![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮১ সাল থেকে ২০১৩ সাল(আজ অবধি) শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি, শুধু এ ইতিহাসটুকু কি বলে? যে পার্টির প্রতিস্ঠা করা হয়েছিল বাংগালীদের গণতান্ত্রিক অধিকার প্রতিস্ঠা করার জন্য, সে পার্টির এ অবস্হা হলে, সেই জাতির অবস্হা কি হয়েছে? ১৯৪৯ সালে এ পার্টি প্রতিস্ঠার সময়, যাঁরা কর্ণধার ছিলেন, দু'জনেই প্রাকৃতিক সমাজতান্ত্রিক মনোভাবের মানুষ ছিলেন। ষেই বিক্যাত মানুষদের দলকে কুক্ষিগত করে শেখ হাসিনা এ জাতিকে গালাকাটা ক্যাপিটেলিজমের মাঝে নিয়ে, আজকের এ ভয়ংকর সমস্যার জন্ম দিয়েছে।
শেখা মুজিবর রহমান ১৯৬৩ সালে, হোসেন শহীদ সরওয়ারদীর মৃত্যুর পর, এই পার্টির প্রধান হন, ১৯৭৫ সালে উনার মৃত্যু অবধি তিনি সেই পদ ছাড়েননি, এটাও ভয়ংকরভাবে অস্বাভাবিক ছিল; তাঁর মৃতয়ুর কারণের মাঝে এটিও একটা ফ্যাক্টর ছিলো। শেখ মুজিবর রহমানের মৃত্যু না হলে, বাংগালী জাতি বিশ্ব আজ অনেক উপরের অবস্হানে থাকতো, কিন্তু অনেকগুলো ভুলের মুখে তিনি সঠিক ব্যবস্হা নিতে পারেননি।
আধুনিক বিশ্বের রাজনীতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তোলার কোন দক্ষতা শেখ হাসিনা কোনদিন দেখাননি; কিন্তু পদ দখল করে রেখে, চারিপাশে ভুয়া আওয়ামী লীগের সৃস্ট করে তিনি বাংগালীদের শক্তিশালী রাজনৈতিক দলকে প্রহসনে পরিণত করেন।
তিনি পার্টিকে দুর্বলভাবে পরিচালনার ফলে, পাকি আইএসআই এর সাহায্যে গড়ে উঠা পাকিপন্হী বিএনপি আজ আওয়ামী লীগের প্রতিদ্বন্দী ও বাংগালী জাতীয়তাবাদের জন্য গড়ে তোলা পার্টিকে নাজেহাল করছে। শেখ হাসিনাকে সরায়ে দিয়ে তোফায়েল আহমেদসহ পুরানো আওয়ামী লীগারদের উচিত, পার্টিকে ১৯৭৫ সালের পজিশনে নেয়া।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মন্তব্য করতে মানা ?
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮
পাঠক১৯৭১ বলেছেন: @ মোঃ আনারুল ইসলাম,
Comments are welcome.
Sorry, when I try to reply to any comment, Bengali Font does not work for me. Nedd help on this.
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনার মন্তব্য লিখুন কীবোর্ড বাংলা ইংলিশ বাংলায় ঠিক দেন আশাকরি হবে
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
পাঠক১৯৭১ বলেছেন: Thanks মোঃ আনারুল ইসলাম ,
Something is wrong, I tried in many ways.
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২ দলেরই ১ হাল
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
পাঠক১৯৭১ বলেছেন: বর্তামান আওয়ামী লীগ ও বিএনপি ডাকাত ও মাফিয়াদের দল; জামাত-শিবির জাতির শত্রু।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৪১
গ্রীনলাভার বলেছেন: আপনার কি মনে হয়? - শেখ হাসিনাকে সভাপতির আসনে বসিয়ে তোফায়েল আহমেদরা অবসরে চলে গিয়েছেন?
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: @গ্রীনলাভার ,
না, তোফায়েল অবসরে যাননি; আসলে, শেখ সাহেব একই পোস্টে এত দীর্ঘ সময় ও সরকার প্রধান থাকার সময় আওয়ামী লীগ প্রধান থাকায় উনার উপর কিছু আওয়ামী লীগারেরা ক্ষেপেছিল: যা '৭৫ এর পর স্পস্টভাবে বুঝা গেছে।
তোফায়েল ও ড: কামাল মালেক উকিল ও রাজ্জাককে সভাপতি পদে যেতে বাধা দেয়ার জন্য শেখ হাসিনাকে সভাপতি বানায়, যা ভালো হয়নি।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০২
পথ-হারা এক পথিক বলেছেন: আপনি কি তাহলে পঁচাত্তর পরবর্তি আওয়ামীলীগের পজিশনকে পজিটিভ এটিচিউডে হাইলাইট করে মুজিব হত্যাকে সমর্থন দিচ্ছেন?
