নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

জাতির ১০০ বিলিয়ন ডলারের ক্ষতি করে কে ক্ষমতায় থাকতে পারবে?

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

রাজাকারদের রায় শুরু হওয়া থেকে আজ অবধি খালেদা বেগমের নেতৃত্বে শিবির, জামাত, বিএনপি ও হেফাজত জাতিকে আক্রমণ করেছে: নিরীহ মানুষ নিহত হয়েছে ২০০ শতের মত, আহত হয়েছে প্রায় ২০০০, রেল ও সরকারী যানবাহন, পুলিশের সম্পত্তি, গার্মেন্ট ব্যবসা, গাছ কাটা, মানুষ পোড়ানো, লেখাপড়ার ক্ষতি হিসেব করলে ১০০ বিলিয় ডলারের মতো জাতির ক্ষতি হয়েছে; পরিবারের আয়ের লোক নিহত হওয়ায় ও আহত হওয়া হাজার হাজার পরিবার ২০/৩০ বছরের মতো দীর্ঘমেয়াদী সমসায় নিপতিত হবে।



এগুলো সব হিসেবের পর, খালেদা বেগম ক্ষমতায় এসে কি টিকতে পারবে? আমাদের দায়িত্ব হবে উনার বিচার করা।



তিনি দাবী করেছেন যে, রাজাকারদের বিচার স্বচ্ছ হয়নি; দুই লাখ বাংগালী মা-বোনকে পাকিস্তানীদের হাতে তুলে দিয়েছিল রাজাকারেরা; এদের মাঝে কয়েক হাজারকে পাকিরা হত্যা করেছে; এসব মা-বোনেরা তো পাকিদের বিরুদ্ধে অস্ত্র ধরেনি, রাজাকারদের বিপক্ষে অস্ত্র ধরেনি: কি কারণে এসব মা-বোনকে নির্যাতনের পর হত্যা করা হয়েছিল, এসব মা-বোনের জন্য যারা দায়ী তাদের কি ধরণের স্বচ্ছ বিচার উনার দরকার?



খালেদা বেগম জাতির বিরুদ্ধে শিবির, হেফাজত, রোহিন্গাদের গেরিলা যুদ্ধে উৎসাহ দিয়ে ক্ষমতা দখলের চেস্টা করছে; এগুলোর ফলাফল ভালো হবে না; জাতি এগুলোর বিচার করবে; ক্ষমতায় এলেও উনার বিচার হবে। তবে, উনি আর ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনা ও খালেদা বেগমের পতন হয়ে গেছে, মনে হয়!

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

পথহারা সৈকত বলেছেন: বাচ্চা হাম্বা............ B:-) B:-) B:-) B:-)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১০

পাঠক১৯৭১ বলেছেন: বাচ্ছা নই, '৭১ এর জেনারেশন।

আপনারের একটা সুবিধা হলো, আপনারা ওভার-পপুলেশনের সময় জন্মানোতে মগজ কম, ভাবতে হয় না।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১০

পাঠক১৯৭১ বলেছেন: খালেদা বেগম ও হাসিনার দিন এখানেই শেষ!

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

ইসপাত কঠিন বলেছেন: ১০০ বিলিয়ন ডলার মানে ৭০০ কোটি ডলার। ৭০০ কোটি ডলার মানে ৭০০*৮০= ৫৬০০০ কোটি টাকা। ছাপ্পান্ন হাজার কোটি টাকা। ছাপ্পান্ন হাজার কোটি টাকা।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

HHH বলেছেন: এখনই ইন্ডিয়ান ভিসা এপ্লাই করেন। সময় কিন্তু একদম শেষের দিকে।
যখন ধারী হাম্বাগুলার সিরিয়াল আসবে তখন আপনার মত কচি হাম্বার খবরও কেউ নিবে না।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

মেহেদী_বিএনসিসি বলেছেন: জাতি আজ বুঝছে মঈন উ আর ফকরুদ্দিন কখোনোই ভিলেন ছিলেননা.....তারাই ছিলেন এইক্ষমতালিপ্সুদের জন্য কোরামিন.......তাদের ভিষন ভাবে আবার মিসাইতাছি.... :(

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০

পাঠক১৯৭১ বলেছেন: @মেহেদী_বিএনসিসি,

We have to bring them back, only those people kick these so called politicians.

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১

পাঠক১৯৭১ বলেছেন: @ HHH ,
Man you have seroius problem: low in brain.

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৬

HHH বলেছেন: @পাঠক১৯৭১
your brain is smaller than my 1 ball... mate.

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪২

পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,

Donkeys have balls in their head, take tyour balls out of your head man; that will give you a chance to think like a chicken at least.

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১০

নজরুলের লাঠি বলেছেন: কিহে ইন্টারনেট ব্যবসায়ী। ফেবুতে পেইজ খুলে সামু নিয়া তো কতো কিছু লিখো। আবার কেন বাপু সামুতেই বারে বার ফিরে আসো ? ;)


খুব খিয়াল কৈরা ? X( X((

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১২

নজরুলের লাঠি বলেছেন: লজ্জা করেনা? ফেবুতে সামুর বিরুদ্ধে পেইজ খুলে আবার মাল্টি দিয়া সামুতে ল্যাদাইতে আসো? X(

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩০

পাঠক১৯৭১ বলেছেন: @ নজরুলের লাঠি,

নজরুলের লাঠি or whatever, lost your head like chicken?

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

HHH বলেছেন: ভারতের ফেন্সিডিল খাইয়া এখন সবখানে মুরগী দেখতাছে।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

পাঠক১৯৭১ বলেছেন: ফেনসিডিল যেহেতু মানুষ চাচ্ছে, বাংলাদেশে তা তৈরি করা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.