![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'সর্বদলীয় সরকার' পুর্ণাংগ সরকার নয়, এটা নির্বাচনকালীন সরকার; সর্বোপরি, সরকারের যে অবস্হা সবকিছু সঠিভাবে চালানো সম্ভব নয়: বিশেষ করে অবরোধ, হরতাল ও এরশাদের এরশাদীয় ভাঁড়ামীর কারণে। তারানকোর উপস্হিতি, অবরোধের চাপ, সরকারের মাঝে থাকা জামাত-বিএনপি'র লোকদের চাল, সবকিছু মিলে সরকারের অবস্হা ভালো নয়।
তবে, এগুলোর অবসান হবে; যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকর হবে: শাস্তি কার্যকর করার জন্য অধীর হওয়ার প্রয়োজন নেই।
১৯৭১ সালে সাড়ে ৭ কোটীর মাঝে ৬ কোটীর মত মানুষ স্বাধীনতা চেয়েছিলেন, তার জন্য মুল্য দিয়েছিলেন; সেই ৬ কোটীর মাঝে ৩ কোটী যদি বেঁচে থাকেন, এ বিচারগুলো তাঁদের জন্য অবশ্যই বিশেষ ঘটনা; তাঁরা এ বিচারগুলোর শাস্তি দেখতে চান; কিন্তু অনেক কিছু বদলে গেছে গত ৪২ বছরে।
মুক্তিযোদ্ধারা ক্ষমতায় নেই, ক্ষমতায় ছিল না; তাঁদের হাতে জাতি থাকলে জাতি নিরপত্তায় ও সুখে শান্তিতে থাকতে পারতো; কিন্তু তা ঘটেনি; তাই এখন যা আছে, তা নিয়ে ধৈয্য ধরে থাকটে হবে, অধীর হলে চলবে না।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪
হাসিব০৭ বলেছেন: সর্বদলীয় সরকার হইল হাম্বার দালাল দের মতে। কেননা যেখানে সব দলের নেতারা উপস্থিত নয় সেটা কিভাবে সর্বদলীয় হল বুঝিনা। রং হেডেড প্রধান হলে তার শিশ্যরা্ তো রং হেডেড হইব। নিম গাছ থেকে কি আম আশা করা যায়????
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
ইউরো-বাংলা বলেছেন: কাদের মোল্লার উস্তাভাজি- ডাল, বৈকালিক গান এবং একটি চিরকুটের ইতিকথা...
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: @হাসিব০৭ ,
The country is going thru difficult situation: Hasina & Khaleda being the leaders of the biggest parties grabbed the power & abused the nations for long years.
The situation is worsening now; at this point. power should not go to Khaleda; the power should go to the right people from Hasina; it has to go thru this process only.
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
পাঠক১৯৭১ বলেছেন: @ ইউরো-বাংলা,
Kader Mollah should pay for what he did to the nation.
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
হাসিব০৭ বলেছেন: আপনারা বিশ্বাস করেন কিন্তু আমি বিশ্বাস করি না যে হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব তাও আবার জাতীয় নির্বাচন। এটা একমাত্র দলান্ধ ছাড়া কোন সাধারন মানুষই মানতে চায় না কেননা আমিও সাধারন মানুষের মধ্যে একজন। কোন রাজনৈতিক দলকেই পছন্দ করি না তবে একটা কথা বলব হাসিনার শাসন থেকে খালেদার শাষন অনেক ভাল ছিল তা পয়েন্ট আকারে দিলামঃ
১. শেয়ার বাজারে ধ্বস যা খালেদার সময় কখনই ঘটেনি
২. উন্নয়ন যথেষ্ট হাসিনার সময়ে হয়েছে তা মানি কিন্তু দূর্নীতিও হয়েছে ব্যাপকভাবে
৩. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করেছে তা ঠিক আছে কিন্তু সেটা ঠিক মত চালাতে পারেনি
৪. আগে বিদ্যুত বিল আসত ৭০০+ কিন্তু এখন আসে ১৮০০-২০০০ টাকা
৫. চালের দাম কি সত্যি অনেক কমেছে মানে দ্রব্যমূল্যের দাম
৬. মন্ত্রী এমপিদের অতিকথন
প্রভৃতি বিষয়ে এই সরকারকে সবসময়ই তোপের মুখে থাকতে হয় এবং হবে
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০
পাঠক১৯৭১ বলেছেন: @হাসিব০৭,
You are right in some way; but these 2 ladies must be ousted: people cannot do it.
