নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিসেম্বর১৬

ইকোনোমিস্ট

পাঠক১৯৭১

পাঠক১৯৭১

পাঠক১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে 'সর্বদলীয় সরকার' টিকিয়ে রাখতে হবে

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

এখন ইলেকশন বন্ধ রাখা দরকার: ১৫১ জনকে বিনা প্রতিদদ্ধিতায় বিজয়ী করে লাভ নেই, এরা কোন কাজে লাগবে না; এখন দরকার দেশে জরুরী অবস্হা দিয়ে দেশকে সন্ত্রাসমুক্ত করা। খালেদা বেগম ও শিবির জাতিকে অর্থনৈতিকভাবে পংগু করে দিয়েছে, ও দেশে এনারখিজম চালু করেছে, এটার অবসান করা দরকার; এ মহুর্তে ভোট এমন দরকারী বিষয় না: ভোটের মাধ্যমে চোর, ডাকাত ও কলাগাছেরা পার্লামেন্ট ভবনে আসার সুযোগ পাবে মাত্র, কোন পরিবর্তন আসবে না।



শেখ হাসিনার সাপোর্টাররা রাস্তায় নামবে কিনা সন্দেহ; কারণ শেখ হাসিনা তাদের নিয়ে মাথা ঘামায় না; কিন্তু শিবিরেরা বেতন পেয়ে যাচ্ছে নিয়মি্ত, মরলে পারিবার টাকা পাচ্ছে; ফলে, তারা লেগে থাকবে; তাদের থামাতে হলে ১৯৭১ সালের মত মানুষদের ডাকতে হবে; অথবা জরুরী অবস্হা জারী করতে হবে।



জরুরী অবস্হা জারীর জন্য বর্তমান সর্বদলীয় সরকারই যথেস্ট। অকারণে বিএনপি মিএনপি'র সাথে কথা বলে লাভ নেই; খালেদা বেগমকে উনার ঘরে থাকতে দিলে উনি এনারখী চালিয়ে যাবেন।



শিবিরকে পাকিস্টান পাঠাতে হলে মিলিটারী দরকার, জরূরী অবস্হা ঘোষনা না করলে অকারণে নাগরিকেরা প্রাণ হারাবে, তার ফল ভালো হবে না শেখ হাসিনার জন্য।

মন্তব্য ৪৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১

ইউরো-বাংলা বলেছেন: Click This Link

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

পাঠক১৯৭১ বলেছেন: বাকশাল বুঝার মতো ক্ষমতা আপনার নেই, বাকশালের পেছনে যে তত্ব ছিল, সেটাই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল; আপনারা অংক, অর্থনীতি, সোস্যাল সায়েন্স, পলিটিক্স, ফিলোসোফি বুঝেন না, আপনারা মুর্খ

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

ইউরো-বাংলা বলেছেন: হাম্বালীগের বাচ্চা এইসব কি লিখছোছ , আবোল - টাবোল ! পাবলিকের সামনে কইলে জুতাপেটা খাবি নিশ্চিত।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১০

পাঠক১৯৭১ বলেছেন: @ইউরো-বাংলা ,

I do not write for idiots.

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

খুকুমনি বলেছেন: ইলেকশনের দরকার কি - সমঝোতা করে কিছু আসন নিয়ে নিতে বিএনপিকে প্রস্তাব । সকাল বিকাল দুই বেলা নিয়ম করে আবাইল্লাদের থাপ্রাইতে মঞ্চায়।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

পাঠক১৯৭১ বলেছেন: আপনাদের মত আবাল থাকাতে দেশকে এখানে এনেছে খালেদা, হাসিনা ও জামাত।

ইলেকশানের পরিবেশ এখন নেই, এখন জরুরী অবস্হা দিয়ে সন্ত্রাসীদের লেজে আগুন দেয়া দরকার।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

মেমননীয় বলেছেন: এনারখী জিনিসটা কি?

কোন ধরনের চালবাজী?

Sorry for idiotic question!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: এনারখি হলো যখন মানুষ বিনা আইনে নিজের ইচছা মতো চলে।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

ইনফা_অল বলেছেন: ভাই মেলেটারী যে ডাক্তে বললেন, তারা এসে যদি বিডি আর হত্যায় তাদের যে ৫৩ সেনা অফিসার হত্যার বদলা নিতে শুরু করে, তখন কি হবে বলেন তো

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

পাঠক১৯৭১ বলেছেন: ৫৭জন অফিসার ছিল না, ছিল বর্ডারের চোরাকারবারীর মাফিয়া; ওদের মেরেছে বিডিআর।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালী কুকুরের দল এখনও এভাবে বলে?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১

পাঠক১৯৭১ বলেছেন: আপনার মত গরু গাধা বাকশাল বুঝার কথা নয়; আগে ইকোনোমিক্সে পিএইচডি করেন, তখন আলাপ হবে।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালী কুকুরের দল এখনও এভাবে বলে?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৪