শেখ হাসিনার অলটারনেটিভ হিসেবে কাকে আপনি সবচেয়ে যোগ্য বলে মনে করেন?
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮
পাঠক১৯৭১ বলেছেন: @পথ-হারা এক পথিক ,
শেখ সাহেবকে হত্যা করে, বাংগালীদের চিরদিনের জন্য পংগু করে দিয়েছে, সে হত্যাকে আমি সমর্থন দিতে পারি না।
হাসিনাকে সভাপতি বানানোতে আওয়ামী লীগ নিজেই ভুল দিকে চলে গেছে, কারণ হাসিনা কোন রাজনৈতিক তত্ব বুঝতো না; রাজ্জাক থাকলে ভালো হতো; সময়ের সাথে যদি শেখ হাসিনার টার্ম আসতো, তখন ৫ বছরের জন্য সভাপটি থাকলে খারাপ হতো না; সে কেন ৩৩ বছর সেই পদ দখল করে বসে আছে? এগুলো জাতির ক্ষতি করা ছাড়া কিছুই নয়!
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৬
পথ-হারা এক পথিক বলেছেন: দেখুন ব্লগ কোন চায়ের দোকান নয় যে নিজের মতো করে যেকোন একটা বক্তব্য ছুঁড়ে দিবেন। আপনি শেখ সাহেবের হত্যাকে অসমর্থনের কথা বলছেন, অথচ পোস্টে লেখেছেন- পার্টিকে ১৯৭৫ সালের পজিশনে নেয়া । এখানে ৭৫এর পজিশনে নিয়ে যাওয়ার আহ্বানে কি অর্থ দাঁড়ায় তা কি একটু খোলাশা করবেন?
০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫২
পাঠক১৯৭১ বলেছেন: ১৯৭৫ পজিশন হচ্ছে: সমাজতন্ত্র কায়েমে ফেরত যাওয়া
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৬
পথ-হারা এক পথিক বলেছেন: ব্লগে হরিদাশ পালের অভাব নাই। সিজনে সিজনে এদের আগমন হয়। জামাতি সেজে জামাতের সমালোচনা, নাস্তিক সেজে নাস্তিকের সমালোচনা,মোবাইল কোম্পানির চাকুরে সেজে মোবাইল কোম্পানির সমালোচনা! এখন যুক্ত হয়েছে আওয়ামীলীগার সেজে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামীলীগের সমালোচনা। ঘুমিয়ে আছে লক্ষ রনি ব্লগের চিপায় চিপায়
০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬
পাঠক১৯৭১ বলেছেন: ব্লগিং ক্রমান্নয়ে এনালাইকেল বুদ্ধির মানুষ তৈরি করবে; কারণ, ইন্টারএকটিভ আলোচানার সময় সঠিক লজিক্যাল উত্তর দিতে হবে।
আমি সিজন্যাল কেহ নই।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৯
মামুন হতভাগা বলেছেন: ব্লগ হল আজীবন বিনুদুনের উৎস,চালায় যান
এরশাদ কাগু নাই,দেশে ১৬ কোটি মানুষের সার্টিফিকেট পাওয়া বদ্ধ পাগলের স্থানটা খালি আছে
০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৯
পাঠক১৯৭১ বলেছেন: আপনি যাকে যেভাবে নেবেন, সেটাই আপনার কাছে তাই হবে; ওটুকুই আপনার ধারণ ক্ষমতা।
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫
পথ-হারা এক পথিক বলেছেন: সমাজতন্ত্র কায়েম করতে হলে দেশের সব মানুষকে ফেরেশতা হয়ে যেতে হবে। আপনার কাছে কিন্তু একটা প্রশ্ন ছোঁড়া হয়েছিলো- বর্তমানে শেখ হাসিনার অলটারনেটিভ হিসেবে কাকে আপনি সবচেয়ে যোগ্য বলে মনে করেন?
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২
পাঠক১৯৭১ বলেছেন: @পথ-হারা এক পথিক ,
Alternative to Sk. Hasina, as the PM should be Educationn minister Naheed; and Tofael should replace her as the party chaiman.
Socialism creates Angels; socialism is the economoi solution for the poor, uneducated nations.
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৯
পথ-হারা এক পথিক বলেছেন: তাহলে আপনি কি মনে করছেন তোফায়েল, নাহিদ আর হাসিনা এক নৌকাতে তিন মাঝি, যাদের আইডিওলজিতে ফারাক রয়েছে?
