![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারানকোর ঢাকা অবস্হানের সময় কাদের মোল্লার ফাঁসী কার্যকর হবে না, মনে হচ্ছে।
আগামীকাল 'স্হগিতাদেশের' উপর শুনানী হবে: ফাঁসীর রায়ের উপর নয়। স্হগিতাদেশের অর্ডার নেয়া হয়েছে খুবই অস্বাভাবিক উপায়ে; সুতরাং, এ স্হগিতাদেশ সময় শেষ হওয়ার পর, স্বাভাবিকভাবে আর কার্যকরী থাকবে না; কাদের মোল্লার রায় কার্যকরী করার পথে সকাল ১০ টার পর, শুনানী 'শেষ হওয়ার' পর, আর কোন বাধা থাকবে না।
সকাল ১০টার শুনানীতে যদি, নতুন করে স্হগিতাদেশ দেয়, তখন সরকার পক্ষ সেই স্হগিতাদের পরিহার করার জন্য আবেদন জানাতে পারবেন। যে আইনে কাদের মোল্লার ফাঁসী হয়েছে, সেখানে 'রিভিউ'এর কোন ব্যবস্হা নেই।
যে বিচারপতি আজকে ফাঁসির স্হগিতাদেশ দিয়েছে, আগামী কাল সকালে সে নিজে কিভাবে তা ব্যাখ্যা করবে তা দেখার বিষয়: কারণ এই আদেশ মোটেই স্বাভাবিক নয়; কারণ, যাদের আপীল টিকেছে, সেই পক্ষ ব্যতি্ত কোন প্রকারেই এ ধরণের সেশন বসতে পারে না। আপিলের পক্ষে আছে দেশের এটর্নী জেনারেল; তাকে ব্যতিত সেশন করা মানে বিচারক স্বাভাবিক আচরণ করেনি: বিচারকের ব্যখ্যা থেকে বুঝা যাবে, তার কি ইনটারেস্ট ছিল।
এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে, 'কয়েক ঘন্টা বাঁচিয়ে রাখতে পারলে, পরে কিছু ঘটার সম্ভাবনা আছে', এ ধরণের কোন আইডিয়া কাজ করছে এখানে। জামাত, খালেদার অস্বাভাবিক রাজনৈতিক পদক্ষেপ, সরকারের প্রতিরক্ষামুলক পদক্ষেপের মাঝে কোন কিছু অনুমান করা কঠিন; আরো সমস্যা হচ্ছে, জামাতী আইনবিদগণ মিথ্যুক ও ষড়যন্ত্রকারী।
মনে হয়, কালকের শুনানীতে নতুন কোন পদক্ষেপ নেয়া হবে না; আজকে স্হগিতাদেশের সময় শেষ হওয়ার পর ফাঁসী কার্যকরী করতে কোন বাধা থাকবে না।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল তথ্য
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৮
পাঠক১৯৭১ বলেছেন: @পরিবেশ বন্ধু,
Sorry, I have Font problem.
Just trying to understand all the things happening.
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৩
কলাবাগান১ বলেছেন: This forced them to submit 'review' petition without waiting
for 21 days
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৯
পাঠক১৯৭১ বলেছেন: @কলাবাগান১,
হ্যাঁ, তাও হতে পারে।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
আমি চেয়েছিলাম ১৬ ডিসেম্বর রাত ২টায়।
বিজয় দিবসের প্রথম প্রহরে জামাত-শিবির মাথা তুলতেই পারত না।
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
পাঠক১৯৭১ বলেছেন: @কালবৈশাখীর ঝড়,
তারানকো বাংলাদেশে থাকাকালীন রাজাকারকে না ঝুলাতে অনুরোধ করেছে, মনে হয়।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
দখিনা বাতাস বলেছেন: তারানকো ভাইরে বিমানে উডাও- রাজাকাররে ফাসিতে ঝুলাও
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
পাঠক১৯৭১ বলেছেন: @দখিনা বাতাস,
Nothing to hurry, these people will be punished.
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১২
পাঠক১৯৭১ বলেছেন: বাংগালীরা ভালুকের মতো, এরা ঘুমিয়ে থাকে, যখন জাগে তখন তস্করের শেষ দিন।