নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

বড় লাঠি আসছে, অবরোধ পবরোধ সব শেষ হবে

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

আজকে কি অবরোধ, নাকি হরতাল, নাকি দুটোই? অনেকই হিসেবও হারিয়ে ফেলেছেন; নাগরিকেরা এগুলোর অবসান চায়: খালেদা বেগমের ও শেখ হাসিনার ক্ষমতার লড়াই ২৩ বছরে ক্রমেই চরমের দিকে গিয়েছে; এবার খুন, পোড়ানো, আহত ও সম্পদ ধ্বংসের যে ইতিহাস হয়েছে, মানুষ এর শেষ দেখতে চায়।



খালেদা বেগম শীঘ্রই অবরোধ পবরোধ ভুলে যাবেন, উনাকে লালঘরে যেতে হবে, উনার গেরিলারা পালাবার যায়গা খুজে পাবে না: বড় লাঠি আসছে: প্রেসিডেন্ট উনার বাসভবন মাউন্ট এলিজাবেথ ছেড়ে ঢাকা অফিসে এসেছেন, বড় লাঠি-ওয়ালারা রাস্তায় আসছে, শিবিরের গেরিলারা নিজকে ছাত্রলীগ হিসেবে পরিচয় দেব নেকড়েরা ভেঁড়ার চামড়া পরে ঘুরবে!



তত্বাবধায়ক কিংবা সর্বদলীয় সরকার হোক, যেভাবেই হোক শেখ হাসিনাই ক্ষমতায় আসবে: হাসিনা একটা ব্যাপারে বোধ হয় কঠিন সিদ্ধান্ত নিয়েছে যে, খালেদা বেগম যেন আরেকবার গ্রেনেড আক্রমণের সুবিধা না পায়, এক জর্জমিয়াই যথেস্ট ও বেগম খালেদার 'রাজনৈতিক নেতাদের' আবার বাংলাদেশ সরকারে আনতে না পারে।



শক্তি ও কারচুপিতে দু'জনেই ওস্তাদ: অবরোধ, হরতাল হলো শক্তি; তত্বাবধায়ক ও সর্বদলীয় সরকার হলো কারচুপির কারকানা; এবং এগুলো পুরো জাতির স্বাধীনতার ফলকে সালমান, ফালু, ফারুক, শাহ আলম, বাবুল, বাদল, ওরিয়ন, আবুল খায়ের, বসুন্ধরা, ডান্ডি ডাইং, মন্নুসিরামিক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, নর্থ সাউথেদের ঘরে পৌঁছায়ে দিয়েছে। এগুলোর অবসান হওয়া দরকার, সেই অবসানের শুরুর শুরু হওয়া দরকার।



২৩ বছরের ইতিহাস থেকে বুঝা যাচ্ছে, এই ২ অপশক্তির অবসান ঘটানোর ক্ষমতা সাধারণ নাগরিকদের নেই: এদের ধ্বসের চাবি এদেরই হাতে; জেনারেল জিয়াকে থামাতে পেরেছেন জিয়ার মুক্তিযোদ্ধা সাথীরা; বেগম খালেদাকে থামাতে পারবে শুধু শেখ হাসিনা, এবং উল্টোটাও সত্য; সুতরাং তাই হোক; যেহেতু বড় লাঠি এখন শেখ হাসিনার হাতে, সেই বেগম খালেদার পতন ঘটাক; শুধু বেগম খালেদার পতনের পর, শেখ হাসিনার প্রয়োজনীয়তা শেষ হবে।



























মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮

পাঠক১৯৭১ বলেছেন: বড় লাঠি আসছে, খালেদা বেগমের 'ট্রয় অরোধের' অবসান ঘটবে: উনার গেরিলারা গর্তে ঢুকবে; পেট্রোলের দাম কমে আসবে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

