![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাভারতের শকুনী মামা কিংবা চন্দ্রগুপ্তের সমায়ের রাজনীতি ও অর্থনীতির প্রফেসর চানক্য আজ জীবিত থাকলে, আমাদের 'জাতীয় শিয়াল' জেনারেল এরশাদের বাসায় দারোয়ানের চাকুরী পেতো হয়তো। বাংগালী জাতির ইতিহাসে কোন ব্যক্তি রাজনীতিতে (আসলে কু-রাজনীতিতে) এত খেলা দেখিয়ে যেতে পারেননি: জাতি হয়তো একদিন শেরে বাংলার কথা ভুলে যাবেন, কিন্তু এরশাদ প্রবাদ হয়ে জীবিত থাকবে অনেক সময়।
এরশাদ জীবনে একবার ভুল করেছিল: সে ভেবেছিল যে, বাংগালী মুক্তিযোদ্ধারা পাকীদের সাথে পারবে না; তাই সে পাকিস্তান ত্যাগ করে আসেনি। যুদ্ধের পর এসে, সেই ভুল আর জীবনে করেনি। জিয়া একজন বেকূব জেনারেল খুঁজছিল সেনাপতি বানাতে, এরশাদ বেকুবের অভিনয় করেছে সার্থকভাবে; পরে মুক্তিযোদ্ধারা যখন জিয়াকে হত্যার করার চেস্টা করছে, মুক্তিযোদ্ধারা যাতে সফল হয় সেজন্য সব ব্যবস্হা করে দিয়েছে। খালেদাকে শান্ত করার জন্য জাতির ৫০০ কিটী টাকা মুল্যের সম্পত্তি ২ টাকায় দিয়ে দিয়েছে।
সাত্তার থেকে প্রেসিডেন্সী এমনভাবে নিয়েছে, যেন জাতিকে আমেরিকা বানাচ্ছে। তারপরের ইতিহাস আপনারা জানেন।
এখন তার যে বয়স, সে আসলে একটা মৃতব্যক্তির সমান মগজ রাখে; কিন্তু তারপরও সে জাতিকে, খালেদাকে ও হাসিনাকে নাকে রশি লাগায়ে ঘুরাচ্ছে। যাক, হাসিনা কি শিয়ালকে খাঁচায় ঢুকায়েছে নাকি শিয়াল নিজেই কিছুদিন রেস্ট নেয়ার জন্য ফাঁদ পেতেছে কে জানে?
হতে পারে, হাসিনা চাচ্ছে না শিয়াল খালেদা সাথে টাকা নিয়ে দরকষাকষি করুক; অথবা হতে পারে, শিয়াল গত কয়দিনের সব পাপ হাসিনার উপর চাপানোর জন্য নিজেই পুলিশকে বলেছে, তাকে হাসপাতালে নিতে। তাকে হাসপাতালে নিলে মিডিয়া কি বলবে সে জানে!
যদি শিয়াল সিংগাপুর বা বাহিরের হাসপাতালে যায়, ধরতে হবে হাসিনার হাত আছে; আর যদি ঢাকায় থাকে বুঝতে হবে শিয়াল নিজেই কয়েকদিন গর্তে লুকায়ে থাকতে চায়; তবে, কাদের মোল্লার অবস্হার পর, শিয়াল গর্তে কিছুদিন কাটাবে বলে মনে হচ্ছে।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৩
পাঠক১৯৭১ বলেছেন: He exactly knew when Sheikh Shaheb will be killed.
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫
তীর্থক বলেছেন: অনেকেই এরশাদের উপরে একটু ক্ষাপা.... মামায় আশা দিয়া এমনে চোখ পলটি দিব কে জানত কন ;-)
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: @তীর্থক,
Actuallt, nobody knows whats on Ershad's mind. But this time Hasina will not allow him anymore flip flop.
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শুক্রবার।সুতরাং..................................
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০
পাঠক১৯৭১ বলেছেন: @মোঃ আনারুল ইসলাম ,
Thats true; but none can say who did it: Ershad or Hasina?
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৮
তীর্থক বলেছেন: হাউ ডু ইউ নো? দেয়ার ইজ নো লাষ্ট ওয়ার্ড ইন পলিটিক্স ডিয়ার...
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২০
পাঠক১৯৭১ বলেছেন: @তীর্থক ,
Your question is not clear; how do I know what?
Politics is a science in the west; but in Bangladesh, politics is Astrology, anf thats why there is no last word in politics!
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৭
তীর্থক বলেছেন: You said, But this time Hasina will not allow him anymore flip flop. How do you know that?
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৯
পাঠক১৯৭১ বলেছেন: @তীর্থক ,
I think that is a good guess! The way Sk. Hasina moving, one can imagine her moves, thats how I made the guess.
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬
পাউডার বলেছেন:
এরশাদের মত ছ্যাচড়াকে আওয়ামীলিগ আরো আগে কেনো গারদে ভরে নাই, সেইটা একটা অবাক ব্যাপার। খারাপ লোকের খারাপ কিছু হৈলে ভালোই লাগে।
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
পাঠক১৯৭১ বলেছেন: @পাউডার ,
AL and Ershad have lots of common things; most of the AL people are really really bad people.
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
HHH বলেছেন: ছিঃ এরশাদ কাকু তুমি এতো খারাপ! গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে গেছ! সেই গ্যালফ্রেন্ডের বাসার গৃহপালিত কুকুরদের কাছে তুমি এখন সবচেয়ে খারাপ ব্যক্তি।
ছি কাকু! তুমি এভাবে মানুষকে ছ্যাকা দিতে পারো?
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
পাঠক১৯৭১ বলেছেন: শকুনী মামা ও চাণক্যকে ছাড়িয়ে গেছে এরশাদ, এরশাদ কি করছে কারো পক্ষে বুঝা মুশকিল হবে; তাই ধরে নেবো আপনিও উনার চাল বুঝবেন না।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩২
পাঠক১৯৭১ বলেছেন: জাতির শিয়ালের' কি হয়েছে: সে নিজে জানে, আর জানে শেখ হাসিনা ও খালেদা বেগম!