নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

হাসিনার অদক্ষতা জাতির জন্য কমপ্লেক্স সমস্যার সৃস্টি করছে

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

২০০৯ সালে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হয়ে, আওয়ামী লীগ থেকে অন্য কেহকে প্রধানমন্ত্রী বানালে দেশের অবস্হা আজ অন্য রকম হতো, ভালো হতো; শেখ হাসিনা একটি ব্যাপারে খেয়াল রাখে, উনার নিজের চেয়ে কোন দক্ষ লোককে পার্টি বা সরকারে রাখেন না: এতে উনার 'জমিদারী মন' ভালো থাকে, কিন্তু জাতিকে এ জন্য গচ্ছা দিতে হয়; আজ যেভাবে মানুষ পুড়ছে, মরছে, ১০০ বিলিয়নের ক্ষয়ক্ষতি হচ্ছে , তা উনার অদক্ষতা ও ভুলের জন্য হচ্ছে।



গ্রেনেড হ্ত্যার জন্য ২০০৯ সালেই খালেদা বেগমের জেলে চলে যাবার কথা; ২০০৯ সালেই ৩০/৪০ জন রাজাকারের ফাঁসী কার্যকরী করা সম্ভব ছিল। জেনারেল আজম খান, এক বছরের মাঝে বিচার করে মওদুদীর ফাঁসীর রায় নিয়ে এসেছিল: দক্ষতার দরকার।



এবারের কথা ভাবেন, বেগম রওশনকে কেন মন্ত্রীত্ব দেয়া হয়েছিল, উহা জাতির কি কাজে লাগার কথা? এখন বেগম রওশন নেই: কচু পাতার উপর প্রস্রাবের মত: এই আছে, এই নেই! যমুনা গ্রুপের নুরল ইসলাম বাবুলের বউ কি এক সুলতানা উনার নাম, উহাকে কি কাজে ব্যবহার করা সম্ভব, শিবিরের গেরিলা যুদ্ধের কিছু বুঝবে সেই মহিলা? এইসব আবর্জনা জাতির মাথায় তুলে দিলে জাতির কি অবস্হা হওয়ার কথা? আসলে সেটাই হচ্ছে।





মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

পাঠক১৯৭১ বলেছেন: প্রেসিডেন্ট কি মাউন্ট এলিজাবেথে, না ঢাকায়, সেটা জানাও কস্টকর; যাক, উনাকে বলার দরকার যে, জরূরী অবস্হা ঘোষনা করে, আর্মি দিয়ে শিবিরের সন্ত্রাসী গেরিলাদের দেশ ছাড়া করে, দেশে শান্তি আনতে। নির্বাচনের দরকার নেই।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

HHH বলেছেন: আহারে, নির্বাচন না করে আর্মি দিয়ে সবাইকে পিটিয়ে দেশের রাজা হয়ে থাকার স্বপ্ন। আর্মি কেন আপনাদের হেন মহান কাজে নিজেদের অকাতরে বিলিয়ে দিবে জানতে মঞ্চায়। তার উপরে আবার ৫৭ জন সেনা অফিসারের রক্তে যাদের হাত রঞ্জিত তাদের সাহায্য করার তো কোন কারণ দেখছি না।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,
First of all, about the killed 57 Army officer: I will not call them officer; they were same in the name of office, for nobody can kill so many officers, if they were officers!

The nation should prosper, it deserves to free itself from the criminals, terror & idiots, that where the Army fits; the army has to chase the teroor, criminals & idiots out of the country.

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,
Sorry for Font & typos.

First of all, about the killed 57 Army officers: I will not call them officers; they were shame in the name of officers, for nobody can kill so many officers, if they were officers!

The nation should prosper, it deserves to free itself from the criminals, terror & idiots, that where the Army fits in; the army has to chase the terror, criminals & idiots out of the country.

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

HHH বলেছেন: আপনি যে অফিসার এর নতুন সংজ্ঞা দিলেন সেটা কি অক্সফোর্ড ইউনিভার্সিটি জানে?

আমরা দেশে একটা ভাল সরকার চাই, এমন কাউকে চাই না যে ক্ষমতায় গেলে যা খুশি তাই করবে আর জীবনেও ক্ষমতা থেকে নামতে চাইবে না। একটা ভাল নির্বাচন চাই যেখানে আমরা ভোট দিয়ে নিশ্চিত হতে পারি আমাদের ভোটে একটা সত্যিকারের প্রতিদ্বন্দিতা হবে।

ভাল সরকার প্রতিষ্ঠা হলে ক্রিমিনাল টেরর এমনিতেই চলে যাবে। চাপাতির কোপে মানুষ মরবে না

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,

I have seen Bangalee officers in 1971: they fought, some of them gave lives, won a country for us.

Thosr who gave lives in Pilkhana, they even forgot their basic training of saving own lives and understanding of their own troops.

Because of our low education rate, people like Khaleda, Hasina, Ershad, Golam Azam cheated our people; we have to punish those people and get rid off these low brain culprits.







৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

HHH বলেছেন: mate ... have you ever been in the place between life and death? in front of a barrel? has anyone ever made your family hostage?
that was a trap and a master plan. learn more from this blog, i'm sure u'll find many info here.

talk like this is very easy, mate... reality can make u piss in your pant ...
u know what i mean? ;) ;) ;)

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:

অতি গুরুত্বপুর্ন ঢাকা - চট্টগ্রাম রেলওয়ে ও হাইওয়ের নিরাপদ চলাচলের ব্যাবস্থা করতে হবে।
ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে নির্বিঘ্ন চলাচলের জন্য সেনাবাহিনীর সহায়তা নিতে হবে।
পুলিশ, স্থানিয় পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি ও ভলান্টিয়ার নিয়োগ করে যে কোন মুল্যে ঢাকা - চট্টগ্রাম রেলওয়ে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে।
Click This Link

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৪

পাঠক১৯৭১ বলেছেন: @HHH ,
I was a target for 9 months, and I used guns for 8 months; so, nothing special here.

Building a nation needs education, skills, experience and dedication; please look for people with these virtues.

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৫

পাঠক১৯৭১ বলেছেন: @ হাসান কালবৈশাখী,
You are right, we have to secure our every resource, every life, every property.

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: জয় বাংলা।

জয় বালকানা।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪

পাঠক১৯৭১ বলেছেন: @ কামাল উদ্দিন ফারুকী জুয়েল,

You have limited thinking capabilities.

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

বিপ্লব06 বলেছেন: It's very unfortunate to hear such comments about the army officers who claims to be a "target for 9 months, and used guns for 8 months". It seems like, you would label our Army as "a bunch of cowards" because they did not intervene and crush the BDR mutiny.

No offense sir I respect your opinion but couldn't agree with that.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.