জনাব মাহাবুব বলেছেন: বড় লাঠি আসছে। খালেদা জিয়ার অবসান হবে এবং সারা বাংলা উন্নয়নের জোয়ারে ভেসে যাবে, ছাত্রলীগ-যুবলীগ খুন খারাবী বাদ দিয়ে সাধু হয়ে যাবে, ১টার বদলে ৪টা পদ্মা সেতু হবে, চালের কেজি ১০ টাকা হবে, ঘরে ঘরে বিদু্ৎ পৌছে যাবে, কেউ বেকার থাকবে না, দেশ ইউরোপ আমেরিকা হয়ে যাবে, আমাদের দেশ থেকে আর বিদেশে কামলা খাটতে যাবে না। বিদেশ থেকে আমাদের দেশে কামলাগিরি করতে লোকজন আসবে। বাংলার মানুষ সুখে দিনাতিপাত করবে, কারও সাথে কারও শত্রুতা থাকবে না, সবাই লীগ লীগ হয়ে ভাই ভাই বনে যাবে। সবার মুখে হাসি ফুটিয়ে জননেত্রী এই বাংলাকে শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা বানিয়ে ছাড়বে।

সবাই বলো একসাথে জয় বাবাজি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। B-)) B-)) B-)) B-))

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: খালেদার অবসানের পর, হাসিনার হাতে কি দেশ অর্থনৈতিভাবে এগিয়ে যাবে? না, কখনো তা ঘটবে না; কারণ শেখ হাসিনা সেসব বুঝে না।

আপনার কথায় মনে হচ্ছে, আপনিও ইকোনোমি, ফাইন্যান্স, টেকনোলোজি বা নাগরিকের মৌলিক অধিকার বুঝেন না।

এর পর, ৫০% লেখা পড়া জানে না; লেখাপড়া জানাদের মাঝে অনেকেই বলদ, যেমন মুহিত ও ড: আতিয়ার: ৫ বছরে এমন কোন পদক্ষেপ নেয়নি যে, জাতির মাথাপিছু আয় বাড়বে!

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

HHH বলেছেন: মালুরা এখনো আশা করে আছে দুর্গাদেবী তাদের স্বজাতিদের পতন কোনভাবে ঠেকিয়ে দিবে?

হাহাহাহা

B-)) B-)) =p~ =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

পাঠক১৯৭১ বলেছেন: মালু, ফালু, গালুভাই
HHH এর খবর নাই

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

HHH বলেছেন: মালুরা এখনো আশা করে আছে দুর্গাদেবী তাদের স্বজাতিদের পতন কোনভাবে ঠেকিয়ে দিবে?

হাহাহাহা

B-)) B-)) =p~ =p~ =p~

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: হাসতে থাকে, নিজের বগলে কাতুকুতু দেন, হাসির শেষ হবে না।

আমি শেখ হাসিনাকে পছন্দ করি না; কিন্তু চাই যে, সে গ্রেনেড আক্রমণকারীদের অবসান ঘটাক, ১৯৭১ সালের রাজাকারদের কয়েকজনকে ঝুলায়ে জাতিকে দেখায়ে দিক যে, জাতির বিরু্দ্ধে যুদ্ধ করে, সে জাতির পুনরায় ক্ষতি করলে রশিতে ঝুলতে হবে।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

HHH বলেছেন: আমিও চাই রাজাকারের বাচ্চারা ফাসিতে ঝুলুক। তাহলে হাম্বাদের রাজনীতিও শেষ হয়ে যাবে। এই ইস্যু বিক্রি করেই ২০০১ সাল থেকে হাম্বারা টিকে আছে।

কিন্তু তাতে মালুদের কি সুবিধা বুঝিয়ে বলেন

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

পাঠক১৯৭১ বলেছেন: @HHH,

মালু বলতে যদি আপনি হিন্দুদের বুঝান, তা'হলে কিন্তু এটা অপরাধ।

শেখ হাসিনা ৩৩ বছরে হাজার বার প্রমাণ করেছে যে, অর্থনীতি বা মানুষের মৌলিক অধিকার বুঝার মতো মগজ উনার নেই; কিন্তু ১৯৭১ সালে মানুষ প্রাণ দিয়ে এদেশ স্বাধীন করেছিলেন পাকিস্তান থেকে ভালো থাকার জন্য। জেনারেল জিয়া, এরশাদ, খালেদা ও হাসিনা মানুষের সে আশায় লাথি মেরে ৫০ লাখ বাংগালীর হাতে বাংলার সম্পদ তুলে দিয়েছে।