পাঠক১৯৭১ বলেছেন: মানুষকে কুকুর ডাকতে হয় না, আপনি পিগমী।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাংলার মানুষেরা আসলে.......... না হলে সব রাজনীতিবিদের ডলা খায়।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩

পাঠক১৯৭১ বলেছেন: বাংলাদেশে চোর ডাকাতেরা খালেদা, হাসিনার দলে গিয়ে ডাকাতি করে: ওটা রাজনীতি নয়, ওটা মাফিয়া।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৫

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ভালো বলেছেন

এই দেশটার একটা বিহিত করে তারপর হাসিনা রাজনীতি থেকে বিদসয় নিক। এই সুযোগে সব পাপ মুছে ফেলা উচিৎ

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১০

পাঠক১৯৭১ বলেছেন: দেশকে এখানে এনেছে খালেদা বেগম ও শেখ হাসিনা। কি করে হাসিনা বের করবে, আমি জানি না, আমি জানি হাসিনার দক্ষতা নেই।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৮

তিক্তভাষী বলেছেন: আপনার এইসব ইডিয়টিক কথাবার্তা বন্ধ করেন। এই এনার্কির উদ্যোক্তা হলো বাকশালীরা। অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন কেন?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৮

পাঠক১৯৭১ বলেছেন: 'বাকশালী' বলতে ১৭ কোটীর মাঝে যদি কেহ থাকে সেজন আমি; আোয়ামী লীগ খালেদা বেগমের ও উনার স্বামী মেজর জিয়ার মতো বাকশাল বিরোধী।

শুধু বাকশালীয় তত্ব এদেশের ৬০% দরিদ্রকে বাঁচাতে পারে।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

উপপাদ্য বলেছেন: লেখক বলেছেন: বাকশাল বুঝার মতো ক্ষমতা আপনার নেই, বাকশালের পেছনে যে তত্ব ছিল, সেটাই মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল; আপনারা অংক, অর্থনীতি, সোস্যাল সায়েন্স, পলিটিক্স, ফিলোসোফি বুঝেন না, আপনারা মুর্খ


হিটলার নিজেও নিশ্চয় আফসোস করে বলে ' নাৎসিজম' বুঝার ক্ষমতা বিশ্ববাসীর ছিলোনা।

হিটলার নিশ্চয় একজন চরম দেশপ্রেমিক ছিলো যেমন করে আমাদের লেডি হিটলার একজন চরম দেশপ্রেমিক।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

পাঠক১৯৭১ বলেছেন: নাৎসীজম ছিল এরিয়েনদের ক্ষমতায়ন, বাকশাল ছিল '৭১ এর জেনারেশনের অর্থনৈতিক সফলতার চাবি।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

HHH বলেছেন: আপনাদের কি একটু লজ্জাও লাগে না এইসব কথা বলতে?

মানুষকে ভোট দিতে দিলে আপনারা যে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন, এটা কি বুঝতে পারেন?
ভোটের অধিকারকে ভ্যানিটি ব্যাগে ভরে এখন বলছেন আর্মি দিয়ে গুলি করে দেশের সবাইকে চুপ করাতে। কতটা নির্লজ্জ হলে সারাদেশের মানুষের সাথে এভাবে দূর্ব্যবহার করা সম্ভব।
যেই মাত্র ক্ষমতা ছাড়বেন, সেইদিন থেকে আপনাদের স্থান হবে পচা নালায়। আর বাংলাদেশের মানুষ সেই নালা দিয়ে আপনাদের ধুয়ে দেশের মাটি পবিত্র করবে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

পাঠক১৯৭১ বলেছেন: যেকোন সময়ে ভোট হলে আওয়ামী লীগ জয়ী হবে।

কারণ, খালেদা বেগম, জামাত শিবির ভোটাধিকার হারিয়েছে, তারা পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিরদ্ধে গেরিলা যুদ্ধ করছে: খালেদা বেগম জেলে যাবে।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

একজন ঘূণপোকা বলেছেন: বাকশালের প্রশংসা করে এমন আবুলও দেশে আছে, হাসিনা নিজেও তো মনে হয় এটা নিয়ে লজ্জিত।


ব্যক্তিগত ভাবে নিবেন না ভাই, ধন্যবাদ

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: ১৭ কোটীর মাঝে আমি একা বাকশালের পক্ষে

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

জনাব মাহাবুব বলেছেন: বস পাবনা কতদুর?

আপনি যাবেন নাকি আমরা এম্বুলেন্স করে আপনাকে পাঠানোর ব্যবস্থা করবো। :D :D :D :D :D :D :D

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

পাঠক১৯৭১ বলেছেন: আপনার প্রো-পিক তো বলছে যে, পাবনা আপনার দখলে: কাপড় চপড় বদলান, পিগমীর কাপড় পরে আছেন কেন?