Hasina can destroy Khaleda; then people will kick out Hasina. If Hasina & Khaleda talks & go for election, they will remain for ever, as people of this generation are selfish, corrupted & weak.
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
হাসিব০৭ বলেছেন: Absolutely right
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
হাঁড় = ঘাঁড় বলেছেন: ইউরোবাংলা কোন হারামি রে!
প্রত্যেকটা পোস্টে গিয়ে গিয়ে জামাতি লিং দিয়ে আসে?
ছাগুর বাচ্চা কভি নেহি আচ্ছা
যো হ্যায় আচ্ছা ও ভি শুয়ার কা বাচ্চা।
আজকে তিনদিন ধরে প্রত্যেক পোস্টে একই কমেন্ট, একই লিংক দিয়ে মহাফ্লাড করছে এই লোকটা। সামুতে একই ফ্লাডিং করা জায়েজ নাই। সামুতে জামাতির বাচ্চাদের কোন জায়গা নাই।
আগে পরে কোন কথা বলে না, শুধু কাদের মোল্লার গুনগাণের লিংক।
একাত্তর সাল কি ছিল না?
জামাত কি সবচে বড় রাজাকার দল না?
বাংলাদেশের মানুষ কি পাকিস্তান-জামাতের সাথে যুদ্ধ করে স্বাধীন হয়নাই?
গোলাম আজম কি রেজাকার বাহিনীর বড় খাদেম ছিল না?
কামারুজ্জামানের কাজ কি মুক্তিযোদ্ধাদের আঙুল কাটা ছিল না?
নিজামী কি তখন ছাত্রসংঘের প্রধান ছিল না?
ষোলই ডিসেম্বর কি ছাত্রসংঘ আর আল বদরের কেন্দ্রীয় কার্যালয় থেকে বস্তা বস্তা উপড়ানো চোখ উদ্ধার করা হয়নি?
গো মা রনি'র মত একটা বাজারি ব্যবসায়ী দুইদিনের বৈরাগী সরকারি জমি দখলকারী লোক, যার প্রিয়জন সব রাজাকার-আলবদর এর জেলের লোকজন, যার ওঠাবসা মাচুদুর রহমানের সাথে, তার কথা এত ফ্লাডিং কেন?
কোন চুলা থেকে এইসব দুই পয়সার অনলাইন নিউজ এজেন্সি এসেছে? এইসব হামটি ডামটি নিউজ এজেন্সির লিংক এইসব নব্য রাজাকার কোথা থেকে পায়? আর কেমন করে সবখানে ছাপায়?
পাচ বছর নয় মাসের ব্লগার পাঠাই না। সবজায়গায় জামাতি লিং কেন? শুয়রের বাচ্চা গীধর কাদের মোল্লার গুণগান সব পোষ্টে লিং মেরে আসে?
জামাতি সাপ পুষলে উল্টা ছোবল মারবে। সব নষ্ট করবে। সকল জামাত-শিবির-রাজাকার-আলবদর-আলশামস-শান্তি কমিটির প্রচার-প্রচারণাকারীর নি:শর্ত ব্যান চাই।
পোস্টদাতা, ইউরোবাংলা আর সমস্ত পেইড বিক্রি হওয়া রেজাকার-আল বদরের কমেন্ট অনুগ্রহ করে ডিলিট করুন। বেহায়া ছাগুর একমাত্র পাওনা গদাম!
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: @হাঁড় = ঘাঁড় ,
Bangladesh has given birth to lots of crippled minded people, unfortunately, we have to live with them..
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
পাঠক১৯৭১ বলেছেন: যাঁদের হৃদয়ে স্বাধীনতা যুদ্ধ এখনো উজ্বল, তাঁদেরকে সব ব্যাপারে শান্ত হতে হবে, অধীর হওয়া ঠিক হবে না।