালের হিসাব অনুযায়ি বাাংলাদেশের জিডিপি ১১৫.৬বিলিয়ন ডলার।http://en.wikipedia.org/wiki/Economy_of_Bangladesh
দয়াকরে মিথ্যা,ভুল এবং আজগুবি তথ্য দিবেন না। ডলার,বিলিয়ন এবং টাকার হিসাবটা মাথায় রাখবেন।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৩
পাঠক১৯৭১ বলেছেন: @ভোরের সূর্য,
This year, we had a budget of 27 Billions with deficit, without deficit, it could be 22/23 Billions of dollars.
calculate salary of 25 lakhs of gov and semi gov jobs.
You looking at WIKI, thats not a good place for real data.
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫
পাঠক১৯৭১ বলেছেন: @ভোরের সূর্য,
There exists few diff way of measuring GDP, the purchase power GDP is the right one; for 2012 it was apprx 214 Billions.
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
পাঠক১৯৭১ বলেছেন: খালেদা ও জামাত শিবিরের গেরিলা যুদ্ধের ফলে জাতি ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জরুরী অবস্হা কায়েক করে এদের আটকানো দরকার।