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

ইউরো-বাংলা বলেছেন: হিটলার নিজেও নিশ্চয় আফসোস করে বলে ' নাৎসিজম' বুঝার ক্ষমতা বিশ্ববাসীর ছিলোনা।

হিটলার নিশ্চয় একজন চরম দেশপ্রেমিক ছিলো যেমন করে আমাদের লেডি হিটলার একজন চরম দেশপ্রেমিক।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

পাঠক১৯৭১ বলেছেন: আইএসআই এর গেরিলাদের জন্য হাসিনাকে হিটলার হতে হবে; আমি জানি হাসিনা বাংগালীদের জন্য ভালো নয়; কিন্তু আইএসআই এর গেরিলাদের পরাজিত করাই বড় কাজ।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৫

গুগলরকস বলেছেন: বিএনপি হইলো জামাতের চামচা। মানুষ তাদের কখোনো ভোট দিবে না। জয় বাংলা। আর এখন তো তারা সন্ত্রাসী সংগঠন। এইটা কি মানুষ দেখে নাই?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৫

পাঠক১৯৭১ বলেছেন: বিএনপি বলতে যা বুঝায় তা'হলো খালেদা বেগম ও তার গেরিলা বাহিনী: শিবির।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "লেখক বলেছেন: আপনার মত গরু গাধা বাকশাল বুঝার কথা নয়; আগে ইকোনোমিক্সে পিএইচডি করেন, তখন আলাপ হবে। "

মাস চারেক হইলো বিশ্বের প্রথম ৫০ টা ইউনির একটা থেকে পিএইচডি করলাম সাইন্সের সাবজেক্ট থেকে। তবে এই বাকশালী কুকুরদের উচ্ছিষ্ট ভোগীর মত বুঝতেছি না বাকশাল বোঝার জন্য ইকোনোমিক্সে পিএইচডি কেনো লাগবে, এক জনের আজীবন প্রেসিডেন্ট থাকার খায়েস মেটানোর দামতো আমি দেবো না। সো সিম্পল।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

পাঠক১৯৭১ বলেছেন: মনে হয়, অন-লাইনে পিএইডি করেছেন, সাবজেক্ট "আননোন সায়েন্স"?

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১

পাঠক১৯৭১ বলেছেন: @কপোতাক্ষের তীরে এক অসামাজিক,


ডিসারটেশন শেস করে, পিএইডি পাওয়ার জন্য অভিনন্দন; হাসিনার মতো কাগুজে না হলোই ভালো!

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

গুগলরকস বলেছেন: অসামাজিক ছাগু তুই কিসে পিএইচডি করসোস? মিথ্যা কথা বলসকেন? থিসিস পেপার আপলোড কর।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালী কুকুরের দল আর মানুষ হইলো না। গুগলরকস, তোর বাপ যে পারে নাই বুঝতে পারি, তুইও যে পারস নাই তাও বুঝি, দেখ তোর পোলাডা পারে কিনা? wish him good luck.
হ, বল্গে ডিটেইলস দিই আর কু্ত্তালিগের পুলিশ বাহিনীরে গুমের লাইগা দাওয়াত দিই।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

রাজীব বলেছেন: আপনি কি ব্লগের উপর পিএইচডি করতেছেন নাকি?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

পাঠক১৯৭১ বলেছেন: @কপোতাক্ষের তীরে এক অসামাজিক ,


আপনার পড়ালেখার উপর কটাক্ষ করাটা আমার ভুল হয়েছে, আমি দু:খিত।

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: পাঠক১৯৭১, আমার ডিসারটেশনের ১১ টা চ্যাপ্টারের ৮ টা পাবলিশড পেপার, হাসিনার মত কেনা নয় নিশ্চিত।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: স্যরি, আপনার ডিগ্রির উপর কোন কথা বলাটা আমার দিক থেকে ভুল হয়েছে, দু:খিত।

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮

মহাজাগতিক বলেছেন: ১৫৬ লম্বর এমপি ছাব ছালাম লন!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১

পাঠক১৯৭১ বলেছেন: আমাকে বললে ভুল বলছেন: রাজনীতিতে, আমি শেখ হাসিনা, খালেদা বেগম বা যেকোন মজগহীন মানুষের বিরোধীতা করে আসছি আজীবন।

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯

মহাজাগতিক বলেছেন: ১৫৬ লম্বর এমপি ছাব ছালাম লন!!!

২৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

গুগলরকস বলেছেন: @অসামাজিক শালা ছাগু তুই তোর দলের মত ৫ পাস, পিএইচডি করসোস কি গদাম খাওয়ার উপরে? এই ল তোরে গদাম দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.