![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩ সালে, সরকার শুধু শিবির ও খালেদা বেগমকে থামাতে ব্যস্ত ছিল: কোন রকম উন্নয়নমুলক কাজ সরকার হাতে নিতে পারেনি, সব সরকারী কর্মচারীকে বেতন দিতে হয়েছে, সব পড়ালেখা বন্ধ, গার্মেন্টস রপ্তানী অর্ধেক, প্রাণহানি ও আহতদের পংগুত্ব জাতির উপর আগামী ২০/৩০ বছর প্রভাব ফেলবে, রেল ও অন্যান্য যানবাহনের ক্ষতি, বাড়ীঘর ও ব্যবসা ধ্বংস: সব মিলে এক লাখ কোটী ধ্বংস করেছে খালেদা বেগম ও শিবির; জাতির জিডিপি অর্ধেক হয়ে যাবে।
এ মহা ধ্বংসের জন্য, এখুনি খালেদা বেগমের বিচার শুরু করা দরকার; কোন অবস্হায় উনাকে ছেড়ে দেয়া ঠিক হবে না। আর শিবিরকে এখুনী পরাজিত না করতে পারলে, দেশকে সোমালিয়ায় পরিণত করবে শিবির। সরকারের প্রথম কাজ হওয়া দরকার শিবির ও খালেদা বেগমকে থামানো।
ফহখরুলসহ ৪/৫ জন বিএনপি'কে সরকারে নিয়ে 'সর্বদলীয় সরকার'কে শক্ত করে, শেখ হাসিনাকে রিটায়ারমেন্টে পাঠায়ে দেশকে স্বাভাবিক অবস্হায় আনা দরকার।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
আরিফুর রহমান বাবুল বলেছেন: কোন গেরাম থেকে উইঠে আসলেরে.............বাবা..........................!! কয়দিন হইলো........ঢাকার মুখ দেখছ? মনেহয় বাবার ক্ষেতের ধান বেইচ্ছা মাষে মাষে ঢাকা আইতা, তাইনারে.... বাবা.............................!
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫
পাঠক১৯৭১ বলেছেন: চুরি করে তুমি ঢাকা কিনে ফেলেছ, ঢাকায় আসব কি করে? গ্রামে আছি, সৌদি যাবো উট চরাইতে।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০
তামিম ইবনে আমান বলেছেন: মজা পাইলাম।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭
পাঠক১৯৭১ বলেছেন: মগজ কম থাকলে ভাবতে হয় না, পাগলেরা সব সময় হাসে, মজা পায় সবকিছুতে।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৬
পাউডার বলেছেন:
আওয়ামীলিগ কি ভারতের কাছ থিকা বাংলাদেশরে লিজ নিছে?
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩২
পাঠক১৯৭১ বলেছেন: ভারত বাংলাদেশীদের ভয়ে আছে: ওরা জানে বাংলাদেশীদের পড়ালেখা নেই, বাংলাদেশীরা সমস্যা: ওদের থেকে দুরে থাকা ভালো।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
পাউডার বলেছেন:
সরকারের উচিৎ পরাজয়ের ভয় না কৈরা ফেয়ার ইলেকশন দেয়া।
খালেদা দেশের ক্ষতি কর্ছে না লাভ কর্সে সেইটা জনগন ভোটে বৈলা দিবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩০
পাঠক১৯৭১ বলেছেন: জনগণের কাঁথা পুড়ি, ৫০% নাম লিখতে পারে না; তাদের ভাবনা শক্তি নেই।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
পাঠক১৯৭১ বলেছেন: সর্বদলীয় সরকার থেকে বেগম এরশাদ, হাওলাদার মাওলাদারদের বের করা দরকার, এগুলো অপদার্থ।