খালেদা ও হাসিনার অবসান হওয়া দরকার; কিন্তু বর্তামন দুর্বল জেনারেশন তা করতে পারছে না; হাসিনা যদি খালেদাকে ধ্বংস করতে পারে, তারেক ও জয়ের ডাকাতি থেকে জাতি বাঁচবে; আর খালেদা না থাকলে জাতি হাসিনাকে বিদায় দেবে; এবং মনে হচ্ছে তাই ঘটতে যাচ্ছে।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

HHH বলেছেন: নিজেকে স্পেশাল জ্ঞানী ভাবা ছাড়ুন। মালুদের মুখে বাংলাদেশ হলেও মনে থাকে ভারত। মুখে নাস্তিকতা থাকলেও মনে থাকে ইসলামবিদ্বেশ, মুখে চুশীল ভান থাকলেও মনে থাকে আম্লীগ। এইসবের সাথে বাংলার মানুষ খুব ভালভাবে পরিচিত হয়ে গেছে। হাছিনা খালেদা কেউ কাউকে ধ্বংস করতে পাড়বে না। এতো বড় জনগোষ্ঠীকে কখনোও ধ্বংস করা সম্ভব না। আর মালুরা চায় আমরা মারামারি করি আর ওরা বিশ্বকে দেখাক মুসলিমরা খারাপ, নিজেদের দেশে মারামারি করে। তোমার মত বোকা*দা দের জন্যই দেশে আজকে একজন আরেকজনকে ধ্বংস করার জন্য উঠে পরে লাগছে। কেন, মিলে মিশে থাকলে কি সমস্যা ছিল? একজন আরেকজনকে ধ্বংস করার জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল?
এই মনভাব নিয়ে মালুরাই এইদেশে আমাদের একে অন্যের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, তাদের সাথে আছে ভারত।
আসলে আমাদের উচিৎ সবাই এক হয়ে এইসব খারাপ মালুদের শায়েস্তা করা।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: @HHH,

বাংলাদেশের ৫০% মানুষ পড়তে পারে না; ৭০% মানুষের রাজনৈতিক শিক্ষা নেই; ৯৫% মানুষ অর্থনীতি বুঝে না; ফলে, দেশের মানুষের মৌলিক চাহিদা পুরণ করতে হবে, কিছু শিক্ষিত মানুষকে, যারা এ জাতিকে ভালোবাসেন।

ভারত সম্পর্কে আপনার ধরণা সঠিক নয়: ড: আবুল কালামকে মনে হয় আপনি চিনেন না; তিনি বাংলাদেশের ক্ষতি চাইবেন না; মনমোহন সিং চায় বাংলাদেশ ভালো করুক।

বরং ৫০ লাখ বাংগালী বাংলার সব সম্পদ দখল করে, মানুষকে বিভ্রান্তির মাঝে রেখেছে শেখ হাসিনা, খালেদা, এরশাদ, বদরুদ্দোজা, কাজী জাফর, ফখরুলদের মত ৩০০/৪০০ লোককে ব্যবহার করে।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

পার্থ বসাক বলেছেন: ভালো লিখেছেন , দুইটাই সাপ , আগে এক সাপ আর এক সাপকে খাওয়া দরকার জনগণ এর পর বেঁচে যাওয়া সাপ রাখবে কি রাখবে না ডিসাইড করবে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬

পাঠক১৯৭১ বলেছেন: ১৯৮০ সালের দিকে এই ২ অজগর বাংলাদেশের মানুষকে বন্দী করেছে; সাহসী মানুষ ছিল না এদের সরাতে; এখন ২ জনই ধ্বংসের দিকে যাচ্ছে, আমাদের উচিত শক্তিশালীটাকে সাপোর্ট করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.