সমাজতন্ত্র নিয়ে তর্ক-বিতর্ক চলতে পারে, সমাজতন্ত্রনির্ভর দেশ নিয়ে আলাপন করা যায়।কিন্তু এতে করে পোস্টের মোটিভ ঘুরে যাবে। সমাজতন্ত্র স্বপ্ন দেখাতে পারে, কিন্তু বাস্তবায়নের অংকে সে খুব কাঁচা।
বাংলা ব্লগে সাধারনত ইংরেজি না লিখতে উৎসাহিত করা হয়। IELTS এ ৬.৫ পাওয়া স্টুডেন্টরাও ব্লগে বছরের পর বছর বাংলাতেই লিখে যাচ্ছে, কিন্তু ওরা হরিদাস পাল নয়।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২১
পাঠক১৯৭১ বলেছেন: আমি যখন সামুতে যাই, সামু নিজেই 'ডিফল্ট' ইংরেজী করে দেয়, তখন বদলানো সম্ভব হয় না; তাই অনেক সময় ইংরেজীতে লিখতে হয়।
ক্যাপিটেলিজম ও সমাজতন্ত্রের অর্থনীতিটা অংকে লেখা; আপনি যদি সে অংক জেনে 'সমাজতন্ত্র' ইমপ্লিমেন্টশনে কাঁচা বলেন, তা'হলে আপনি অংক কম জানেন; অথবা আপনি 'ডাস কাপিটাল' ও লেনিনের ৫২টি বই পড়েননি।
তোফায়েল সামনাসামনি যুদ্ধ করেননি; কিন্তু যাঁরা যুদ্ধ করেছিলেন তাঁদের দেখেছিলেন, তাঁদের স্বপ্নটা এখনো উনার মাঝে থাকতে পারে। নাহিদ এডুকেশন মিনিস্টার হিসেবে মোটেই ভালো করেনি; তবে, বর্তমান আোয়ামী লীগের ভেতরে সবার চেয়ে দক্ষ। হাসিনাকে বলতে হয় মগজহীন।
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৪
পথ-হারা এক পথিক বলেছেন: মামুন হতভাগা বলেছেন: ব্লগ হল আজীবন বিনুদুনের উৎস,চালায় যান
এরশাদ কাগু নাই,দেশে ১৬ কোটি মানুষের সার্টিফিকেট পাওয়া বদ্ধ পাগলের স্থানটা খালি আছে
কমেন্টটা চোখে পড়ে নাই। হাস্তেই আছি...
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৬
পাঠক১৯৭১ বলেছেন: @পথ-হারা এক পথিক,
আমার পোস্টের গুণ হলো আপনাকে হাসাবে।
হাসতে থাকুন। কয়জনের পোস্ট পরে হাসতে পেরেছেন? পাগল কিন্তু কমপক্ষে ৩ বার হাসে
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৬
পথ-হারা এক পথিক বলেছেন: কি আর করা ভাই, একদা ব্লগে হরিদাশ পালের লেখা পড়ে হেসেছি, এখন ব্লগে বিনুদুন বেড়েছে বহুলাংশে।
আচ্ছা, ১৭ নং কমেন্টের কি কুনু উত্তর পাবোনা? কিছু গ্যান আহরন করতে চাই।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৩
পাঠক১৯৭১ বলেছেন: ১৭ নং এর উত্তর দেয়ার চেস্টা করেছি।
সামুতে হরিদাস যদি মাত্র ১ জন থাকে, সেটা আপনি।
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৬
পথ-হারা এক পথিক বলেছেন: ওমাগো তাই নাকি? তবে ভাই আপনার কথায় মনে বড় দুস্ক পাইলাম। কারন সব দাসের টাইটেল নিতে রাজি আছি, মাগার হরিদাসের টাইটেলটা নিয়া নিলে রিভার্স নিকগুলোকে অপমান করা হবে।
একদা হরিদাস হাজারো নিকে আওয়ামীলীগ, বিএনপি, জামাত, আস্তিক, নাস্তিক , মেয়ে, বাচ্চা, বুড়া সব সাজতো। আর এখন হরিদাস ব্লগের পাতায় পাতায় দেখতে পাচ্ছি।
আচ্ছা, আপনাকে ১৭ নং কমেন্টে কয়েকটা প্রশ্ন করেছি, কিন্তুক উত্তর বেশ পরে করেছেন। যাউজ্ঞা।তবে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্নয়ে এই পোস্টের কমেন্টগুলো হয়তো ভবিষ্যতে আমার বা অন্য কোন ব্লগারের কাজে লাগবে। দেখা হবে অন্য কোন পোস্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।
০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৯
পাঠক১৯৭১ বলেছেন: ভালো থাকুন, আমরা সবাই চাই সুন্দর সবল বাংগালী জাতি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০
পাঠক১৯৭১ বলেছেন: আওয়ামী লীগকে হাসিনামুক্ত করে, কমপক্ষে ১৯৭৫ সালের পজিশনে বা ১৯৪৯ সালের পজিশনে নেয়া দরকার; না হয়, পাকিদের পার্টি বিএনপ ও জামাত-শিবিরকে পরাজিত করা সম্ভব হবে না।